পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিরপেক্ষতা অতি দুর্লভ স্বাবু শঙ্করন নায়ারের বিরুদ্ধে পঞ্জাবের লেফটেন্যান্ট গবর্ণর স্তাবু মাইকেল ও'ডোআহঁয়ার মানস্থানির ৪ তজ্জন্য ক্ষতিপূরণের মোকদমা করিয়াছিলেন । তাহাতে বিলাতী জজ প্যার শঙ্করনের ల్టరీ বিরুদ্ধে রায় দিধাছেন । রায়ের মধ্যে জজ বলিয়াছেন, জেনারেল ডায়ার যে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে গুলি চালাইয়াছিলেন, তাহা তিনি ঠিকৃই করিয়াছিলেন, যদিও র্তাহার বিবেচনার ভুল । এরার অব জঙ্গমেন্ট) হহয়! থাকিতে পারে, ইত্যাদি । এবিষয়ে আমাদের বক্তব্য পরে লিখিব । সম্প্রতি বলিতে চাই, এইরূপ রায়ে ইংরেজেরা সাধারণতঃ খুসি হইয়াছেন ( দু-একজন ইন নাহ, তাহাও সত্য ), এবং ভারতীয়েরা এবং তন্মধ্যে বাঙালীরা অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হইয়াছেন । সিরাজগঞ্চে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মিলনে আনে , ড়ে নামক ইংরেজের হত্যাকারী গোপীনাথ সাহার স্বদেশহিতৈষিতা-মূলক উদ্বেপ্তের প্রশংসা করিয়া (এবং অহিংসানীতির সমর্থন করিয়া ! ) এক প্রস্তাব ধার্য্য হইয়াছে । এ-বিষয়েও পরে আমাদের বক্তব্য বলিব । আপাতত: বলিতে চাই, যে, এইরূপ প্রস্তাব ধাৰ্য্য হওয়ায় ইংরেজবা অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হইয়াছেন, এবং বাঙালীদের মধ্যে অন্তত: যাহার। এই প্রস্তাবের পক্ষে হাত তুলিয়াছিলেন, র্তাহার সন্তুষ্ট ও উল্লসিত হইয়াছেন । ইংরেজদের মধ্যে অনেকের মতে জেনার্যাল ভায়ারের উদ্দেশ্যও ভাল ছিল, এবং অতগুলা মানুষকে যে মারিয়া ফেলা হইয়াছিল, সেই কাজটাও ভাল হইয়াছিল। কিন্তু যে-সব ইংরেজ, যেমন লয়েড, জর্জ প্রমুখ তাৎকালক ব্রিটিশ মন্ত্ৰীসভা, ডায়ারের কাজটার পুরা সমর্থন করেন নাহ, তাহারাও তাহার অনেষ্ট অব পার্পাস অর্থাৎ সংআভিপ্রায়ের প্রশংসা করিয়াছিলেন । নায়ারও'ডোআহয়াবু মোকদ্দমাতেওঁ জজ মাক্কার্ডি ডায়ারের মহৎ উদ্দেশ্যের তারিফ করিয়াছেন । যে-সব ইংরেজ গোপীনাথ সাহার প্রশংসায় ক্রুদ্ধ হইয়াছেন, তাহাদিগকে সিরাজগঞ্জের অহংসা-নীতির সমর্থক ও গোপীনাথ সাহার পূজকগণ বলিতে পারেন, “তোমাদের অনেক প্রধান লোক যেমন বলিয়াছেন, যে, ডায়ারের বিচারভ্রম হইয়৷ থাকিলেও তাহার অভিপ্রায় ভাল ছিল, আমরা ও ত তেমন মিস্টার ডের হত্যার প্রশংসা করি নাই, গোপীনাথের উদ্বেপ্তেরই প্রশংসা করিয়াছি । অতএব তোমরা চট কেন ?” পক্ষাস্তরে ইংরেজরা বলিতে পারেন, “তোমরা ধেমন গোপীনাথ সাহার ভ্রম সত্ত্বেও তাহার সৎ উদ্দেশ্যের প্রশংসা করিতেছ, আমরাও তেমনি, ডায়ারের বিবেচনার ভুল স্বীকার করিতে হইলেও, তাহার মহৎ অভিপ্রায়ের প্রশংসা করিতেছি। স্বতরাং তোমরাই বা চট কেন ?" ডায়ার-পূজকদের মতে, ডায়ারের উদ্বেগু ছিল ব্রিটিশ সাম্রাজ্য রক্ষণ করা এবং তাহা মহৎ । সাহ|পূজকদের মতে, সাহার উদ্বেষ্ঠ ছিল ভারতকে স্বাধীন করা এবং তাহা মহৎ । ডায়ার সভায় সমবেত লোকদিগকে বিদ্রোহী সৈন্যদল মনে করিয়াছিল ; তাহা ভ্ৰম । সাহ মিঃ ডেকে মি: টেগার্ট মনে করিয়াছিল, তাহ ভ্ৰম । উভয় পক্ষ নিজ নিজ পক্ষ সমর্থনার্থ ঐরুপ কথা বলিতে পারেন । কিন্তু উভয় পক্ষই ক্ষে ভ্রান্ত, উভয় পক্ষই যে হত্য 8.శి