পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরাজ্য দল ও চাকরীর যোগ্যতা কলিকাতা মিউনিসিপ্যালিটিতে সৰ্ব্বসাধারণের অধিকাংশ প্রতিনিধি স্বরাজ্যদলের লোক বলিয়া উহা এখন ঐ দলের দখলে আসিয়াছে। উহার প্রধান কয়েকজন অবৈতনিক ও বেতনভোগী কৰ্ম্মচারী ঐ দলের লোক । নিম্নস্তরের কত কৰ্ম্মচারী ঐ দল হইতে নিযুক্ত হইতেছেন, তাহার ঠিক্‌ খবর জানি না। কিন্তু শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বস্থ রাজনৈতিক কারণে নিপীড়িত লোকদিগকে তাহার নিকট আবেদন করিবার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়াছিলেন বলিয়া এইরূপ অমুমিত হইয়াছে, যে, নীচের দিকের কতকগুলি চাকরীও ভূতপূৰ্ব্ব অন্তরীণ, রাজবন্দী, ইত্যাদি ব্যক্তিগণ পাইয়াছেন ও পাইবেন । নিজের দলের লোককে চাকরী দেওয়া নীতির অনেক সমালোচনা খবরের কাগজে হইয়াছে। আমরাও মডার্ণ রিভিউ কাগজে এই নীতির সমালোচনা করিয়াছি । কিন্তু কিরূপ সমালোচনার আমরা পক্ষপাতী নহি, তাঙ্গ ও বলা দরকার। po খবরের কাগজে এবং মুখে মুখে এইরূপ সমালোচনা হইয়াছে, যে, স্বভাস-বাবু যদি সিভিল সাভিসে থাকিতেন, তাহা হইলে এখন তাহার বেতন ৬০০ কিম্ব ৭০০ হইত, কিন্তু তিনি মিউনিসিপ্যালিটিতে দেড় হাজার টাকার কাজ পাইয়াছেন। ইত্যাকার কথা বলিয়া তাহার স্বার্থতুলগের অলীকতা প্রমাণ করিবার চেষ্ট হইয়াছে । "কিন্তু আমরা এরূপ সমালোচনার পক্ষপাতী মহি । তিনি যখন সিভিল সাভিসে ইস্তফা দেন, তখন কলিকাতা انجمن মিউনিসিপ্যালিটির কাজ তাহার হইবে, ইহা কেহ জানিত না, কল্পনাৎ করে নাই। তিনিও কল্পনা করেন নাই। সুতরাং তিনি ভবিষ্যতে বেশী টাকার চাকরী পাইবার আশায় সিভিল সাভিসে ইস্তফা দিয়াছিলেন, এবং তদ্বারা তিনি স্বার্থত্যাগের বাহবাও পাইলেন, এবং তাহার আর্থিক লোকসানও হইল না, এইরূপ ইঙ্গিত করা ঠিক নয় । র্তাহার স্বার্থত্যাগ থাটি ; তাহার প্রশংসা তাহার ন্যায্য পাওনা। তিনি সরকারী চাকরী ছাড়িয়া দেশের প্রকৃত সেবাও করিয়াছেন ;–তাহার একটি দৃষ্টান্ত, জলপ্লাবনে বিপন্ন উত্তরবঙ্গের লোকদের সাহায্যার্থ তাহার প্রভূত পরিশ্রম । যেহেতু স্বরাজ্যদল কলিকাতা মিউনিসিপ্যালিটিতে প্রবল হইয়াছেন, অতএব স্বরাজ্যদলের কাহারও উহার কোন পদে অধিষ্ঠিত হওয়া উচিত নয়, এরূপ মতেরও আমরা সমর্থন করি না । ইংরেজরা এখন ভারতবর্ষের মালিক, এবং অধিকাংশ ইংরেজ খৃষ্টধৰ্ম্মাবলম্বী বলিয়া পরিচিত। সেই কারণে কেহ যদি বলে যে, ভারতবর্ষে কোন ইংরেজের বা কোন খৃষ্টিয়ানের সরকারী চাকরী পাওয়া উচিত নয় ; তাহ কি ঠিকৃণ হুইবে ? ইংলণ্ডের পালেমেণ্টে এখন শ্রমিকদলের প্রাধান্ত হইয়াছে ; এবং শ্রমিকদলের অন্ততম সভ্য মিঃ রামজে ম্যাকৃডোন্যান্ড, थनांन भऔ श्ब्र भशौनsा श्र*न कब्रिग्रkहर्म । किरू শ্রমিকদলের প্রাধান্ত হওয়ায় একথা কেহ বলে না, যে, শ্রমিকদলের কোন লোকেরই অবৈতনিক বা বৈতনিক কোন সরকারী চাকরী ইংলণ্ডে পাওয়া উচিত নয়। স্বরাজ্যদলের লোক হওয়াটা চাকরীর অন্ততম ধোগ্যতা বলিয়া বিবেচিত হওয়া উচিত নয়, অযোগ্যতা বলিয়াও বিবেচিত হওয়া উচিত নয়। সেই জন্ত স্বরাজ্যদলের সভ্য স্বভাৰ্য-বাবুর মনোনয়নটাই অন্যায় হইয়াছে, এরূপ আমরা মনে করি না। প্রধান কাৰ্য্যনিৰ্ব্বাহক কৰ্ম্মচারীর পদের জন্য তিনি যোগ্যতম লোক কি না,