পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪থ সংখ্যা ] জবর-দস্তি আরম্ভ করিলেন। রূর দখল, জাৰ্ম্মান ব্যবসারীর উপর অত্যাচার, জার্মান-শ্রমিকদিগের প্রতি নানারূপ জোর-জুলুম চলিতে লাগিল। ফ্রান্সের অসম্ভব, অসঙ্গত ও অত্যধিক দাবী—এত অত্যাচারেও জাৰ্মানী ক্ষতি-পুরণ করিতে পারিলেন না । ফ্রান্সের সকল চেষ্টাই নিরর্থক হইল। এদিকে ঋণদাতা বৈদেশিক শক্তিবর্গ ঋণশোধের জঙ্ক ফ্রাঙ্গকে তাগিদ দিতে আরম্ভ করিলেন। ফ্রান্সের শূন্ত-প্রায় অর্থ কোষে স্বদ দিবার অর্থই জোগাড় ছিল না, সেক্ষেত্রে মূল ঋণের টাকা আসে কোথ৷ হইতে ? কাজেকাষ্টে বিশ্বের হাটে ফ্রান্সের অপযশ রাটল, ফ্রান্সের মুদ্রার মূল্য কমিতে লাগিল। আর্থিক বিপদে বিপৰ্য্যস্ত হইয় ফ্রান্সের বিপন্ন জনসাধারণ এই বিপৰ্য্যয়ের জন্ম ফ্রান্সের মন্ত্ৰীসভাকেই দায়ী মনে করিয়া তাহদের প্রতি বিরূপ হইয়া উঠিলেন । তথাপি প্রধান মন্ত্রী পরাকারে রূরনীতি পরিহার করিতে অসম্মত হইয়া আপনার পথেই চলিতে লাগিলেন। মন্ত্রীসভার যেসকল সভ্য পয়কারের কার্য্যের পূর্ণ সমর্থন করিতেন না, তাই দিগকে সরাইয়া দিয়া পয়াকারে এক নূতন মন্ত্ৰীসভা গঠন করিলেন। রূরনীতিকে যাহারা সমর্থন করেন, এমন সমস্ত লোককেই বাছিয়া বাছিয়। মন্ত্ৰীসভায় গ্রহণ করা হইল। Ioucher হইলেন-বাণিজ্য-সচিব, ক্ষতি-পুরণ কমিশনের ভূতপূৰ্ব্ব সভ্য, বাৰ্ত্তাশাস্ত্র-বিশারদ পণ্ডিত \lorsal হইলেন রাজস্ব-সচিব এবং \latin পত্রিকার সহকারী সম্পাদক Dr. Jonveniu হইলেন শিক্ষা-সচিব । জাতিসমূহের সংঘে Jouvellal রূরনীতির সমর্থন করিয়া ইতিপূর্বেই যশস্বী হইয়াছিলেন। এইরূপে মন্ত্রীসভাকে পুনর্গঠিত করিয়া পয়াকারে ভাবিয়াছিলেন, যে, ফরাসীরাষ্ট্রতন্ত্রের উপর আপনার প্রভাব আরও স্বদূঢ় করিলেন। কিন্তু এতগুলি বিচক্ষণ লোকের সহায়তা লাভ করিয়াও পরাকারে আপনার প্রভাব অব্যাহত রাখিতে পারিলেন না, ক্রমেই র্তাহার শক্তি কমিয়া আসিতে লাগিল । পয়াকারের প্রভাব কমিয়া আদিতে দেখিয়া, সাম্যবাদীদল ফ্রান্সের ভাগ্য-নিয়ন্ত্রণ-ভার উহাদের হস্তে লইবার জন্ত সচেষ্ট হইলেন। ইংলণ্ডের রাষ্ট্রনৈতিক নির্বাচনে শ্রমিকদল জয়যুক্ত হওয়াতে ফ্রান্সের শ্রমিক ও সাম্যবাদীদলের সাহস ও শক্তি বাড়িয়া গেল । পয়াকরে আপনার পরাজয় অবগুস্ত{ী দেখিয়া, সাম্যবাদীদলের নেতা M. II""riotএর সহিত একটা রফ সম্ভবপর কি না তাহার চেষ্টা দেখিতে লাগিলেন । Ilorriot কিন্তু সমস্ত ক্ষমতা সাম্যবাদীদিগের হস্তেই রাখিতে চাহেণ ৷ পয়াকারের এমনই দুর্ভাগ্য যে এই আসন্ন বিপদের মুখেই আবার বিশ্বের হাটে ফ্রান্সের প্রচলিত মুদ্রা ফ্রাঙ্কের দাম আরও পড়িয়া গেল। এদিকে ১লা জুন তারিখে সাম্যবাদীদিগের বার্ষিক বৈঠক হইয় গেল । সাম্যবাদীদলের সকল সম্প্রদtয়ই 11.২rrio1এর নেতৃত্ব স্বীকার করাতে II rriot এর প্রভাব অসম্ভবরূপে বাড়িয়া উঠিল । পয়াকারে-মন্ত্রীসভা পদত্যাগ করিলেন । নুতন মন্ত্ৰীসভা গঠন করিবার জন্ত Harriofএর ডাক পড়িল । ফরাসারাষ্ট্র তন্ত্রের সভাপতি মিলের পদত্যাগ না করিলে Harrint প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করিতে অস্বীকার করিলেন। মিলেরায় রাষ্ট্রনৈতিক মতের সহিত যখন HTTiotএর মতের মিল নাই, তখন মিলেরার রাষ্ট্র নায়কত্ব স্বীকার করা If priot উচিত মনে করেন না । মন্ত্ৰীসভার পতনের সহিত রাষ্ট্রপতির পুনর্নির্বাচন ব্যবস্থা কিন্তু ফ্রান্সের সংস্থিতির মধ্যে নাই। রাষ্ট্রপতির কার্য্যকাল ফুরাইবার পূর্বে উহাকে পদত্যাগের যে দাবী Herriot জানাইয়াছেন, তাহ দেশ-বিদেশের কথা—বিদেশ (:8ፃ বিধি-বহিতুৰ্ত বলিয়া মিলের। প্রথমে পদত্যাগ করিতে অস্বীকার করেন । কিন্তু Harriot ঠাহীকে রাষ্ট্রপতি রাখিয়া মন্ত্ৰীসভা-গঠনে অস্বীকার করাত্তে মিলের। পয়াকারে মন্ত্ৰীসভার রাজস্ব-সচিব Fran("ois Morsalকে মন্ত্ৰীসভা গঠনের ভার দিলেন। সাম্যবাদীদল ইহাতে আপত্তি তুলিয়া বলিলেন, যে, সভ্য-সংখ্যায় যে দল বলবান সেই দলের উপরই মন্ত্ৰীসভা গঠনের ভার দেওয়া ফ্রান্সের চিরাচরিত রীতি । Morsalএর নিয়োগ এই চিরন্তন বিধিকে লঙ্ঘন করিয়া হইতেছে ; সাম্যবাদীদল প্রজার এই অধিকারকে নষ্ট হইতে দিতে পারেন না । জাতীয় সভার বৈঠকে সাম্যবাদীদল সেজন্ত প্রস্তাব করিলেন, যে, প্রজার রাষ্ট্রীয় স্বত্বে হস্তক্ষেপ করিয় Moral মন্ত্ৰীসভা গঠিত হওয়াতে এই মন্ত্ৰীসভাকে রাষ্ট্রীয় মহাসভা স্বীকার করেন না । চেম্বারের অধিবেশনে ১২৯ জন সভ্য প্রস্তাবের স্বপক্ষে ও ২১ জুন বিপক্ষে ভোট দেওয়াতে Moral মন্ত্ৰীসভার পতন হইল এবং মিলের পদত্যাগ করিলেন। নূতন নির্বাচনে রাষ্ট্রপতি হইবার জঙ্ক gtioffstow M.. Painleves M. I)ouinergiu. M. l)oullierg। নিৰ্ব্বাচনে জয় লাভ করিয়া ফরাসী সাধারণতন্ত্রের সভাপতি নিৰ্ব্বাচিত হইয়াছিল ৷ Herrint জাৰ্ম্মানীর সহিত বিরোধ মিটাইয়া ফেলিবার পক্ষপাতী , তাই তিনি ঘোষণা করিয়াছেন, যে ডয়েস সিদ্ধান্ত অনুসারে কার্য্য আরম্ভ হইলেই ফরাসী রূর পরিত্যাগ করিয়া চলিয়া আসিবেন । ইংরেজদিগের সহিত মে মনোমালিন্তের সূত্রপাত পয়াকারে মন্ত্ৰীসভা করিয়া গিয়াছিলেন ডাহা দূর করিয়া পুনরায় মিত্রতা বন্ধন দৃঢ় করিবার জন্ত Harriot ইংলণ্ডের প্রধান মন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ডের সহিত সাক্ষাৎ করিবার জন্ত লওনে আগমন করেন। প্রকাশ যে ইছাদের আলোচনা-ফলে সমস্ত মনোমালিন্য দূর হইয়াছে। এই আলোচনা সম্বন্ধে বিস্তারিত বিবরণ এখনও জানা যাই। কাজে কাজেই এখনও রূরনীতি-সম্বন্ধে কোনও শেষ সিদ্ধাস্তের খবর দেওয়া সম্ভবপর নহে । 3 toria zosa esta si A. El nard Hlerriolso fRoo 1.yous শহরে । ইহার বয়স এখন পঞ্চাশ বৎসর : 1,yous শহরের \layorরূপে ইনি পূৰ্ব্বে যথেষ্ট সুখ্যাতি অর্জন করিয়াছিলেন। IYous প্রদর্শনীয় ব্যবস্থার সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট থাকিয় বৃহৎ অনুষ্ঠানের প্রবর্তন, সংগঠন ও পরিচালনে বে ইহঁীর যথেষ্ট দক্ষত আছে, তাহা প্রতিপন্ন করেন। ইহার কৰ্ম্মদক্ষতার আকৃষ্ট হইয়া ভূতপূৰ্ব্ব প্রধানমন্ত্রী M. J}riand ইহাকে খাদ্য-সরবরাহ-সচিব নিযুক্ত করেন। H.rriot অত্যন্ত শাস্তিপ্ররণসী এবং যুদ্ধযিগ্রহের প্রতি ইহার বিতৃষ্ণ আছে । ইহার মতে যুদ্ধে মিত্ৰ-শক্তিবর্গের মধ্যে ইংলণ্ডের ক্ষতি সৰ্ব্বাপেক্ষ বেশী হইয়াছে । যুদ্ধের ফলে ইংরেজের যাণিজ্যপ্রাধান্ত লুপ্ত হইয় পণ্যের হাটে মার্কিনের প্রভাব বুদ্ধি পাইয়াছে। যুদ্ধে রাজ্যলাভও ইংরেজের ভাগ্যে বেশী ঘটে নাই। ফরাসীর বর্তমান ঋণ ভর যদিও ইংরেজ অপেক্ষ অনেক বেশ, কিন্তু খনিজসম্পদে পূর্ণ রাজ্য লাভ করতে ফ্রান্সের ভবিষ্যৎ ইংরেজের অপেক্ষা অনেক উজ্জ্বল। বৈদেশিক শক্তিবর্গ ফ্রান্সকে যেঋণ প্রদান করিয়াছেন ফ্রান্সের সেই ঋণ পরিশোধ করিবার ক্ষমতার প্রতি আস্থা বাড়িলেই বালনীয় ক্ষেত্রে তাহার যে প্রভাব প্রতিপত্তি বাড়িয়া উঠিবে, তাহাতে ফ্রান্সের সমস্ত ক্ষতি পুরিয়া যাইবে ।

  • প্রভাত চন্দ্র গঙ্গোপাধ্যায়