পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * ༅”ལྟ、 བ ༩་ 4་ ༣ བ་ ༥ পৰ্য্যস্ত . প্রস্তুত হইতেছে। লিখিবার • इश्रिीब्र कानि, थउङ श्रउंछ e মানবজাতির স্থখ-সমৃদ্ধি দিন দিন আলোক-চিত্র পরিস্ফুট করিবার, ঔষধাদি, বাণিশ, লাক্ষা পরিবর্ধন করিতেছে।* s "... (Shellac), www (amber), #fix fr, তাড়িতের ' - স্ত্রী যোগেশ্রমোহন সাহা: afooto-Cato aw (Electric insulator) of: মসলফৰ্ম্মলনান্য নাম wনীলম্বী হাজাররকমের দ্রব্যসম্ভার কয়লাজাত আলকাতর হইতে নামক গ্রন্থাবলম্বনে । ‘. 、○dN。 আমোদ ( > ) চিঠি লিখেও দিতে। নিজের পায়ে নিজে কুডুল মারলে ভট্টাচার্য মহাশয়কে ডাকিয় জমিদার হারকিঙ্কর রায় বলিলেন, “প্রসন্নকুমারকে আপনি ডেকে নিন, আর উচ্চ-শিক্ষার উচ্চ আশাট ছেড়ে দিন”—একুটি দীর্ঘ পত্র তাঙ্গর সম্মুখে প্রসারিত করিয় তাহার খানিকট অঙ্গুলি দ্বারা নিদিষ্ট করিয়া বলিলেন “পড়ুন এইখানটা” ও সঙ্গেসঙ্গে হস্তপদাদি গুটাইয় গম্ভীরভাবে বসিয়া রহিলেন । প্রদশিত অংশটুকু পড়া শেষ হইলে চিঠিখানি মুড়িয় এবং তদদ্বারা কপালে দুই-তিনবার আঘাত করিয়া ভট্টাচার্য্য মহাশয় বলিলেন “এই কপাল, কপাল ; আমি চেষ্টা করলে কি হবে, হর ? তা তুমি যখন এতদূর ঠেলে লে । আনলে তখন পাশটা করিয়ে দাও, না হ’লে তোমারও পণ্ডশ্রম । তার পরে টেরী বাগিয়ে শিগারেট খেয়ে, যা খুলি তই করে মরুবৃগে। বলে—‘কপালে লিখিতং 4tsi–’”S, . রায় মহাশয় কথায় জোর দিবার নিমিত্ত জাজিমের উপর নখ দিয়া ). অৰ্দ্ধচন্দ্র টানিয়া বলিলেন, “আর একটি পয়সা আমীর হ’তে হবে না ঠাকুর মশায়, কড়ি দিয়ে উদ্ধবৃত্তি বাড়ান রায়-বংশের কুষ্ঠিতে লেখেনি। আপনি ডেকে নিন ; এখনও জাত-ব্যবসায় লাগান ৷ ন হয়, পারেন—পড়ান, সে কথাও মন্দ নয় ।” . ‘সে কথা মন্দ না হইলেও হরকিঙ্করকে টেক্কা দিয়া “সে কথা” কার্য্যে পরিণত করার বিপদ ভট্টাচাৰ্য্য মহাশয় চিন্তু করিয়া বলিলেন, “তবে তাই হোক, যাই একটা আর আমি কি করব ?” ( २ ) তল্পী-তল্লা-সমেত বাড়ী আসিয়া প্রসন্নকুমার যখন পিতাকে প্রণাম করিল, তিনি আশীৰ্ব্বাদের বিনিময়ে তাহার মাথাটা ভাল করিয়া নিরীক্ষণ করিলেন ও সেথায় হালফ্যাশানের কোন পরিচয় না পাইলেও চৈতন্তের অস্তধর্ণন দেখিয়া জিজ্ঞাসা করিলেন “ফাষ্টে৷ কেলাসে টিকি মানায় না, না বাবা مي প্রসন্ন কোনপ্রকার উত্তর করিতে সাহস করিল না। তারু নাপিত হাজির ছিলই, প্রসন্ন কাপড়-চোপড় ছাড়িলে সে, ভট্টাচাৰ্য্য মহাশয়ের আদেশমত গোস্কুরপ্রমাণ একগোছা টিকি মাথার মাঝখানে ছাড়িয়া বাকিটা বেশ করিয়া কামাইয়া দিল। প্রসন্ন একবার মৃদুস্বরে জিজ্ঞাসা করিল “ব্যাপার কিরে ?” - তারু নাপিত বলিল, “বুঝতে পারছিনে ; তোমার মাথার টিকি কোথায় দাদা-ঠাকুর ?” - প্রসন্ন গলাটা আরও নামাইয়া বলিল, “বাবাকে বলিসনে ; বিশু দুষ্টুমি করে কেটে দিয়েছে। আমি ঘুমিয়ে ছিলুম আর—” তারু বাধা দিয়া জিজ্ঞাসা করিল, “আমাদের বিশ্বম্ভর রায় মহাশয়ের ছেলে ?” - প্রসন্ন বলিল “আবীর কে ?” সন্ধ্য পৰ্য্যন্ত গুগল্পের আর বুঝিতে বাকী রছিল না যে,