পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] সেলসস নামে এক মহাপণ্ডিত জন্মগ্রহণ করেন । ইনিই প্রথমে রসায়ন-চর্চার গতি অন্যদিকে প্রবাহিত করেন । ইগর মতে রসায়নের উদ্বেষ্ঠ জীবনরহস্য উদঘাটন এবং জীবনক্রিয়া-সংক্রান্ত ঘটনাবলীর পর্য্যবেক্ষণ । ইহার পর হইতে রাসায়নিকগণ স্বণ ও অমরত্ব লাভের চেষ্টা ভিন্ন আঠ উদ্দেশ্যেও রসায়ন-চষ্টা করেন। কিন্তু স্পর্শমণির অন্বেষণ ও স্বর্ণ প্রস্তুত-করণের চেষ্টা এইখানেই ক্ষান্ত হয় নাই। প্যারাসেলসসের বহুকাল পরেও এই চেষ্ট। প্রকাগু ভাবে চলে। ১৭৮২ খৃঃ ইংলণ্ডে ডাক্তার জেমস প্রাইস নামে রয়েল সোসাইটির এক সভ্য (F.R.N.) শ্বেত ও রক্তবর্ণ দুই পদার্থ তাহার আবিষ্কার તનિર! હઠારી નદીન હસઃ હાંફસાન સનમ (તા. બે જનાર્થদ্বয়ের দ্বার। তিনি পঞ্চাশ বা ষাট গুণ পারদকে স্বণ ও রৌপ্যে পরিণত করিতে পারেন । শোনা ধায় যে, তাহার প্রস্থত স্বর্ণ রাসায়নিক পরীক্ষা বিশুদ্ধ স্বর্ণ বলিয়াই প্রমাণিত হয় । কিন্তু পরবর্তী সালে তাহাকে পুনরায় BBBBB BB KDD KSBB BK DDS DS KKBBBB হইয়া আত্মহত্য করেন । আমাদের দেশে অতি অল্পদিন পূৰ্ব্বে হায়দরাবাদে বিজ্ঞানচি{ৰ্য্য অধোরনাথ চট্টোপাধ্যায় এক জন পণ্ডিত রাসায়নিক ছিলেন । তিনি এইরূপে স্বর্ণ প্রস্তুতকরণ সস্তব বলিয়। বিশ্বাস করিতেন এবং কিম্বদন্থী এই যে, মৃত্যুর অব্যবহিত পূৰ্ব্বেই এই চেষ্টায় সফলকাম হইয়াছিলেন । কিন্তু এই বি ংবদ স্ত্রীর সত্যসত্য সম্বন্ধে কোনওরূপ প্রমাণ * 8 || || || r কৃত্রিম উপায়ে ধাতু সংগঠন, পদার্থ বিজ্ঞান, পরমাধুবাদ ইত্যাদিতে নান। মতভেদ খৃঃ ১৮শ শতাব্দী পর্য্যন্ত চলে । আরিষ্টটুল ও প্রাচীন আরবদিগের মতই নান। রূপে ও বেশে এইসকল মতবাদের প্রাণ দিলেন। খুঃ ১৮শ শতাব্দীর শেষভাগে এক ফরাসী বৈজ্ঞানিক এইসকল মতবাদের মধ্যে সৰ্ব্বপ্রধান "ফ্লজিষ্টন্‌ মত”কে ভ্ৰমাত্মক বলিয়া অকাট্যভাবে প্রমাণ করিয়া আধুনিক রসায়নের জন্মদান করেন। এই মহাপুরুষের নাম আঁতোয়ান ল্যরা লাভোয়াজিয়ে । ফ্রান্সের পারি নগরে ১৭৪৩ খৃষ্টাব্দে ইনি জন্মগ্রহণ করেন । ইনি কোনও নূতন পদার্থের আবিষ্কার স্পর্শমণি 8õዓ করেন নাই । কিন্তু অনেক রাসায়নিক পদার্থ- ও ক্রিয়াসম্বন্ধে নিতুল ব্যাখ্যা ইহা দ্বারাই হয় । বায়ুমণ্ডলের বিভিন্ন বায়ুর প্রকৃতি ইনিই প্রথম নিভুলভাবে বিচার করেন । দাহ্য বস্তুসকলে দাইক্রিয়। কিপ্রকারে সম্পন্ন হয়, তাহারও ইনিই প্রথমে সঠিক ব্যাখ্যা করেন । ইহার আবিষ্কৃত তথ্য লইয়া ইনি, ব্যবৃতোলে (Barhollot). ফুরিত্রয় ও আরও কয়েকজন নব্য রাসায়নিক রসায়ন শাস্ত্রের পুনর্গঠন-সম্পাদনে প্রবু স্তু ইহাদের পরবর্তী রাসায়নিকগণের কার্য্যের ফলে পদার্থের হন । ষ্ট. দের ও পারিনগরের সোর্বন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পরীক্ষাগারে লাভোয়াজিয়ে এবং বরতোলে সংস্তান সম্বন্ধে বৈজ্ঞানিক জগতেব মত পরিবর্তন হয় এবং ধাতুসকল মৌলিক পদাৰ্থ বলিয়। জ্ঞাত হয় । এই নুতন মতবাদ, বিশেষে পরমাণুবাদ, জন ডাণ্টন নামক এক ইংরেজ বৈজ্ঞানিকের নামের সঙ্গিত বিশেষভাবে বিজড়িত। ইনি ১৮শ শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেন । এইসকল মতের প্রবর্তনের ফলে স্পশমণির অন্বেষণ বিজ্ঞান-রাজ্য হইতে লোপ পায় । লাভোয়াজিয়ে ফরাসী বিপ্লবে প্রাণ হারান । তিনি রাজকর বিভাগে ইজারাদার ছিলেন । এই দোষে তাহার প্রাণদণ্ড হয় । কফিনহলু নামক বিপ্লববাদী