পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] দেশবিদেশের কথা বাংলা vరిసినా কলা-ভবন এই ১•১২ বৎসরেও সম্পূর্ণ হয় নাই ; উহার কাজ কিছুদূর अयंनब्र श्रॅग्न वर्ष°रथ३ षोभिग्नां ब्रहिब्रांप्छ् । बांक्रांशी छांठिद्र ७थों পরিষদের স্মৃতিরক্ষা-সমিতির পক্ষে ইহা ঘোরতর লজ্জা ও কলঙ্কের কথা । আমরা বিশ্বস্তসূত্রে জানিতে পারিয়াছি, রমেশন্মুতি ফণ্ডের তহবিলের কোষ-রক্ষক নিযুক্ত হইয়াছিলেন,—মিঃ জে, সি, মুখার্জি ; ইনি রমেশ চত্রের এক দৌহিত্রীকে বিবাহ করিয়াছিলেন। মিঃ মুখার্জি পূৰ্ব্বে কলিকাতার করপোরেশনের সেক্রেটারী, পরে ভাইস-চেয়ারম্যান ছিলেন এবং সম্প্রতি অন্ততম ডেপুটী একজিকিউটিভ অফিসার-পদে নিযুক্ত হইয়াছেন। কিন্তু রমেশচন্দ্রের এরূপ একজন আত্মীয় ও পদস্থ লোকের নিকট রমেশচন্দ্রের স্মৃতিরক্ষা-সম্বন্ধে যেরূপ উৎসাহ ও সহানুভূতি আমরা আশা করিয়াছিলাম, তাহার কোন লক্ষণই দেখিতে পাইতেছি না। মিঃ মুখার্জি নাকি এপর্য্যন্ত স্মৃতিরক্ষণ-তহবিলের কোন সম্পূর্ণ হিসাবই দাখিল করেন নাই। মোট কত টাকা আদায় হইয়াছে এবং কত টাকা উহার নিকট গচ্ছিত আছে, স্মৃতিরক্ষা-সমিতি পুনঃ পুনঃ অনুরোধ করিলেও তিনি তাহ জালান নাই । তার পর তাহার নিকট গচ্ছিত টাকা তিনি কোন ব্যাঙ্কে রাখেন নাই, স্বতরাং এই কয় বৎসরে ঐ টাকার যে স্বদ হইত, তাহাও পাওয়া যায় নাই, এখন এরূপ অবস্থা দাড়াইয়াছে যে, অর্থাভাবে রমেশ-কল-ভবনের কাজ বন্ধ হইবার উপক্রম । বাঙ্গালা দেশে সাধারণের নিকট হইতে সংগৃহীত অর্থ লইয়া প্রায়ই ছিনিমিনি খেলা হয়। কিন্তু রমেশ-স্মৃতিরক্ষা-তহবিলের টাকা লইয়াও যে ঐক্বপ কাও ঘটবে, ইহা একেবারে অসহ। পরিষদের স্মৃতিরক্ষা-কমিটিতে বহু শিক্ষিত ও গণ্যমান্ত ব্যক্তি আছেন। তাহার এব্যাপারে এতটা ঔদাসীন্য দেখাইয় কৰ্ত্তব্য লঙ্ঘন করিতেছেন কেন ? মিঃ জে,সি, মুখার্জি যাহাতে সংগৃহীত অর্থের হিসায অবিলম্বে দাখিল করেন এবং রমেশ-কলা-ভবন যাহাতে সত্বর সম্পূর্ণ হয়, তাহার ব্যবস্থা না করিলে একটা লোক দেখানো কমিটি থাকিবার প্রয়োজন কি ? এ কয় বৎসরে মিঃ মুখার্জির হাতে টাকাটা পড়িয়া থাকিয়া যে স্বদ লোকসান হইয়াছে, তাহাও উহার নিকট হইতে আদায় করা কীৰ্ত্তব্য । —আনন্দবাজার পত্রিকা বাঙ্গালী যুবকের বীরত্ব —শ্ৰীদেবেন্দ্রনাথ ঘাস ঘোষ, মমিনূপুর নবিনগর হইতে পত্রে জানাইতেছেন—“২৪শে এপ্রিল বৃহপতিবার বেলা ৪• টার সময় আমার কন্যা প্রমীলা—বয়স ১৬ বৎসর, পুকুরে পা ধুইতে যাইতেছিল, এমন সময়ে একটি ব্যাঘ্ৰ (৭৬ হাত লম্বা) তাহাকে আক্রমণ করে। সে প্রাণপণে চীৎকার করিলে অনেক লোক জমা হয়। আমি আমার কস্তার প্রাণরক্ষার জন্ত সকলের কাছে প্রার্থনা করি। এমন সময় কলিকতা:নিবাসী একটি যুবক, শ্ৰীমান পান্নালাল, বয়স আন্দাজ ২১ বৎসর, প্রাণের মায়া ত্যাগ করিয়া আমার হাত হইতে একখানি কাটার লইয়৷ এমনভাবে ব্যাস্ত্রটিকে আক্রমণ করেন যে, সেই আক্রমণের ফলেই ব্যাস্ত্রটি নিহত হয়। জুয়া খেলা বন্ধ –দের জাতীয় বিদ্যালয়ের সম্পাদক শ্ৰীযুক্ত কুমার চন্দ্র জন৷ মহাশয়ের চেষ্টায় ও স্বত্বে স্বতীহাট থানার বাহালুড়ী হাটে জুয়া-খেলা বন্ধ হইয়াছে। স্থানীয় জনসাধারণ এই মহৎ কাৰ্য্যে বিশেষ উপকুত হইয়াছে । পকৃত —সত্যবাদী জলকষ্ট নিবারণ —বাকুড়া জেলার জামজুড়ী-গ্রামে আড়াই শত ঘর লোকের বসতি। ছুটি গুৰু-প্রায় পাতকুয়া হইতে এতগুলি লোকের জন্ত পানীয় জল সংগ্ৰহ করিতে হয় । সমস্ত দিন-রাত্র ঘটি ঘটি করিয়া জল তুলিতে হয়। এই গ্রামে একটি নুতন কুপ খনন করিবার জন্ত স্ত্রীযুক্ত অমুকুল চন্দ্র সেনগুপ্ত মহাশয় দেড়শত টাকা দিয়াছেন, পরে তিনি আরও দেড়শত টাকা দিবেন। খনন কাৰ্য্য চলিতেছে। অমুকুল-বাৰু ধনী লোক নহেন । তাহার সহৃদয়ত৷ সাতিশয় প্রশংসনীয় । বঙ্গে বিধবার সংখ্যা— বাংলার অধিবাসী মোট ৪,৬৬,৯৪,৫৩৬ জনের মধ্যে ২,৩২,৭৩,৫২৭ জন হিন্দু এবং ২,৭২,১০,৮১২ জন মুসলমান। হিন্দুর মধ্যে ১,০৫,৩৬, ১১৯ জন পুরুষ এবং ৯৬,৬৭,৪•৮ জন স্ত্রীলোক। তন্মধ্যে ৫২,৩৪,৪৬৮ জন পুরুষ অবিবাহিত এবং ২৮,৬৭,৪৯৯ জন স্ত্রীলোক অবিবাহিত । পুরুষের মধ্যে ৫,৩৪,৮৮২ পুরুষের স্ত্রী মৃত । স্ত্রীলোকের মধ্যে ২৪,৬৫,৩৮৩ জুন বিধবা । মোটামুটি দেখা যায় শতকরা ২৫ জন বিধবা। তন্মধ্যে ১ হইতে, ৫ বৎসরের বিধবা ১,৪৯৪ জন, e হইতে ১০ বৎসরের বিধবা ৮,৪৭১ জন, ১• হইতে ১৫ বৎসরের বিধবা ৩৫,৪২৮ জন, ১৫ হইতে ২০ বৎসরের ; বিধবা ৯৩,৭১৩ জন, ২০ হইতে ২৫ বৎসরের বিধবা ১,৪৬,৬• • জন, ২৫ হইতে ৩০ বৎসরের বিধবা ২.২৩,৪৬৫ জন । —তাম্বুলি পত্রিকা বাঙ্গালী মহিলার কৃতিত্ব— কুমারী জ্যোতিৰ্ম্ময়ী চৌধুরী রেজুন বিশ্ববিদ্যালয় হইতে বাঙালী, মহিলাদের মধ্যে সৰ্ব্বপ্রথম বি, এ, পরীক্ষায় পাশ করিয়াছেন । বিহারে বাঙ্গালী পণ্ডিতের কৃতিত্ব— গত ১৪ই বৈশাখ রবিবার বেলা ৯টার সময় হাজারীবাগ সহরের, ভিতর থাদাঞ্চিতালাও নামক পুষ্করিণীতে কাহার জাতীয় ১•১১বৎসরবয়স্ক একটি বালক জলমগ্ন হয়, তথায় প্রায় তিন শতাধিক লোক সমাগত হইয়া নিশ্চেষ্টভাবে গণ্ডগোল করিতেছিল, জনমণ্ডলীর মধ্যে বহু বলবান শক্তিসম্পন্ন লোকেরও অভাব ছিল না, দুঃখের বিষয় কেহই হতভাগ্য জলমগ্ন বালককে উদ্ধারে অগ্রসর না হইয়া ভীরতার পরিচয় দিয়া শুধু গাত্রবল যে বৃথা তাহাই প্রতিপন্ন করিয়াছেন। ইতিমধ্যে অধ্যাপক শ্ৰীযুক্ত হরিপদ শাস্ত্রী মহাশয় গণ্ডগোল শুনিয়া জিজ্ঞাসা করেন, পুকুর-পড়ে কোলাহল হইবার কারণ কি ? তদুত্তরে জলমগ্ন হইয়াছে এই কথা শুনিবামাত্রই তিনি দৌড়াইয়া পুষ্করিণী তীরে উপস্থিত হন এবং জাল আনিতে বলিয়া জলে নামিয়া সস্তরণ ও ডুব দ্বারা বহু অনুসন্ধান করেন এবং আরো লোককে নামিবার জন্যও বলেন। বাহরাও বা জলে নামিলেন, তাহারা সত্তরণে অপটু, শাস্ত্রী মহাশয়ই বহুকষ্টে জলমগ্ন বালককে উত্তোলন করেন ও তাহাকে বচাইবার জন্তও বহু চেষ্টা করা হয়। তন্মুহূর্তে তাহাকে সৰ্বকারী হাসপাতালে মোটর করিয়া পাঠান হইয়াছিল কিন্তু তাহার অীর সংজ্ঞা হইল না। শাস্ত্রী মহাশয়ের শরীর কৃশ ও দুর্বল। —এডুকেশন গেজেট সরোজিনীর পত্র— যশোহর হইতে শ্ৰীমতী সরোজিনী এবং আরও দুই-একটি মহিলা ‘বসুমতী’তে এক পত্র লিখিয়াছেন। উহাতে অস্তান্ত কথার মধ্যে বলা হইয়াছে—নারী-রক্ষার জন্ত দেশে বিলক্ষণ আন্দোলন, আলোচনা চলিতেছে—কিন্তু হিন্দু-সমাজের মধ্যে এমন কয়জন যুবক আছেন, যাহারা লাঞ্ছিত নারীকে জীবন-সঙ্গিণী করিবার জন্ত অগ্রসর হইতে পারেন? আমরা বলি, একজনও নাই। আমরা পূৰ্ব্বে टैिंक ७ई कथाहे वजिब्राहि-भूथ * बांद्रौग्न प्रांन-हेख९ यन्नहें ब्रक्रां we