পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীয় বালিকাদের ব্যায়াম-চৰ্চা দশ বৎসর পূৰ্ব্বে কুমারী নাজীর বাঈ সেথ বরোদ উচ্চ-ইংরেজী বালিকা-বিদ্যালয়ে শিক্ষয়িত্ৰী হইয়া আসেন । ইহঁার বাল্যকথা অতীব বিস্ময়কর। বোম্বাই উইলসন কলেজে অধ্যয়ন-কালে ইহঁাকে শারীরিক কুমারী নাজীর বাঙ্গ দেখ বরোদার বিখ্যাত ব্যায়ামশিক্ষক প্রোফেসর মানেক রাওয়ের সহকারিতায় ইনি বালিকাদিগের ব্যায়াম শিক্ষায় মনোনিবেশ করিয়াছেন অমুস্থতার জন্য পাঠ ত্যাগ করিতে হয়। জীবনের শ্রেষ্ঠ আকাজক্ষাটিকে এই-ভাবে বিসর্জন দিয়া তিনি অত্যন্ত উৎসাহহীন হইয় পড়েন । বরোদায় আসিবার পরে বিখ্যাত শরীর-তত্ত্ববিৎ প্রোফেসর মানেক রাওয়ের 8X-8 নাম শুনিয়া তাহার ব্যায়াম-চৰ্চা করিবার ইচ্ছা হয়। প্রোফেসর মানেক রাও স্থাপন করিয়াছিলেন, ব্যায়াম শিক্ষা দিতেন । বরোদাঘ একটি আখড়া সেখানে তিনি ব{লকদিগকে তাহার নিকট গিয়া শিক্ষা পরলোকগত কুমারী নজক স্বাঈ সখ লাভ করা সম্ভবপর না হওয়ায় কুমারী নাঙ্গীর বাঈ র্তাহার ভ্রাতাকে উক্ত আখড়ায় প্রেরণ করেন । তিনি ও র্তাহার কনিষ্ঠ ভগ্নী কুমারী নাজীর বাঈ ক্রমে ক্রমে র্তাহাদের ভ্রাতার নিকট গৃহে বসিয়৷ ব্যায়াম-চর্চা করেন। so ৩২১ e