পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపినె আবিষ্কার যে রাসায়নিক সম্প্রদায়ের কর্তৃক হয় এবং সেই সম্প্রদায় উনবিংশ শতাব্দীর প্রারম্ভ-কাল পর্য্যস্ত যে পদ্ধতি-মহুসারে রসায়ন চর্চা করিতেছিলেন, এই উভয়েরই জন্ম এবং যথেষ্ট্রপরিমাণে পরিপোষণ আরব দার্শনিকসম্প্রদায়ের কীর্তিরূপে গণ্য হইতে পারে। উক্ত প্রাচীন আরব দার্শনিকগণের মধ্যে সৰ্ব্বাপেক্ষ প্রসিদ্ধ এক ইরাকৃ (মেসোপোটামিয়া )-নিবাসী জ্ঞানী পুরুষ, যাহার নাম আসলে আবুমুল জবীর অল স্বকী, কিন্তু ইয়োরোপে গেবর নামে চলিত ছিল। ইহঁর জীবনকাল ৭•২ খৃঃ হইতে ৭৬৫ খৃঃ। ইহঁার মতে যাবতীয় স্বই পদার্থ মাত্রই পারদ এবং গন্ধকের যোগে জনিত। পদার্থ-সমুদয় মধ্যে পার্থক্য এই দুই মৌলিক বস্তুর বিভিন্ন পরিমাণ এবং শুদ্ধতার কারণে হয়। জবীর অল স্বকীর পর আবু বকর মোহাম্মদ ইবন জাকারিয়াএলরাজি—ইয়োরোপে রাহজেস নামে পরিচিত —নামক পারস্তদেশীয় এক চিকিৎসকের নাম পাওয়া যায়। ইনি ৯২৪ খৃঃ বোগদাদ নগরে চিকিৎসক ছিলেন। গ্যালেন এবং হিপ্পক্রেটসের গ্রীকৃ মত অনুসারে ইনি চলিতেন। অন্ত একজন প্রসিদ্ধ মুসলমান রাসায়নিক ইয়োরোপে আভিসেরা নামে পরিচিত। ইহার আসল নাম আৰু আসিএল হুসেন ইবন আবদাল্লাহ ইবন সীনা। বোখার দেশীয় এই চিকিৎসকের ঔষধ-সম্বন্ধীয় পুস্তকাবলী তখনকার রসায়ন-শাস্ত্রে অনেক নূতন মত আনয়ন করে। র্তাহার প্রসিদ্ধ প্রাচ্য-দৰ্শন-সম্বন্ধীয় পুস্তকের নাম অনেক প্রাচীন ইয়োরোপীয় দার্শনিক উল্লেখ করিয়া গিয়াছেন কিন্তু তাহার কোনও চিহ্ন আধুনিক সময় পৰ্য্যন্ত আসিয়া পৌঁছায় নাই। মধ্যযুগে রসায়নের প্রচার আরবদের দ্বারাই হয়। ইয়োরোপে মুসলমান-বিজেতাই রসায়নের প্রচার করেন। স্পেনদেশের উদারচিত্ত মুসলমান খলিফাস্বয়, য়ুজফ এবং স্বাকুব, এবিষয়ে বিশেষ সাহায্য করিতেন এবং ইহাদের রাজত্বের কারণেই বিজ্ঞান ধ্বংসের মুখ হইতে রক্ষা পায়। স্পেনদেশে কর্দোভা, সেভিল, গ্রেনাদা ও টলেডে এই চারি নগরে প্রধান প্রধান বিষ্ঠা-পীঠ ছিল। রজার বেকন . এবং অন্ত ওসিদ্ধ খ্ৰীষ্টিয়ান রাসায়নিক ও পদার্থবৈজ্ঞানিক প্রবাসী—জাষাঢ়, ১৩৩১ [ ২৪শ ভাগ; ১ম খণ্ড গণের শিক্ষা এইসকল বিজ্ঞা-পীঠেই হয়। র্তাহাদের রসায়ন ও পদার্থ-বিজ্ঞান-সম্বন্ধে জ্ঞান-লাড় প্রধানতঃ “সৰ্ব্বগুণালঙ্কত এবং মহানগরীয়ান বৈজ্ঞানিক” ইবন রোশদ নামক এক মহানুভব মুসলমান আচার্ধ্যের মত ও শিক্ষার অনুসরণ দ্বারা হয়। ইয়োরোপ ই হার নিকট হইতে আরিষ্টটুলের মতসম্বন্ধে এবং গেবর ও আভিসেন্নার সাহায্যে প্রাচ্য দেশীয় বিজ্ঞান ও দর্শন-শাস্ত্রাদি সম্বন্ধে শিক্ষা লাভ করেন। ইবন রোশদ ১১২৬ খৃঃ হইতে ১১৯৮ খৃঃ পৰ্য্যন্ত জীবিত ছিলেন। to প্রথম ইয়োরোপীয় রাসায়নিকদিগের মধ্যে তিনজনের নাম প্রসিদ্ধ। ই হারা সমসাময়িক এবং পরস্পরের বন্ধু ब्रछांष्ट्र cवकन् ছিলেন। ইহাদের মধ্যে সৰ্ব্বাপেক্ষা বিখ্যাত রজার বেকন নামক একজন ইংরেজ খ্ৰীষ্টিয়ান্‌ সন্ন্যাসী। ইনি ১২১৪ খৃঃ ইংলণ্ডে জন্মগ্রহণ করেন। দর্শন, বিজ্ঞান, রসায়ন ইত্যাদি নানা বিষয়ে পুস্তকাদি লিখিয়া ও অনেক গবেষণা করিয়া ইনি বিশেষ প্রসিদ্ধি লাভ করেন। ১২৮৫ খৃঃ ইহার মৃত্যু হয়। পাশ্চাত্য দেশে বারুদ আবিষ্কার ইনিই করেন, এইরূপ প্রবাদ আছে। অন্ত দুই জনের নাম এলবার্টস মাগ্নাস ও রেমও ললী। બ્રામ ব্যক্তি সমসাময়িক রসায়ন-বিজ্ঞান-সম্বন্ধে অতি . کقو. వ్రై