পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉や প্রচুর ভক্ষণের পক্ষপাতী নিবারণ সে প্রলোভন খুব সহজেষ্ট সম্বর করাতে, তাহাকে অন্য উপায় খুজিতে হইল। অতি অল্পায়াসেই সে বুঝিতে পারিল যে নিবারণের বন্ধুত্বভাবপ্রবণতার কেন্দ্র হৃদয় নহে, উদর। এবং এক্ট জ্ঞানলাভের ফলে নরহরির বহু অর্থ কলেজের অন্ধকার রেস্তরণটিতে পরহস্তগত হইতে লাগিল। নিবারণ অতি সহজেই" নরহরিতে আত্মসমর্পণ করিল এবং কলেজের সকলে বলিতে লাগিল নরহরি মাতুম হৃষ্টয় উঠিতেছে। একদিন সন্ধ্যার কিছু পূৰ্ব্বে নিবারণ নরহরিকে বলিল, “ওঙ্গে, আজ চল না মেয়েদের কোর্টে টেনিস পেট স্বাক্। তোমার যা পেলা তাতে তার খুসি বই দুঃখিত হবে না।” নরহরি বহুকষ্টে হৃদয়ের আনন্দ-ক্ৰন্দন সম্বরণ করিয়া রুদ্ধকণ্ঠে বলিল, “আচ্ছা।” আজ তাহার কি শুভদিন । যে নিদারুণ বিরহবেদন তাহার জীবন ব্যাপিয়া আজ এতকাল ধরিয়া তাহাকে জীবন্মত করিয়া রাখিয়াছে, বুঝি বা আজ গোধূলির স্নিগ্ধ আলোকে তাঙ্গর অবসান হইতে চলিল। হৃদয় তাহার কোন এক অজানা আনন্দের স্পন্দনে চঞ্চল হইয়| উঠিল। “নরহরি, আজ তোমার প্রেমের তপশু পূর্ণ হইতে চলিল। ভক্তহৃদিনিঃসারিত রক্তে আজ দেবতা তুষ্ট হইয়৷ ভক্তকে ঈঙ্গিত ধনে পুরস্কৃত করিবেন। নরহরি, যে ক্ষিপ্ত প্রেমজাল তোমায় জীবনের সুদীর্ঘ দিবসগুলির ভিতর দিয়৷ কুকুরের শুগাল-তাড়নের মত করিয়া দৌড় করাইতেছিল, আজ বুঝি তাঙ্গর কবল হুইতে তুমি সফল প্রেমের শাস্তিময় গহবরে আশ্রয়লাভ করিতে চলিলে । হৃদয় তোমার আনন্দের অশ্রুজলে সিক্ত সরস হইয়। উঠিতেছে। নরহরি, তুমি সাধক, তুমি তাপস, তুমি বুদ্ধের মত বাস্তব-পঙ্কিলতামুক্ত, প্রেমের অনলে তোমার হৃদয় শোধিত স্বর্ণের ন্যায় পবিত্র, উজ্জল !" w বুকের উপরে উৰ্ব্বশীর মূর্ষিপানি চন্দনে অভিষিক্ত করিয়া, টেনিসের পোষাক পরিয়ু নরহরি নিবারণের সহিত মেয়েদের ক্লাবে খেলিতে গেল। পরনে তাহার আর সেই নীল পাঞ্জাবীও নাই, সেই লপেটা ও নাই, সেই বিচিত্র পাড়ের বস্ত্রও নাই। সাদা পাতলুন পরিয়া তাহাকে কোনে পাশ্চাত্য কবির খামবৰ্ণ সংস্করণ ববিয়া মনে হইতেছিল। প্রবাসী—বৈশাখ, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড হাতের র্যাকেটুখান সে, তিন আঙুলে ধরিয়া "নিজের অস্তরের ঐশ্বৰ্য্যের পরিচয় দিতেছিল। t হঠাং সে শুনিল নিবারণ বলিতেছে, “ইনিষ্ট নরহরিবাবু, কবি ও দার্শনিক। খুব ভাল লোক। ইত্যাদি ।” দেখিল সমূপে স্ববসনা কমনীয় হাস্তে টেনিসকোর্ট আলো করিয়৷ দণ্ডায়মান । নরহরির রোমাঞ্চ হটল, কিন্তু সৌভাগাবুশতঃ তাঙ্গর কেশ তৈললিপ্ত থাকাতে সেই রোমাঞ্চের কোনে! চিহ্ন সেখানে দেখা গেল না, নিবারণ বলিল,“নরহরি, তুমি এর সঙ্গে পার্টনারশিপে খেল, আমি মিস্ —এর সঙ্গে খেলুছি।" নরহরি এই পার্ট মারশিপ কে নিদর্শনাত্মকভাবে ব্যাখ্যা করিয়া আনন্দে শিহরিয়; উঠিল । * পেল আরম্ভ হইল। নরহরি উপর্যাপরি চারবার-সার্ভ করিয়া জালে বল লাগাইয়৷ দেখিল মুবসন তাহার দিকে প্রেমপূর্ণ নয়নে চাহিতেছেন । সে বিহবল আনন্দে অণীর হইয়া উঠিল । তার পর নিবারণের সার্ভিসের পাল । সে বেশ সজোরে সার্ভ করিভ । কিন্তু স্তবসন সে সার্ভিস অবাধে ফিরাইয়। দিলেন । ইহা দেখিয়া নরহরি কিরূপ একটা স্বভাব-প্রেরিত ভাবে অল্প প্রাণিত হইয়া উঠিল । সে ক্রমে আপন হইতেই সুবসনার দিকে অগ্রসর হইতে লাগিল । যেন কোনো অজানা শক্তি তাহাকে তাহার ইচ্ছার বিরুদ্ধে তাঙ্গার প্রেয়সীর পানে লইয়া যাইতেছে। সে হঠাৎ দেখিল যে কেমন করিয়া সে স্ববসনার অতি নিকটে আসিয়া পড়িয়াছে। স্ববসন তখন মিস্-এর প্রক্ষিপ্ত একটি লব অর্থাং উৰ্দ্ধে উংক্ষিপ্ত বল লষ্টয়া ব্যস্ত। তাহার মূপে দৃঢ়প্রতিজ্ঞার ভাব আলোর মত ফুটিয়া উঠিয়াছে ; ইচ্ছা বলুটিকে মাথার উপর হইতে সজোরে আঘাত করিয়া বিপক্ষের কোটে ফেলিবেন । র্তাহার এট-প্রকার মার কলেজে বিখ্যাত । নরহরি শুধু একবার সেই শক্তিময়ীর মুখের দিকে চাহিল। শুনিল কে পরুষকণ্ঠে বলিতেছে, “গেট আউটু ফ্রম্ হার নোজ, ইউ ইডিয়টু!” তার পর সব অন্ধকার। স্ববসনার'ওভারহেড স্ম্যাশ বলে না লাগিয়ার্তাহার ভক্তের মস্তকেই লাগিল, এবং ফলে ভাবপ্রবণ নরহরির মূৰ্ছা ও পতন। সকলে ভীষণ অপ্রস্থত হইয় গেল। তাড়াতাড়ি