পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo)ev o প্রবাসী—আষাঢ়, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড “হকো ত ধরেছে বললেই হয় । আচ্ছা তুই বল, যে-দিন তামাক টানাতে পারবে, সে-দিন ওকে ডেকে সত্যনারায়ণের পুজো দেওয়াবি ?—কর মানসিক ” সত্যেন খুব হাসিতে লাগিল । বিশ্বম্ভর বলিল “এ আর শক্ত কথা কি ? কিন্তু শুকে তামাক-ধরান সোজা নয় বলে, দিলাম।”

  • আর সে-তেজ নেই চাদের ; তবে আর গুরুমশায় ৰানালুম কেন ?”

বিশ্বম্ভর তবুও সন্দিগ্ধভাবে মাথা নাড়িতে লাগিল । সত্যেন বিরক্তির ভাণ করিয়া বলিল “একেই বলে অনধিকার চর্চা ; সে ভাবনা ত তোর নয় বাপু । কালে ওকে আমি বোতল ধরাব । তুই মহা-সমারোহে পূজোর আয়োজন কর।” পরদিন সত্যেন প্রসল্পের পাঠশালায় উপস্থিত স্বতঃপ্রবৃত্ত হইয়াই রাত্রে বিশ্বস্তরের বাড়ীতে জন্তু জবাবদিহি দিল “আমি সন্ধ্যের সময় জামা কাপড় আনৃতে যেতেই আমার হাত ধরে বসুল ; কোন মতেই আসতে দেবে না। বলে বল ক্ষমা কবুলি ?’ বড় মুস্কিলে পড়ে গেলাম । শেষে বললুম আমি থাকৃতে পারি, যদি নিজের কাজের জন্যে প্রায়শ্চিত্ত করিস্—” প্রসন্ন হাসিয়া বলিল “কি আর এমন করেছে বিশু ? তোর আবার—” সত্যেন বলিল “না; তুই বুঝিসনে, প্রসন্ন, আমি বড় বদলোকু। যাক যখন অমন করে বললে তখন ওর ওখানে থাকা যাক, কি বল ?” “নিশ্চয়।” ছাত্রদের প্রতি নজর ফিরাইয়া সত্যেন বলিল “আমায়ু গোটা-কতক ছেলে দে , নিয়ে বসি । ভারি মহৎ কাজ তোর প্রসন্ন । তিন-চারিটি ছেলেকে পড়াইয়া উঠিবার সময় সত্যেন বলিল “খাটুনি আছে তোর।” তৃতীয় দিবস এইরূপভাবে পড়াইয়া কেরোসিনের বান্ধতে ঠেস দিয়া সত্যেন বলিল “বড় ক্লাস্ত হয়ে পড়তে হয়। কিন্তু তবু ত ছাড়তে পারছিনে, বেশ লাগছে।” একটু চুপ করিয়া গলা নামাই আবার বলিল “তুই ৰদি কিছু মুন না করিস উ, এস, একটা ছকে হইল । থাকার কিনে এই ঘরটিতে রেখে দিই ; একটা বদ অভ্যেস হয়ে গেছে জানিসইত । প্রসন্ন বেশি আপত্তি করিল না। সন্ধ্যার সময় সত্যেন হুক, তামাক, টিকা, দেশলাই প্রভৃতি ঘরের কোণে রাখিয়া আত্ম-মানির স্বরে বলিল “পাপ, পাপ একটা, কখনও ধরিস্নে প্রসন্ন ।” এই উপদেশ-বাক্যে প্রসন্ন সন্তুষ্ট হইল। তাহার পর সত্যেন ঘরে ঢুকিয়া বাহির হইয়া আসিয়৷ স্বস্তির "আঃ" উচ্চারণ করিলে প্রসয়ের মনটা কিরূপ হইতে লাগিল ও তাহার পর কৰ্ম্মের অন্তে ও ক্রমে মধ্যে প্রসরের শরীরটাও কিরূপ ‘ম্যাজ ম্যাজ’ করিতে লাগিল ও তামাকের গন্ধেই যেন কতকটা আরাম বোধ হইতে লাগিল এবং অবশেষে প্রায় সপ্তাহকাল মনের সহিত যুদ্ধের পর একদিন সমস্তদিন অঙ্ক কষাইয়। শরীরটা এলাইয় পড়ায় সত্যেন তাহাকে দুইটি টান দিতে ও সে গ্রহণ করিতে কিরূপে বাধ্য হইয়াছিল এবং দুই টানের বেশি দিতে ও গ্রহণ করিতে উভয়েই কিরূপ দ্বিধা-বোধ করিয়াছিল সে-সব কথা বাঙ্গালী পাঠককে না বলিলেও চলে । মোট কথা প্রসন্ন একদিন তামাক ধরিল। বাড়ীতে একদিন সত্যনারায়ণ পূজাও হইল । পূজার অন্তে প্রসন্ন-পুরোহিতের সামনে একটি সজ্জিত ছকে গম্ভীরভাবে ধরিয়া সত্যেন দুই বন্ধুকে একচোট খুব হাসাইল । জমিদার ( 8 ) /* গোপনের চেষ্টা-সত্ত্বেও এ-কথাটা আর’এর্ন্তজন বোধ হয় জানিল । সে ক্ষান্ত । শুধু ཝ་(༩ মনেই একটু আঘাত লাগিল । - সে প্রসয়ের পাঠশালার একটি ছাত্রী। নূতন নয় ; প্রায় স্বরু হইতে সেও পড়ে। তবে দৈনিক পোড়ো নয়। নিজের ও ভাইয়ের অমুখ মিলাইয়া তাহাকে গড়ে এক সপ্তাহ উপস্থিতির পর এক সপ্তাহ অনুপস্থিত থাকিতে হয়। ইহার উপর যে তাহার কোন হাত নাই, সংসারের অবস্থা-জ্ঞাপন-প্রসঙ্গে এ-কথা সে গুরুমহাশয়কে একাধিকবার বলিয়াছে।—একলা মা তাহার ওই ডাংপিটে