পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१० র্যামসে, অষ্টভাল্ড, ইত্যাদি মনীষিগণের মতে, যদি কখনও এক ধাতু অন্যে পরিণত করা যায়, তাহ হইলে ঐ প্রক্রিয়ায় প্রভূতপরিমাণ - তেজোরাশি অতি গাঢ়ীভূতভাবে আবশ্যক হইবে । ইহা সত্য বলিয়াই মনে হয় । কেননা, যেসকল নক্ষত্রে অতি অল্প মৌলিক পদার্থ আছে ( অর্থাৎ অন্য গুলি তেজোরাশির প্রভাবে উচ্চতর মৌলিক পদার্থে পরিণত হইয়া আছে ), সেসকল নক্ষত্রের উত্তাপের পরিমাণ ২৫০-০ ডিগ্রী ( সেণ্টিগ্রেড ), বলিয়া স্থিরীক্লন্ত হইয়াছে । মল্লয্যের উদ্ভাবিত ধৰ্ম্ম-মধ্যে বৈদ্যুতিক চুল্লী সৰ্ব্বাপেক্ষা প্রচণ্ড উত্তাপ দান করে। ডিগ্ৰী । তরাং স্বর্ণ প্রস্তুত-করণে কি প্রমাণ তেজ প্রয়োজন, তাই সহজে বোধগম্য হয় না । কবি বলিয়াছেন, সে, “ক্ষ্যাপা খুজে খুজে ফেরে পরশ পাথর", পরে ক্লাস্ত ও অন্যমনৰ্থ ভাবে "কখন ফেলেছে ছুড়ে পরশ পাথর" ; কেনন তাহার কটিদেশস্থ লৌহখৃস্থল স্বর্ণে পরিণত হইয়া গিয়ছিল । যদি স্বর্ণ প্রস্তুত-করণ সম্বন্ধে উপরোক্ত বৈজ্ঞানিক মতই ঠিক গুধ, তাই। “ক্ষ্যাপার” পক্ষে অন্যমনস্ক ইয়। "পরশ পাথর" ছুড়িয় , , -,, সম্ভব হইত না । কেনন। সে মুহূৰ্বেই স্পর্শমণির স্পর্শে লৌহ স্বর্ণে পরিণত হইত, সেই মুহূত্তেই তাহার প্রচণ্ড তেজে “ক্ষ্যাপার” অস্থি মাংস গলিত বা ভস্মীভূত হইয় তাহারু মৃত্যু হইত । বিজ্ঞান-রাজ্যে কি সম্ভব কি অসম্ভব, তাহ নিশ্চিত ভাবে বলা ধায় না । মুতরাং স্বণ প্রস্তুত-করণ অসম্ভব, একথা বলা ও অসম্ভব । পরিশেষে রেডিযম্ সম্বন্ধে কয়েকটি কথা বলিয়া প্রবন্ধ সমাপ্ত করিব । তাহ রেডিয়মের ঔষধ-গুণ সম্বন্ধে । মনুষ্য-প্রকৃতি অতি বিচিত্র । যখনই কোন আশ্চৰ্য্যগুণসম্পন্ন বস্তুর আবিষ্কার হয়, তখনই মনুষ্যের চিত্ত জানিবার জন্য উৎসুক হইয়া উঠে, যে, ঐ বস্তু দ্বারা তাহার আদিম ইচ্ছা-সকল পরিপূর্ণ হইতে পারে কি না— উহা দ্বারা ঐশ্বৰ্য্যলাভের ও অমর ত্ব লাভের সহজ পন্থা প্রাপ্ত হওয়া যায় কি না । এইরূপে কত নূতন vo o o a তাহার উত্তাপ মাত্র এক ইহলে হতভাগ্য প্রবাসী—শ্রোবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড পদার্থের কত অলৌকিক গুণ যুগযুগান্তর ধরিয়া ঘোষিত ?ইয়াছে। রেডিয়ম্ আবিষ্কারের পর ইহার অণুজীব-সংহারের ক্ষমতা ও আবিষ্কৃত হয় । সঙ্গে সঙ্গে অনেকে বলিলেন, সৰ্ব্বরোগহর অমোঘ ঔষধ এত দিনে পৃথিবীতে আসিল । অনেক অথলোলুপ চিকিৎসক রেডিয়ম্ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও ইহার ব্যবহার আরম্ভ করিলেন। બાષ્ટિનન બાજુના નર્માત્રા દવાની જ છીન કમિ ગિરિમા ! .તાજી! BBBB BgBB DDDBS SggSggS BB BDD DDD DDDB SBB BBBB S ggggKS gggS BBSggB BB gg DD মুখের অন্ত স্থলে ধাইতে রশ্মি ন পড়ে সেহজষ্ঠ্য 'এক্স রে যন্ত্রের নাচে ঢাল (-li li) দেওয়া আছে । ঢালমধাস্থত ছিদ্রপথে রশ্মি ক্যান্ধাৰ্ব-গ্ৰস্ত স্থানে পড়তেছে । চিকিৎসক কাঠ ও দীপক নিৰ্ম্মিত পর্দার আtড়ালে থাকয় একটি ক্ষুদ্র বিশেষ কাচ নিৰ্ম্মিত জানাল দয়। চিকিৎসা-ক্রিয় দেখিতেছেন । ফলে বহুসংখ্যক হ৩ ভাগ্য রোগীর ইহলীলা সাঙ্গ হয়। কেননা রেডিয়ম্, 'এক্স-রে’ ইত্যাদি স্থবিজ্ঞ চিকিৎসকের হস্তে যেমন মহৌষধ, তেমনই অনভিজ্ঞের হস্তে কালাস্তক যমদণ্ড বিশেষ । কিরূপ ধত্বের সহিত ও সন্তপণে এইসকল প্রয়োগ করা উচিত, তাহা প্রবন্ধমধ্যস্থ পাস্তুর গাণ্ডিলনের ব্লণ্ট গেন্‌-রশ্মি প্রয়োগাগারের চিত্র হইতে বোঝা যায় । ফ্রান্সে ইহার অনেক ব্যবহার এবং অনেক দুর্ঘটনা ঘটিবার পর, এ-সম্বন্ধে চিকিৎসক ও বৈজ্ঞানিকগণ বিশেষ সতর্ক হইয়াছেন। ১৯২০ সালে পারি নগরের মুনিসিপাল কাউন্সিল প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে দুই গ্রাম ( এক তোলার এক ষষ্ঠ ভাগ ) রেডিয়ম্ ক্রয় করিয়া