পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমূ শিবমৃ’ সুন্দরমূ” . “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ఆst=eL S<><ంకS গোস্বামী তুলসীদাস অধ্যাপক শ্ৰী অমৃতলাল শীল, এম্-এ দেবনাগরী শিখিয়াছে কিন্তু ভক্ত-প্রবর তুলসীদাসের নাম শুনে নাই, এমন লোক বোধ হয় খুজিলেও পাওয়া ধায় না । বঙ্গীয় পাঠকের মধ্যেও বোধ হয় শতকরা ১৯ জন তুলসীদাসের নাম শুনিয়াছেন । এ-হেন সৰ্ব্বজনবিদিত কবি ও ভক্তের জীবন সম্বন্ধে নানা সম্ভব ও অসম্ভব কাল্পনিক গল্প ছাড়া বিশ্বাসযোগ্য কথা অতিঅল্পই অদ্যাবধি জানিতে পারা গিয়াছে। এমন কি, তাহার জন্মস্থান ও জন্ম-সন সম্বন্ধেও মতভেদ আছে। তাহার জীবনী-লেখকের বলেন, ১৫৮৩ হইতে ১৫৮৯ ম্বিতের মধ্যে কোন সময়ে তাহার জন্ম হইয়াছিল। তবে, ভারতের লেখকেরা মহাপুরুষের কৰ্ম্মই দেখিয়া Iাকেন, তাহারই আলোচনা করেন, ভাল-মন্দ ও ফলাফল বচার করেন । র্তাহারা জন্ম-তারিখ, সন, বা জন্মস্থান গ্রাম বা জেলা ) লইয়া মাথা ঘামাইতে চাহেন না ; জীবনের মূল ঘটনাগুলিও ধারাবাহিকরূপে না লিখিয়া একটি ফর্দ মাত্র লিখিয়া দেন । র্তাহীদের মতে এসকল খুটিনাটিতে কিছুই যায় আসে না । কিন্তু ইউরোপীয় মত সম্পূর্ণ ভিন্ন। একজন ইউরোপীয় কবি বা মহাপুরুষ কোন তারিখে, কোন সময়ে, কোথায়—নগরের কোন অংশে, কোন গৃহের কোন প্রকোষ্ঠে—জন্মগ্রহণ করিয়াছেন, জীবনী-লেখকেরা সন্ধান করিয়া জানিয়ছেন। গ্রিয়সন সাহেব হিন্দী-সাহিত্যের অনেক আলোচনা করিয়াছেন, ও ইউরোপীয় ঐতিহাসিকদিগের মত তুলসীদাসের ঠিক জন্ম-সন ও জন্মস্থান খুজিবার চেষ্টা করিয়াছেন। র্তাহার মতে ১৫৮৯ সিম্বৎ( ১৫৩২ খৃ: )-ই তাহার জন্মসন। র্তাহার জন্মভূমি সম্বন্ধেও ঐরূপ মতান্তর আছে । কেহ বলে তিনি প্রাচীন হস্তিনাপুরে জন্মগ্রহণ করিয়া ছিলেন, কেহ বলে চিত্রকুটের কাছে সাজীপুরে, আবার