পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৮ দেশের পক্ষে অতীব লজ্জাকর ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রেই অভ্র খনন কোনওরূপ নিয়মবদ্ধ প্রণালীতে হয় না। এক “টিকৃরি” w হইতে অন্য “টিকৃরি” পৰ্য্যন্ত সঙ্কীর্ণ স্বড়ঙ্গ-পথ খুজিয়া অভ্র বাহির করা হয়। উপরে অভ্রের চিহ্ন পাইলে তার পর বিজ্ঞান-সন্মত উপায়ে কাটিয়া খনি প্রস্তুত-করণের প্রথা ইদানীং কয়েকটি ইয়োরোপীয় কোম্পানী অনুসরণ করিতেছেন। দেশী ব্যবসায়ী এখানে খরচ বঁাচাইবার চেষ্টায় অনেক সময় গনন বিশেষ ব্যয়-সাধ্য করিয়া তোলেন, এবং অনেক সময় সেরূপ অভিজ্ঞ লোকের পরামর্শ না লওয়াতে মূল্যবান খনি কার্য্যোপযোগী নহে ভাবিয় পরিত্যাগ করেন। দেশী প্রথায় প্রস্তুত খনি মধ্যে বায়ু চলাচল, জল এবং ভগ্ন প্রস্তরাদি নিষ্কাশন ইত্যাদির কোনওরূপ স্বচারু বন্দোবস্ত থাকে না । অভ্র-গননকারীদিগের কার্য্যের প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড কার্য্যে বাধ পড়িত । ফলে অভ্ৰখনকেরা দিনে মাত্র চারি ঘণ্টা সময় খনন করিত। পরে বায়ুচলাচলের জন্য একটি কূপ খনন করিয়৷ খনির স্বভূজপথের সহিত সংযুক্ত করিয়া দেওয়া হয়। তাহাতে খনকদিগের কার্য্যের সময় বৃদ্ধি ন হইলেও খনির অভ্যন্তর শীতল হওয়ায় কাৰ্য্যের পরিমাণ বৃদ্ধি পায় । কিন্তু খনি পরিষ্কার করিবার উপায় পূর্বের ন্যায় ছিল এবং তাহাতে খরচ মাসে ছয়শত টাকা এবং দৈনিক কার্য্যের সময় চারি ঘণ্টা কাল ছিল। ইহার পর খনির ইংরাজ অধ্যক্ষের পাশ্চাত্য খনন প্রথা অনুযায়ী ষ্টদার + খুড়িয়া, পাম্প বসাইয়া এবং যন্ত্রচালিত প্রস্তর-বেধক ( Rock-drill ) চালনা করিয়া কার্য্য করিতে আরম্ভ করেন । খনিত বস্তু উত্তোলনের জন্য ট্রলি লাইন এবং কপিকল বসাইয়াও পাম্পের সাহায্যে জল নিষ্কাশন করাইয়া, তাহদের মাসিক খরচ ৫৮৬

  • o } পেগমাটাইটু

শির ( কল্পিত অংশ ) শিরী ( অকণ্ঠিত ) অভ্ৰযুক্ত প্লাস so আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি অত্র পনির ছেদ নক্স সাহায্যার্থে কোন গুরূপ চেষ্ট হয় না । উত্তোলন ব্যয়সাধ্য হয় এবং ব্যবহারযোগ্য অভ্রের অপচয় অত্যন্ত অধিক পরিমাণে হইয়৷ থাকে । এইরূপ একটি খনির ( আলুকদিয়া ) প্রথম অবস্থায় খরচ এবং বিজ্ঞান-সম্মত উপায়াদি অবলম্বনের পর খরচের বৃত্তান্ত বিবৃত হইতেছে। এই খনিতে প্রত্যহ ১২৫ জন মজুরাণী সকাল হইতে বেলা দুইটা পৰ্য্যন্ত খাটিয়া জল এবং আবর্জন। পরিষ্কার করিত । খনির ভিতর অত্যন্ত গরম হওয়ায় ফলে অভ্র

  • টিকৃরি—ইংরাজিতে বুক্‌-অব-মাইকা, "অভ্রপুস্তক" অভ্রসমষ্টি, অভ্রস্তবক বা অভ্রের চাপ ।

টাক হঠতে ৭৫< ঢাকায় দাড়ায়, এবং এই বন্দোবস্তের পর বেল ১১টার মধ্যে খনি-পথসকল পরিষ্কার হইয়। স্বা ওয়াতে দিনে ৭ ঘণ্টা কাজের সময় পাওয়া যায় । ফলে অভ্রের পরিমাণ দ্বিগুণ হয় । অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, যে, দেশী খনন প্রথা অহুধায়ী সঙ্কীর্ণ স্বভৃঙ্গ কাটার জন্য খনকদিগের কাব্য স্থল বিশেষ অন্ধকার এবং অস্থক্ষেপস্থানাভাবযুক্ত হয়। ইঙ্গর দরুন দুষ্টপ্রকারে খনি-অধিকারীদিগের ক্ষতি হয়। প্রথম, অন্ধকার এবং সঙ্কীর্ণতার দরুন অনেক সময় খনক

  • ইর্দারা বা ইন্দ্ৰ—ইংরাজী মাইন শাফট, বৃহৎ কুপের স্থায়

খনির মুখপথ । এই পথে খনির ভিতর যাতায়াত, থনি হইতে খোদিত বস্তু উত্তোলন ইত্যাদি হইয়া থাকে।