পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] চিকিৎসা-শাস্ত্রে বিজ্ঞানের দান 8Ꮼ© পূৰ্ব্বে জলে কিছুক্ষণ ধরিয়া যন্ত্রগুলি ফুটাইয়া লইলে জীবাণুর হাত হইতে আংশিক অব্যাহতি লাভ করা যায়, এইরূপ অনুমান করা যাইতে পারে। বিভিন্নপ্রকার রাসায়নিক দ্রব্যের সাহায্যে ৪ জীবাণুর বিনাশ করা যাইতে পারে, কিন্তু লক্ষ্য রাখা আবশ্বক যে, এইসকল পদার্থ জীবদেহের মাংসপেশীর কোন অপকার সাধন না করে । বর্তমান সময়ে অস্ত্রোপচাবের ফলে রোগীর রক্তদৃষ্টি শুধু চিকিৎসকের অনবধানতার ফলেই সম্ভব । ১৯১২ খৃষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে লিষ্টার নশ্বর দেহ পরিত্যাগ করেন। জীবিতাবস্থায় তিনি অশ্রুতপূৰ্ব্ব সম্মানের অধিকারী হইয়াছিলেন ; মৃত্যুর পর জনসাধারণ, ইংলণ্ডের শ্ৰেষ্ঠ মনীষীবর্গের বিশ্রাম স্থান, ওয়েষ্ট-মিনষ্টার ভজনালয়ে, র্তাহার দেহ সমাহিত করিতে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু লিষ্টারেব অন্তিম ইচ্ছাস্তসারে তাঙ্গাব দেহু স্বীয় পত্নীর সমাধির পাশ্বে হ্যাম্প ষ্টেডে অপেক্ষাকত নির্জন সমাধিক্ষেত্রে সমাহিত হয় । লিষ্টার পাস্বরের মন্ত্রশিষ্য হইলেও তাহার উদ্ভাবনী-শক্তি মানবজাতিকে যে ঐশ্বর্ষোর অধিকারী করিয়া দিয়াছে লাহা ঔজ্জল্যে পাস্তুরের দান অপেক্ষা হীন নহে । লিষ্টার তাঙ্গর আবিক্রিয়া দ্বারা রোগীর জীবনের আশঙ্ক। দূরীভূত করিয়া দিলেন সত্য, কিন্তু অস্ত্র-প্রয়োগের ফলে রোগী যে বিষম যন্ত্রণ ভোগ করে তাহার লাঘব করিবার কোন উপায়ই নিৰ্দ্ধারণ করিতে পারেন নাই । ইথর, ক্লোরোফৰ্ম্ম, ofs. Hotzzo (anaesthetic) গুণ আবিষ্কার করেন একজন ইংরেজ চিকিৎসক, সার জেমস সিম্পসন ( Sir James Simpson) সিম্পসন যখন চিকিৎসা-শাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন তখন অস্ত্রের সময় একজন স্ত্রীলোকের কাতরোক্তিতে এতদূর বিচলিত হইয়াছিলেন যে, চিকিৎসক হইবার বাসনা পরিত্যাগ করিবেন মনঃস্থ করিলেন । বিশেষ বিবেচনার পর তিনি ঠিক্‌ করিলেন যে অতঃপর যাহাতে রোগীর দুঃখ-যন্ত্রণা লাঘব হয়, তাহার চেষ্টাতেই তিনি র্তাহার নিজের জীবন উংস্কষ্ট করিবেন। ক্লোরোফর্শ্বের সম্মোহক গুণ আবিষ্কৃত হইবার অনেক পূৰ্ব্বেই নাইট্রাস wou ( nitrous oxide ) of N* গ্যাস ও ইথর নামক তরল পদার্থে এই গুণ অল্পাধিক &S-8 পরিমাণে লক্ষিত হইয়াছিল এবং দন্ত-চিকিৎসায় ব্যবহৃতও হইয়াছিল ; কিন্তু ফল আশানুরূপ হয় নাই। প্রত্যহ রাত্রিতে আহারের পর দুইজন সহকৰ্ম্মী চিকিৎসকের সহিত সিম্পসন বিভিন্ন সম্মোহকের ক্রিয় নিজ নিজ দেহের উপর পরীক্ষণ করিতেন। প্রথম হইতেই ক্লোরোফৰ্ম্মের উপর তাহার মন কেমন বিরূপ হইয়াছিল, তাই অবজ্ঞা-ভরে তিনি ক্লোরোফর্মের শিশিটি রাশীর্কত পুরাতন কাগজের মধ্যে রাখিয়া দিয়াছিলেন। একদিন নৈশ আহারের পর হঠাৎ তাহার শিশিটির কথা মনে পড়িল । কিছুক্ষণ ধরিয়া ঘ্ৰাণ লইবার পর, সকলেরই মনে অস্বীভাবিক স্ফস্ট্রি জাগিয়া উঠিল, অধ্যাপকোচিত গাম্ভীৰ্য্য পরিহণব করিয়া তিন জনেই উচ্চকণ্ঠে বাদানুবাদ আরম্ভ করিলেন । হঠাৎ তাহাদের মনে হইল, নিকটে কোথাও ঘন ঘন বন্দুকের শব্দ হইতেছে। শীঘ্রই চক্ষু বজিয়া আসিল এবং অনেকক্ষণ পৰ্য্যন্ত র্তাহাদের কোন চৈতন্য ছিল না। জ্ঞান হইবার সঙ্গে সঙ্গেই সিম্পসন বলিয়া উঠিলেন, “এই ঔষধের সম্মোহক ক্রিয়া বাস্তবিকই অতিশয় তীব্র” ; পরমুহূৰ্ত্তেই বুঝিতে পারিলেন যে, সহকৰ্ম্মীদ্বয় পরিবৃত হইয়া তিনি এতক্ষণ ভূমিশয্যা গ্রহণ করিয়া অচৈতন্ত অবস্থায় পড়িয়াছিলেন। সেই রাত্রিণ্ডেই তাহারা বারংবার ক্লোরোফৰ্ম্ম আত্রাণ করিয়া ইহার শক্তি পরীক্ষণ করিতে লাগিলেন এবং দশ দিন পরে সিম্পসন এই নতন ঔষধের গুণ লোক-সমাজে প্রচার করিলেন । বল বাহুল্য চারিদিক্ হইতে বিপক্ষ দল এই ঔষধের নিন্দা আরম্ভ করিল । ধৰ্ম্মগ্রন্থ বাইবেল হইতে খ্ৰীষ্টধৰ্ম্মনীতি উদ্ধার করিয়া জনসাধারণকে বুঝান হইল যে, এইরূপ ঔষধের ব্যবহার খৃষ্টীয়-ধৰ্ম্মবিরুদ্ধ । গর্ভিণী স্ত্রীলোকগণের প্রসবকালে এই ঔষধের ব্যবহারের বিপক্ষে ধৰ্ম্মযাজকগণ তীব্র মত প্রকাশ করিতে লাগিলেন । আদিম জননী ইভের প্রতি ভগবানের অভিশাপই এই ছিল ষে, জ্ঞান-বৃক্ষের ফলভক্ষণকৃত অপরাধের জন্য তিনি এবং তাহার সন্ততিবর্গ সস্তানপ্রসবের যন্ত্রণা ভোগ করিবেন— ঔষধের সাহায্যে এমন্ত্রণ লাঘব করার চেষ্টা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া ভিন্ন আর কি হইতে পারে।