পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] শ্ৰীযুক্ত আশুতোষ চৌধুরী সেই-জন্য র্তাহার অভাবে কলিকাতার বাঙালী সমাজের এক অংশ অন্যতম ভূষণ হারাইয়াছে। শ্ৰীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায় কোন প্রসিদ্ধ লোকের মৃত্যু হইলে খবরের কাগজে এইরূপ লিখিবার একটা প্রথা দাড়াইয়া গিয়াছে, যে, র্তাহার স্থান অধিকার করিবার লোক আর নাই । কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়মহাশয় সম্বন্ধে এই কথা বলিলে তাহা প্রথা-রক্ষা হিসাবে বলা হয় না, অক্ষরে অক্ষরে সত্য কথাই বলা হয়। কেন না, তিনি এক যতরকম কাজ নিয়মিতরূপে ও দক্ষতার সহিত করিতেন, দেশে (? 8-S ۹ বিবিধ প্রসঙ্গ—শ্ৰীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায় 8૨G: সত্য সত্যই আর দ্বিতীয় ব্যক্তি নাই, যিনি তাহা করিতে সমর্থ। তাহার সমসাময়িক ব্যক্তিদের মধ্যে নাই, বয়ঃকনিষ্ঠদের মধ্যেও কেহ আছেন বলিয় অবগত নহি। তাহার অসাধারণ কমিষ্ঠতা ও শ্রমশক্তি ছিল, বুদ্ধিও খেলিত বহু বিষয়ে। পৃথিবীতে সৰ্ব্বতোমুখী প্রতিভা কাহারও ছিল বা আছে, বলিলে সত্য কথা বলা হয় না। স্বতরাং আশু-বাবুর সম্বন্ধেও তাহ বলা যায় না। তদ্রুপ কেহ আধুনিক জগতে বাস্তবিক সৰ্ব্ববিদ্যাবিশারদ আছেন বা ছিলেন, বলিলেও সত্যের অপলাপ হয়। কিন্তু আশু-ৰাবুর পাণ্ডিত্য সম্বন্ধে একটি কথা সত্যের অপলাপ না করিয়া বলা যায় । ভারতবর্ষে এক-একটি বিষয়ে বা একাধিক বিষয়ে তাহ অপেক্ষা পণ্ডিত লোক আছেন, নিজের নিজের বিদ্যায় অতিশয় কৃতী ও প্রসিদ্ধ লোক আছেন ; কিন্তু আণ্ড-বাবুর মত অনেকগুলি বিষয়ে পাণ্ডিত্যের সহিত নানাপ্রকার কাজ চালাইবার ক্ষমতা আর কোন ব্যক্তিতে এদেশে দৃষ্ট হয় নাই। আর একটি ক্ষমতা তাহার অধিক মাত্রায় ছিল। র্তাহাকে কাৰ্য্য গতিকে নানাবিদ্যার নানা উচ্চ অঙ্গের বিষয়ে লিখিতে ও বলিতে হইত। তাহার মধ্যে তিনি কোনটায় পারদর্শী-না থাকিলেও তৎতদ্বিষয়ে পণ্ডিত সহকৰ্ম্মীদের নিকট হইতে জ্ঞাতব্য কথা জানিয়া লইয়া অতি শীঘ্র তিনি গুছাইয়া লিখিতে ও বলিতে পারিতেন। ভিন্ন ভিন্ন জাতির, ধৰ্ম্মের, রুচির, ব্যবসায়ের ও মতের নানা লোককে একত্র কাজ করাইবার অসাধারণ ক্ষমতা র্তাহার ছিল। প্রতিষ্ঠান গড়িয়া তুলিবার অসামান্ত ক্ষমতাও তাহার ছিল । বাল্যকালেই আশুতোষের ভবিষ্যৎ কৃতিত্বের পূর্ব লক্ষণ লক্ষিত হইয়াছিল। স্কুল ও কলেজে তিনি ছাত্ররূপে বিশেষ পারদর্শিতা দেখাইয়াছিলেন। আমরা যখন প্রেসিডেন্সী কলেজে আসিয়া ভৰ্ত্তি হই, তখন তিনি উচ্চ শ্রেণীতে পড়িতেন । র্তাহার একমাত্র ভ্রাতা ও কনিষ্ঠ যৌবনেই পরলোকগত হেমন্তকুমার আমাদের সহপাঠী ছিলেন। সেই কারণে আশু-বাবুর সহিত বিশেষ পরিচয়ও হইয়াছিল । আমরা যখন নীচের ক্লাসে পড়ি,