পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রায়গড় ন্ত্রী হেমেন্দ্রলাল রায় যে-সব ঘটনা-বৈচিত্র্যের ভেতর দিয়ে মহারাষ্ট্র ইতিহাস গড় উঠেছিল তার অনেকগুলোরই কেন্দ্রস্থান রায়গড় দুর্গ। এইজন্যই এই গড়টি মহারাষ্ট্র-ইতিহাসে বিশেষ ভাবেই প্রসিদ্ধি লাভ করেছে। শেষ জীবনে শিবাজী এই স্থানটাকেই তার কৰ্ম্ম কেন্দ্ররূপে বেছে নিয়েছিলেন। ১৬৭৪ সাল থেকে ১৬৮০ সাল পর্য্যন্ত রায়গড়ই মহারাষ্ট্রসুর্য্য শিবাজীর রাজধানী ছিল । খৃষ্টাব্দে তিনি দেহত্যাগ করেন । রায়গড় দুর্গটির ভৌগোলিক অবস্থান রাজনৈতিক হিসাবে এত চমৎকার যে, অতি প্রাচীন কালেও তার পাতি দিগ্বিদিকে ছড়িয়ে পড়েছিল । সেকালের ইউরোপীয়ানরা এটিকে এইজন্য পূৰ্ব্ব-জিব্রালটার আখ্যা প্রদান করেছিলেন । মহারাষ্ট্র-ইতিহাসের পরবর্তী যুগে এই স্থানটিকেই কেন্দ্র করে’ অসংখ্য ঝগড়-বিবাদের উৎপত্তি হয়েছিল । যারাই মহারাষ্ট্র-প্রাধান্য স্থাপন করতে চেষ্ট করেছেন তারাই সকলের আগে এই দুর্গটিকে স্বাধিকারভূক্ত করে নেবার চেষ্টা করেছেন । দুর্গটির ভৌগোলিক অবস্থানই ধে এর কারণ তাতে কিছুমাত্র সন্দেহ নাই । এ দুর্গটি এত দৃঢ়রুপে স্বরক্ষিত এবং দুর্ভেদ্য ছিল যে ঔরঙ্গজেব দুর্গটিকে জয় করবার প্রচুর চেষ্টা করেও আর এই স্থানেই ১৬৮০ কুতকার্য্য হননি । অস্ত্রের পরীক্ষায় ব্যর্থ হ’য়ে অবশেষে জয়ের জন্য র্তাকে বিশ্বাসঘাতকের শরণাপঃ ত’তে হয়। আর ১৬৯০ সালে এই বিশ্বাসঘাতকের কার সাজিতেই রায়গড় দুর্গ তিনি হস্তগত করেন । এর পরে রায়গড়ের ১২৫ বৎসরের ইতিহাস কেবল হস্ত-পরিবর্তনের ইতিহাস । এই অল্প দিনেব ভেতর অনু্যন ছয় জন রাজা একে জয় করেছেন এবং হারিয়েছেন । ১৮১৮ সালে দুর্গটি ইংরেজের অধিকারে এসেছে এবং সেই হ’তে দুর্গটি তাদের হাতেই রয়ে গেছে । ইংরেজের কামান এর উপরে ধ্বংসের মে বিচিত্র চিহ্ন একে দিয়ে গিয়েছে আঞ্জ 8ዓGo পৰ্য্যন্ত লোপ পায়ুনি । শিবাজীর প্রাসাদটি পর্য্যন্ত কামানের কলঙ্গ-লেখ! পকে নিয়ে সেই ধ্বংসস্ত,পের হু হর रठ* ठ':ग्न नै Ifer:भ्र टा?छ । f>માદૌ શામાઇન સ્ટાર-દ્રા - ગ્રાન્નિષ્ઠ রায়গড় পুণ থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৮০ মাইল দূরে । মাহাদ থেকে রায়গড়ের দূরত্ব প্রায় " ষোল মাইল ।