পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68२ ৩৫ জন সদস্ত থাকিবেন । এই ৩৫ জনের ভিতর ২০ জন হইবেন নিৰ্ব্বাচিত সদস্ত । পরিষদ রাজ্যের শাসন-সম্পৰ্কীয় ব্যাপারে মহারাজকে সাহায্য করিবেন । তাহার আইন এবং নিয়মাবলী প্রণয়নের পূর্ণ ক্ষমতা ব্যবস্থাপক সভাকে দেওয়া হইয়াছে। ভূপালের হিন্দুর দুর্দশ-— ভূপাল-রাজ্যে হিন্দুদের দুর্দশা-সম্বন্ধে অনেকগুলি অপ্রীতিকর ঘটনা প্রকাশিত হইয়াছে। হিন্দু প্রজাদের রাজনৈতিক, সামাজিক এবং ধৰ্ম্মসম্বন্ধীয় অবস্থা নাকি সেখানে বিশেষ শোচনীয় হইয়া উঠিয়াছে। বাজ্যের সৰ্বকারী চাকুরীতে শতকরা ৯৯ জন মুসলমান এবং স্থানীয় কাউন্সিলে হিন্দু প্রজার প্রতিনিধি একজনও নাই। হিন্দুদের বিবাহ প্রভৃতি উৎসবের সংবাদ পূৰ্ব্বাহ্লে কর্তৃপক্ষকে জানাইতে হয়, মুসলমানদের জন্য ব্যবস্থা অবশ্ব অন্তরূপ। মুসলমান বস্তিতে হিন্দু মহিলার ইজ্জং সংরক্ষিত নহে। বক্রিদেব সময় হিন্দু শ্রমিকদিগকে মুসলমানদের বক্রিদের গোমাংসও বহন করিতে জোর করিয়া বাধ্য করা হয়। মুসলমানদের গোরস্থানের মত হিন্দুদের শ্মশান-ঘাটেৰ বিশেষ বাসস্থা নাই। অভিযোগগুলি যে গুরুতর তাহাতে সন্দেহ নাই। হিন্দু মুসলমানের মিলনেম জম্ব যেমন দেশের ভিতর বিরাট আন্দোলন চলিতেছে, এবং হিন্দু-মুসলমানের মিলন ভিন্ন দেশের কল্যাণ অসম্ভব একথা যখন চোখের উপর দিবালোকের মত সুস্পষ্ট হুইয়। উঠিয়াছে তখন ভারতের কোনো স্থানেই এইসব বৈষম্য থাকা কোনোপ্রকারেই সঙ্গত নহে ! মধ্যপ্রদেশের স্বরাজ্য দলের কায্য-পদ্ধতি--- মধ্যপ্রদেশের স্বরাজ্যদলের সহিত গবৰ্ণমেণ্টে বিরোধ ক্রমেই জটিল হইয়া উঠিতেছে। সরকার পক্ষ নাকি কাউন্সিল ভাঙ্গিয় দিয়া নূতন নিৰ্ব্বাচনের চেষ্টা করিতে মনস্থ করিয়াছেন। স্বরাজ্য দলের ভবিষ্যৎ কৰ্ম্মপন্থা কি হইবে তাহ নিৰ্দ্দিষ্ট করিয়া বলা কঠিন : তবে মোটামুটিভাবে তাহারা নাকি এই কাজগুলিতে হস্তক্ষেপ করিলেন — (১) বজেট প্রত্যাখ্যান কর । (২) যে-সকল প্রস্তাবের দ্বারা সরকার নিজ ক্ষমতা বৃদ্ধি করিতে পারেন সে-সমস্ত প্রস্তাব প্রত্যাগ্যান করা । (৩) জাতীয় জীবনের উন্নতির পকে প্রয়োজনীয় বিবিধ প্রস্তাব বা বিল উপস্থিত করা । (৪) বিদেশীদের দ্বারা ভারতের অর্থ শোষণের স্রোত বন্ধ করা । ভবিষ্যতে কাউন্সিলারদের নিকট উন্মুক্ত সমস্ত পদ লাভ করিতে এবং প্রত্যেক কমিটিতে প্রলেশ করিতে র্তাহার চেষ্টা করিলেন । মধ্যপ্রদেশের স্বরাজ্য দলের নেতা মিং রাও নাকি এক সভায় বলিয়াছেন, স্বয়ং গভর্ণরকে শাসন কার্যের প্রধান স্থান হইতে বিচুত করা স্বরাজা দলের প্রধান কাজ হইবে । সুতরাং হস্তান্তরিত বিভাগগুলিতে গবর্ণরের ক্ষমতা যতদূর সম্ভব নষ্ট করিয়া দেওয়ার জন্য র্তাহার নান প্রস্তাব উত্থাপন করিবেন । স্থানীয় স্বায়ত্তশাসন, মিউনিসিপ্যালিটি এবং আবগারী বিভাগ , প্রভৃতিতেই স্বরাজ্যদল প্রথমতঃ আত্মশক্তি নিয়োগ করিবেন । খালস কলেজে ধৰ্ম্মঘট—— কিছুদিন হইতে অমৃতসপ্পের খাল্দা কলেজে যে গোলযোগের পৃষ্টি হইয়াছিল, তাহী ক্রমেই গুরুতর আকার ধারণ করিতেছে। ছাত্রেরা গত ১৬ই জুন একযোগে ধৰ্ম্মঘট ঘোষণা করিয়াছে। তাহারা অধ্যাপকদিগকে ক্লাশে প্রবেশ করিতে দিতেছে না । কতকগুলি ছাত্র প্রবাসী—শ্রাবণ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড কলেজের প্রবেশ-পথে এবং অফিসের সম্মুখে ধল্প দিতে আরম্ভ করিয়াছে। কলেজের কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রকে বহিষ্কৃত করিয়া দিবার হুকুম দিয়াছিলেন। ছাত্রদের ধৰ্ম্মঘট করিবার তাহাই প্রধান কারণ। কলেজের কার্ধ-পরিচালক-বিভাগ অধ্যাপক বিজনরাজ চট্টোপাধ্যায়কে যন্ত্রখাস্ত করিয়াছিলেন। তাহার প্রতি সহানুভূতি দেখাইতে গিয়া আরো কয়েকজন শিখ অধ্যাপক কাঞ্জে ইস্তাফ দেন । এই ব্যাপার হইতেই ছাত্রদের ভিতর যে বিক্ষোভের স্মৃষ্টি হয়, তাহাই বৰ্ত্তমানে ধৰ্ম্মঘটের আকার ধারণ করিয়াছে । গৌরীশঙ্কর অভিযান— গৌরীশঙ্কর অভিযানের শেষ চেষ্ট দারুণ দুর্ঘটনার পরিসমাপ্ত হইয়াছে। অভিযাত্রীদলের লেফটেন্যান্ট মোলারী এবং আরভিন্‌— হঁহার দুইজনে চূড়ায় উঠিবার শেষ চেষ্টা করিতে গিয়া মারা গিয়াছেন । রয়াল জিয়োগ্রাফিক্যাল সোসাইটির ভূতপূৰ্ব্ব সভাপতি স্তর ফ্রান্সিস ইয়ং হাজব্যাও সংবাদ-পত্রের প্রতিনিধির নিকট বলিয়াছেন, "অভিযাত্রীদল প্রায় চুড়ায় উঠিয়াছেন এমন সময় এই দুর্ঘটনা ঘটিয়াছে। র্তাহার गउ* मि ऍफ़ुrठ रें ब्रिाझिरलन, ठउथानि उँछूठ शृtर6द्र (कान অভিযাত্রই উঠিতে পারেন নাই। এখন যে অভিযান পরিতাক্তি হইবে হাহা ঠিক--- অন্ততঃ এবৎসরের মত ।" মহীশুরের ব্যবস্থা-পরিষদ– মহীশূর ব্যবস্থা-পরিষদের দ্বিতীয় অধিবেশনে সংবাদপত্র আইনের বিল্ উথাপন করা হইয়াছিল। শেষোক্ত আইনটি যে-ভাবে গৃহীত হইয়াছে, তাহাতে কোন সংবাদপত্রের সম্পাদন, মুদ্রণ বা প্রকাশে গবর্ণমেণ্টের অনুমতির অবখ্যক হইবে না বটে ভবে কোন সম্পাদক যদি রাজদ্রোহ কিম্বা সম্প্রদায়িক বিদ্বেষ প্রচারের ফলে দণ্ডিত হন, তাহ! হইলে গবৰ্ণমেণ্ট ইচ্ছা করিলে তাহার পত্রিকার প্রচার বন্ধ করিয়া দিতে পারিবেন । গো-হত্যা নিবারণের আইন-- o পণ্ডিত শুiমলাল নেহরু ভারতে গো-হত্য-নিবারণ-কল্পে এক বিল প্রস্তুত করিয়াছেন । এসেম্রারও আগামী অধিবেশনে সম্ভবতঃ এই বিল্‌ লইয়া আলোচনা হইবে। গোমাংস বিদেশে রপ্তানির ব্যবসার জন্য সম্পূর্ণরূপে গেী হত্য বন্ধ করাই এই বিলের উদেখা। ধৰ্ম্মার্থে গো-হত্যা বদ্ধ করার কথা ঐ বিলে থাকিবে না । ভারতবর্ষে ব্যবসার খাতিরে বৎসরে ৪২ লক্ষ গর গুতা করা হয় । সুতরাং এই গো-হতা বন্ধ করিতে পারিলে দেশের একটা বড়রকমের অর্থনৈতিক সমস্তার সমাধীন হইতে পারে। রায় বাংলার কথা বাংলায় তৃলার চাষ— কীৰ্ত্তিকের বীজ নদীয়ার কতক স্থানে, বীরভূম, বাঁকুড়া ও বর্দ্ধমানে কাৰ্ত্তিক মাসেই সাধারণতঃ বীজ বপন করা হইয়া থাকে। এ-বিষয়ে সন্দেহ করিবার কারণ নাই। বাঁকুড়ায় গত কাৰ্ত্তিকে যে-চাষ হইয়াছে, তাহা এখন ক্ষেতে আছে। আমরা যতদূর জানিয়াছি, এই স্থানে বীজ নিকৃষ্ট হইয়াছে । আগামী কাৰ্ত্তিকে চেষ্টা করিলে বাঁকুড়া ও বীরভূমে ভাল