পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য। ] তিনটি শক্ত তারের খোটা লাগাইয় দেওয়া যায়, তবে শিশুর পড়িবার কোন সম্ভাবনা থাকে না। এই তারের খোটা তিনটির মাটির দিকেৰ প্রান্তে তিনটি কাঠের গোলক লাগান আছে, এইজন্ত শিশু যে-fদকে ইচ্ছা হামাগুড়ি দিয়া যাইতে পারে, কিন্তু চেষ্টা করিলেও পড়িতে পারে না। ছবি দেখিলে ব্যাপারটি ভাল করিয়া বুঝিতে পরিবেন। প। মানুষের বুদ্ধির মাপুকাঠি— মানুষের প। দেখিয় তাহার বুদ্ধির সম্বন্ধে অনেক কথা বল। যার, অবস্থা ইহা সাধারণভাবের কথা। প্রত্যেক মানুষ-সম্বন্ধেই যে ইহা সত্য হইবে, তাহার কোন মানে নাই । হেনরি ফোর্ড, (বিখ্যাত মোটরবার-মালিক এবং পৃথিবীর সর্বাপেক্ষী ধনী ব্যক্তি) পঞ্চশস্ত—পা মানুষের বুদ্ধির মাপকাঠি বৈজ্ঞানিক ওরঙ্গাইল, রাইট পা-হাত লম্বী এবং শরীর ছোট হইলে সেই ব্যপ্তি সাধারণ ১: অতি বুদ্ধিমান হয়। মাথার কাজই তাহার প্রধান কাজ এব: সেই কাজেই তাহার উন্নতির আশা আছে । মাপার ক{ঙ্গ মানে কেবল বই-পড়া, অঙ্ক-কম৷ বলিতেছি না, নতুন নতুন কলকস্ত। আবিষ্কার ইত্যাদি সবই বলিতেছি । হেনরি ফোড়ের চেহta; দেখুন। শরীর প্রকাণ্ড এবং হাত-পা ছোট হুইলে, সেই ব্যস্থল পক্ষে গায়ের জোরের কাজই প্রশস্ত । হাতুড়ি পেট-কল-চালান ইত্যাদি কাজ এই লোকের ভাল পারে। যেসব কাজে বিশেধ বুদ্ধিব দরকার হয় না. কিন্তু ধীরভাবে করিতে হয়, সেইসব কাজ এইসব লোকেদের দ্বার খুব ভালরকম হয়। -L-گی = টমাস এডিসন