পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ জাতিকে ব্রাহ্মণাদি “উচ্চ” বর্ণের লোকেরা যাইতে দেয় না ; “নিম্ন” শ্রেণীর লোকেরা যাইবার অধিকার স্থাপন করিতে দৃঢ়প্রতিজ্ঞ। ত্রিবাঙ্কড় গবর্ণমেণ্ট মন্দিরটির ট্রষ্টী জর্থাৎ স্বাসরক্ষক। ঐ গবর্ণমেন্ট “নিম্ন” শ্রেণীর যাহার ঐ রাস্তায় যাইতেছে, তাহাদিগকে ধরিয়া জেলে পাঠাইতেছেন। এইপ্রকার সত্যাগ্ৰহ চলিতেছে। দক্ষিণ ভারতেরই তিরেভেল্লী সহরের একটি রাস্তার অধিবাসীরা “উচ্চ” বর্ণের। তাহার বলিয়াছে, তাহারা মিউনিসিপ্যালিটিকে "নীচ” জাতির কুলি দ্বারা ঐ রাস্তাটি মেরামত করাইতে দিবে না ; “উচ্চ” জাতির কুলি চাই ! অপরের পরোক্ষ স্পর্শে তাহদের পবিত্রদেহ অপবিত্র হইবার যখন এতই আশঙ্কা, তখন তাহারা রাস্ত মেরামত নর্দমা সাফ, পায়খানা পরিষ্কার, প্রভৃতি সব কাজ নিজেরাই করুন না ? দক্ষিণে জাত্যভিমানের এইরূপ অতিবা’ড় । অতএব আমরা ভারতীয়ের কোন মুখে বলিব, যে, দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়েরা তথাকার ভারতীয়দিগকে বিশেষ বিশেষ স্থানে আবদ্ধ রাখিবার আইন করিয়া আমাদের অপমান, অনিষ্ট ও নির্য্যাতনের চেষ্টা করিতেছে ? অামাদের নিজের দেশেও ত কোন কোন শ্রেণীর লোক অপর কোন কোন শ্রেণীর লোকের প্রতিও অবজ্ঞাস্বচক অমানবিক ব্যবহার করিতেছে। ভারতের যে প্রদেশেই হউক, যেসব উচ্চবর্ণের লোক নিম্নবর্ণের প্রতি অবজ্ঞাসূচক ও অবমানকর দেশাচার কায়েম রাখিবার চেষ্টা করিতেছেন, তঁহার দেশের ও মানৰ সমাজের শত্রুর কাজই করিতেছেন। কলিকাতার ভাইস-চ্যান্সেলার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার বাবু ভূপেন্দ্রনাথ বস্ব বাংলার শাসনপরিষদের সভ্য হওয়ায়, অকুমান চলিতেছে, ধে, তাহার জায়গায় ভাইসচ্যান্সেলার কে হইবেন । , , , নেপালেৰু নৃপতির নাম মহারাজাধিরাজ ত্রিভুবন খ্ৰীয় ৰুিক্রম জৎবাধাদুর শাহ, বাহাদুর শমশের জং ।

প্রবাসী--জ্যৈষ্ঠ, ১৩৩১ .

[ ২৪শ ভাগ, ১ম খণ্ড কিন্তু রাজসিংহাসনে তিনি অধিষ্ঠিত থাকিলেও র্ডাহার কোন ক্ষমতা নাই। সমুদয় ক্ষমতা প্রধান মন্ত্রীর হস্তে । সেইরূপ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর যিনিই হউন, সেনেটের বর্তমান সভ্যসমষ্টি ও ভিত্তিগত নিয়মাবলী বিদ্যমান থাকিতে শ্ৰীযুক্ত স্তার আশুশেষ মুখোপাধ্যায়ই উহার আসল কৰ্ত্ত থাকিবেন । এ অবস্থায়, যে-কেহ রাজী হইবেন, গবৰ্ণমেণ্ট, তাহাকেই ঐ পদ দিতে পারেন। - মুসলমান সমাজ ঐ পদে একজন মুসলমানকে বসাইতে চাহিতেছেন । বৰ্ত্তমানে ঐ পদের জন্য যোগ্যতম লোক বাঙালী মুসলমানদের মধ্যে না থাকিলেও, যোগ্য লোক আছেন। অতএব তাহদের অভিলাষপূরণে কোন অলঙ্ঘ্য বাধা নাই । বড়োদার মহারাজার আবার বিদেশ যাত্রা বড়োদার মহারাজা ও অন্যান্য কোন কোন মহারাজ। যে পুনঃপুনঃ দীর্ঘকাল বিদেশে যাপন করেন, ইহ অন্যায়। বিদেশী অভিজ্ঞতা অর্জনের জন্ত দু-একবার যাইতে পারেন, কিন্তু বার বার বিদেশে দীর্ঘকাল পাকিয়া প্রজাদের প্রদত্ত টাকা উড়ান অধৰ্ম্ম । বড়োদার মহারাজা রাজ্যের অনেক উন্নতি করিয়াছেন, সত্য ; কিন্তু আরওঁ অধিক সময় রাজ্যে থাকিলে আরো উপকার করিতে পারিতেন। তাহা পারুন’ব না পারুন, প্রজাদের টাকা বিলাসে ও আমোদে উড়াইবার অধিকার, ধৰ্ম্মতঃ কোন নৃপতির নাই । - - খিলাফৎ সম্বন্ধে তুর্ক জনমত তুরষ্কের খবরের কাগজগুলি সাধারণতঃ তুর স্বসাধারণতন্ত্র কর্তৃক খিলাফতের উচ্ছেদ-সাধনের সমর্থনই করিতেছে। তাহা হইলেও, রক্ষণশীলদলের কাগজগুলি এ-প্রকার বৈপ্লবিক সংস্কার সম্বন্ধে অর্থপূর্ণ মৌন অবলম্বন করিয়া আছে । কিন্তু কন্‌স্তান্তিনোপলের অন্ততম উদারনৈতিক দৈনিক কাগজ "তানিন" (Tanin ) খিলাফতের উচ্ছেদ সাধনে উল্লাস প্রকাশ করিয়াছে। এই কাগজে লেখা ३झेभ्रां८छ् :- ‘