পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 --->----- --میسیسی ہستہ۔ বাসীর কাছে সংবাদ পাইয়া যমুনাতীরে পার হইবার নৌকা খুজিতে লাগিলেন। যে দুই-একখানি নৌকা ছিল, তাহার নাবিকেরা দেখাইয়া দিল আকাশ ঘোর ঘনঘটায় আচ্ছন্ন, ঝড় আগত-প্রায় । বর্ষার নদী দুইকুল ছাপাইয়া চলিয়াছে, এসময়ে তাহার কোনমতে নৌকা লইয়া ধাইতে পারিবে না। অগত্যা তুলসীদাস সাতার দিয়া নদী পার হইলেন। পার হইতে এক প্রহর রাত্রি অতীত হইল। এসময়ে যমুনা বা গঙ্গার পাট ২৩ মাইল অপেক্ষ কম ছিল না । (৩) তিন-চার ক্রোশ পথ হাটিয় যখন শ্বশুরালয়ের গ্রামে প্রবেশ করিলেন, তখন রাত্রি দ্বিপ্রহর উত্তীর্ণ হইয়াছে । গ্রামে সকলেই গভীর নিদ্রায় অচেতন । তাহার শ্বশুর মৃত্যু-শধ্যায়, অতএব বাটীর লোক জাগ্রত ছিল । ঘটনাক্রমে র্তাহার স্ত্রী সেইসময়ে কোনো প্রয়োজনে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইলেন । তিনি স্বামীকে এই অবস্থায় দেখিয়া লজ্জিতা ও উৎকণ্ঠিত হইলেন । পিত্রালয়ের লোকও র্তাহার স্বামীর স্ত্রৈণ ভাবের কথা জানিত । এই দুয্যোগে এইরূপে আসাতে পর-দিবস সখীরা কি বলিবে ভাবিয়া তনি চিন্তায় আকুল হইয়া স্বামীকে বলিলেনঃ– লাজ ন লাগত, আপকো দৌড়ে আয়ে হো সাথ । ধিক্ ধিক্‌, এ্যাসে প্রেময়কা কহ কহু হে নাথ, অস্থিচর্ম-ময় দেহ মম্ তা মে প্রীত । ত্যাসী যে শ্রীরাম র্মে হোত, হোত ন ভবভীত ॥ অর্থাৎ—ইয়ে নাথ ! তোমার কি একটুও লজ্জা নাই যে আমার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইয়া আসিয়াছ ? তোমার এ প্রেমে ধিক্ আমার এই অস্থি-চৰ্ম্মময় দেহের প্রতি যে প্রীতি করিতেছ, সেইরূপ যদি শ্রীরামের প্রতি করিতে তবে ভবভীতি থাকিত না । এই শুভ মুহূর্তে এক আশ্চৰ্য্য ঘটনা ঘটিয়া গেল । যে-মন বন্ধু-বান্ধবদের সহস্ৰ বিদ্রুপ সহস্ৰ উপহাস উপেক্ষা করিয়া আসিয়াছে সেই মনে এই গভীর নিস্তব্ধ নিশীথে পত্নীর বাক্যে এমন ক্ষত উৎপাদিত হইল যে, তুলসীদাস মুহূৰ্ত্ত মধ্যে আপন কুৰ্ত্তব্য স্থির করিয়া ফেলিলেন । তিনি পত্নীকে (৩) মেগস্থিনিসের সময়ে উৎপত্তি-স্থানে গঙ্গার পাট ৩• ষ্টডিয়া বা ৩০৪৪ মাইল ছিল । প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ AA AA ASASASA AAA AAAA AAAASAASAASAASAASAAAS A SA A SAAAAA AAAA AAAA SAAAAA AAAAMMAAA SAASAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS [ ২৪শ ভাগ, ১ম খণ্ড •জানাইলেন তিনি পত্নীর উপদেশই (৪) গুরু-উপদেশের মত শিরোধাৰ্য্য করিলেন, ও এইবাব ভগবান শ্রীরামচন্দ্রের সহিত প্রতি করিতে গৃহ ত্যাগ করিবেন । তুলসী নদীতে সাতার দিয়া পার হইয়াছিলেন । তখনও পরিধানে সিক্ত বস্ত্র ছিল । তাহার স্ত্রী তাহাকে শুষ্ক বস্ত্র আনিয়া দিয়া বলিলেন, “এত রাত্রে সকলকে সংবাদ দিয়া বিব্রত করিবার প্রয়োজন নাই, তুমি কাপড় ছাড়, খাবার আনিতেছি খাও, পরে বিবেচনা করিয়া যাহা ভাল হয় করিও ।” তুলসী সমস্ত দিন অভুক্ত ছিলেন, সেই অবস্থায় বর্ষার ভর যমুনা সাতার দিয়া পাব হইয়াছিলেন, কিন্তু তাহার মনে এসময়ে বৈরাগ্য-অনল এত প্রখর হইয়া জলিয়া উঠিয়াছে যে, আর বস্ত্র-পরিবর্তন বা ভোজনের জন্য অপেক্ষা করিতে পারিলেন না । সেই গভীর নিস্তব্ধ নিশীথে পত্নীর কাছে বিদায় লইয়া কাশীধামে চলিলেন । যে-পত্নীকে গৃহে না দেখিতে পাইয়া এই দুৰ্য্যোগে সাতার দিয়া ভরা বর্ষার নদী পার হইয়াছিলেন, তাহাকে তিনি চিরকালের মত ত্যাগ করিতে একটুও দ্বিধা বোধ করিলেন না । তুলসীদাস বহুকাল নানা তীৰ্থ ভ্রমণ করিয়া একবার এক গ্রামে এক ব্ৰাহ্মণবাটীতে আতিথ্য,স্বীকার করিলেন । এই ব্রাহ্মণটি র্তাহারই খালক, পিতৃ-বিয়োগের পর অবস্থাপরিবর্তন হওয়াতে গ্রামাস্তরে বাস করিতেছিলেন । তাহার ভগ্নী—তুলসীদাসের পত্নীও–র্তাহার সঙ্গে থাকিতেন। তিনি এখন প্রৌঢ়া । বাটীতে অতিথি আসিলে বাটার বধুরা অতিথির সম্মুখে বাহির হইত না, প্রৌঢ় কন্যা অতিথি-সেবার ভার লইতেন । তিনি অতিথিকে দেখিয়াই চিনিতে পারিয়াছিলেন, কিন্তু তুলসীদাস চিনিতে পারেন নাই। তিনি অতিথির পাকের জন্য "চৌকা” প্রস্তুত করিয়া পূজার স্থান করিয়া দিলেন। তুলসীদাসের সহিত বিগ্রহ ছিল, পূজা করিবার সময়ে আরতি করিবার জন্ত কপুরের প্রয়োজন হওয়াতে র্তাহার পত্নী বলিলেন, “একটু অপেক্ষ করুন, আমি কপূৰ্ব আনিতেছি।” তুলসীদাস বলিলেন, “না আনিতে হইবে না, আমার (৪) কটে এক রঘুনাথ সঙ্গ, বাধ জটা সির কেশ। হম তো চাখা প্রেম রসূ, পত্নীকে উপদেশ।