পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—ঞ্জযুক্ত আশুতোষ মুখোপাধ্যায় فيه. of . sa,


. পাটনা হইতে আনীত খ্ৰীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের শবদেহ দর্শনার্থ হাওড়ায় সমবেও জনতা কল্পনা করা যাইতে পারে। তিনি বঙ্গের গণিত-সভার সংস্থাপক ও সভাপতি ছিলেন। বঙ্গীয় সাহিত্যপরিষদের সহিতও তাহার ধোগ ছিল । তিনি একবার বঙ্গীয় সাহিত্য-সম্মিলুনের সভাপতি নির্বাচিত হইয়া আমাদের ভাষার ও সাহিত্যের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার আশা ও স্বপ্ন বঙ্গভাষী জনগণকে জ্ঞাপন করেন। বর্তমান কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রধান স্থপতি । তিনি ইহাকে যতটা গড়িয়াছেন, আর কেই ততটা নহে। ইহার ভালর জন্য প্রশংসা ও মন্দের জন্য দায়িত্ব র্তাহার যত বেশী, অন্ত কাহারও তত নহে । বিশ্ববিদ্যালয়ের গঠন-কার্য্যে তাহার সহকৰ্ম্মী ও সহায়ক অনেকে ছিলেন, সকল বড় প্রতিষ্ঠানেই তাহ থাকে ; কিন্তু চালক ছিলেন তিনি। তা ছাড়া, নিজেও স্বহস্তে যত কাজ করিতেন, তাহার পরিমাণও খুব বেশী। পূৰ্ব্বে আধুনিক রতবর্ষের সব বিশ্ববিদ্যালয় কেবল পরীক্ষা করিয়া উপাধি ও সার্টিফিকেট দিত। এখন সৰ্ব্বত্র বিশ্ববিদ্যালয়গুলি উচ্চতম শিক্ষারও নিকেতন হইতেছে। এবিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় কাল হিসাবে সৰ্ব্বপ্রথম এবং কাজ হিসাবে সৰ্ব্বপ্রধান। এখানে ধত ছাত্র যত ভিন্ন ভিন্ন বিদ্যার শিক্ষা পায়, ভারতবর্যের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে তত ছাত্র তত বিষয়ে শিক্ষা পায় না। এখানে সাহিত্য, ইতিহাস, দর্শন ও মান বিজ্ঞানে খাটি গবেষণা যতটুকু হইয়াছে, ভারতের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে তাহ হয় নাই। ইহার জন্য প্রধান গৌরব তাহার প্রাপ্য যিনি বিশ্ববিদ্যালয়ের অন্য কোন ছাত্র ও সদস্ত অপেক্ষ দীর্ঘতর কাল অধিকতর অঙ্গুরাগ, শ্রমশীলতা ও একাগ্রতাসহকারে সেনেটর, পণ্ডিক্ ও ভাইসচ্যান্সেলারুরূপে তাহার সেবা করিয়াছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ