পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8p অর্ধিত বহু সৈন্য লইয় তাহার গতি রোধ করিবার চেষ্টা করিয়াছিলেন। বহু কষ্টে গ্রানিকুস নদীতীরে অ্যালেক্‌জাণ্ডার অর্ষিত ফাৰ্ণাক আতিজ্য মিথ দত প্রভৃতি পারসিক ক্ষত্রপদের পরাজিত করিয়াছিলেন । এই গ্রানিকুস-নদী ইউরোপ ও এসিয়াপণ্ডের মধ্যবর্তী এলেসপগু-সমুদ্রতীর হইতে অধিক দূরে অবস্থিত নহে। পর বংসর পারসিক সম্রাট তৃতীয় দরিয়াবুস স্বয়ং সৈন্য সংগ্ৰহ করিয়া সাইপ্রাস দ্বীপের অদূরে ভূমধ্যসাগর-তীরে অ্যালেকজাণ্ডারের সম্মুখীন হইয়াছিলেন । এই যুদ্ধে পারসিক সেনা যে বীরত্ব প্রদর্শন করিয়াছিল, ইউরোপীয় ঐতিহাসিকগণ মুক্তকণ্ঠে সে কথা স্বীকার করেন “পরস্ত-সেন-দলের সৰ্ব্বোৎকৃষ্ট যোদ্ধা ষে বেতনভুক্‌ গ্ৰীকৃ সৈনা তাহার এইখানে আলেকজাণ্ডারের সেনাদলকে আক্রমণ করে। সে খণ্ডযুদ্ধ আরম্ভ হয় তাহ ভীষণ হইয়া উঠিয়ছিল এবং মাকেদেনের ক্ষতি বড় সামান্য হয় নাই। ••••••ইতিমধ্যে পারস্ত-দলের ডাহিনে সশস্ত্র অশ্বারোহী পারসিক সৈন্যগণ অদ্ভুত সাহস দেখাইয়৷ क्केिल ! उlझांज्ञां করে ও প্রবলভাবে থেসালিয়ানদিগকে আক্রমণ করে। থেসলিয়ানদ্বিগের সহিত তাহার হাতাহাতি যুদ্ধ চলাইতেছিল, এমন সময় পবর আসে যে, ডেরায়াস পলায়ন করিয়াছেন ও বমিভাগের সৈন্যদল নিহত হইয়াছে।"—হিষ্টোরিয়ানস্ চিষ্টি স্বম্ভ দি ওয়াল্র্ড, লণ্ডন ১৯৯৭, ভল্লাম 8. পৃষ্ঠা కిe': এই যুদ্ধ ইসাসের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত এবং এই যুদ্ধে সহস্ৰ সহস্র পারসিক সৈন্য এবং অর্ষম রেবমিথু অতিজা এবং মিশর দেশের ক্ষত্রপ সবক নিহত হইয়াছিলেন। ৩৩৩ খৃষ্ট-পূর্বাদে পরাজিত হইয় পারস্যরাজ দীর পলায়ন করিলে অ্যালেক্জাণ্ডার টায়ার ও গাজ অবরোধ করিয়াছিলেন এবং ৩৩২ খৃষ্ট-পূৰ্ব্বাবে মিশরদেশ জয় করিয়াছিলেন। ৩৩১ খৃষ্ট-পূৰ্ব্বান্ধে অ্যালেকজাণ্ডার মিশর দেশ হইতে প্রত্যাবর্তন করিলে তৃতীয় দরিয়াবুস সমস্ত • পারসিক সাম্রাজ্যের সৈন্য সমাবেশ করিয়া প্রাচীন নিনিভ লগরের অনতিদূরে অ্যালেক্জাণ্ডারকে বাধা দিতে প্রস্বত হইয়াছিলেন। যে-স্থানে এই যুদ্ধ হইয়াছিল তাহার নাম আরবেল। এই নগর বা গ্রাম,প্রাচীন ও আধুনিক পারস্যদেশের পশ্চিম সীমায় অবস্থিত। গ্রীকৃঐতিহাসিকগণ মুক্ত কণ্ঠে পারসিক সেনার যুদ্ধ*শলের কথা স্বীকার করিয়া" গিয়াছেন A 魏 “প্রভূত সামরিক অন্তদৃষ্টির সহিত মেসোপটেমিয়ার নিকটে श्रीब्रञ्चब्राप्छब्र दूकाचज निर्दिछिंठ श्ब्राझिल " প্রবাসী—বৈশাখ, ১৩৩১ সাহসিকতার সঙ্গিত পিনাক্লস্-নদী অতিক্রম= [ ২৪শ ভাগ, ১ম খণ্ড । “—হেক্টোরিয়ান হিষ্টি অভ দি ওয়াল্র্ড লগুন ১৯৯৭, স্থলুমি ৪, श्रृंछै। १९० ।। “যাত কিছু মুযোগ সুবিধা লাভ করা উহার শক্তিতে সম্ভব রাজা BDBB BBBB BBBS BBBSBBB S BBmSDDDD DD BBB হুবিধার জন্ত রাঙ্গা খুব সাবধানতার সহিত একটি প্রকাও জমি পরিষ্কার করাইয়৷ সমতল করাষ্ট্ৰয় দিয়াছিলেন। এবং যুদ্ধক্ষেত্রের পশ্চাতে সুবেষ্টিত আরবেলানগরে তিনি সামরিক জিনিসপত্র রাখিয়া দেন।' পরবর্তী-কালের আলঙ্করিকগণ সমারোহপ্রিয়তা ও অল্পবুদ্ধিতার জন্ত ডেরায়াকে দ্বিতীয় জেরাকৃসিসের সহিত সানন্দচিত্তে তুলনা করিয়ছেন। কিন্তু ডেরায়াসের এই শেষ• যুদ্ধপরিচালনার অপক্ষপাত বিচার করিলে দেখা যাইবে যে, তিনি উহার মহৎ পূর্বপুরুষের স্বায় হিস্তসূপেসের পুত্র এই নামের সম্পূর্ণ যোগ্য ছিলেন।" . --?. જૂઠ્ઠા ડ=> i , “পারসিকের বাস্তবিক পক্ষে প্রবল আক্রমণু আশঙ্ক। করিয়াছিল এবং স্থার জষ্ঠ প্রস্থতও হইয়াছিল। ডেরায়াস এষ্ট আক্রমণের সম্ভাবন আশঙ্ক| এরূপ করিয়াছিলেন যে বিকালরেল। তিনি সমস্ত সৈন্তকে বুহিবন্ধ করিয়াদাড় করাইয়। সমস্ত রাত্রি তাহাদিগকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করিয় রাখেন । ইহার ফল এই হয় যে, সকালে তাহার নিস্তেজ ও অবসর হইয় পড়ে ; আর তাহদের প্রতিদ্বন্দ্বীরা বেশ সতেজ ও প্রবল হইয় আসে । ডেরায়াস্ নিজে যে যুদ্ধাদেশ লিথাইয়াছিলেন, তাহা যুদ্ধ বধিবার পরে ম্যাসিডোনিয়ানদের হাতে পড়ে। এবং অ্যারিষ্টবুলাস র্তাহার পত্রিকায় তাহ নকল করিয়া দেন ...ডেরায়স সৈপ্তদলের মধ্যভাগে ছিলেন ।” —ঐ, পৃষ্ঠা ৩৯ ও । পারস্যরাজ তৃতীয় দরিয়াবুস কাপুরুষ ছিলেন না, তিনি স্বয়ং আরবেলার যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকিয় সৈন্য পরিচালনা করিয়াছিলেন। তিনি কুইবার যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়াছিলেন বটে, কিন্তু তাহা কাপুরুষতার জন্য নহে । উনবিংশ শতাব্দীতে নেপোলিয়ান বোনাপার্ট ও বিংশ শতাব্দীতে বহু ইউরোপীয় জাতির সেনাপতি বহুবার পলায়ন করিয়াছেন। দরিয়াবুস পলায়ন না করিলে হয়ত তিনি বন্দী বা নিহত হইতেন এবং বিশ্বাস ঘাতক বেসাস র্তাহাকে হত্য না করিলে হয়ত কোন নূতন যুদ্ধক্ষেত্রে অ্যালেক্জাগুারকে পারস্তরাজের সম্মুখীন হইতে झ्झेउ । সে যাহাষ্ট হউক শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত আলেকজাণ্ডার নাটকে গ্রানিকাস, ইসস ও আরবেলা যুদ্ধত্রয়ের নাম নাই। পারস্যরাজ দরিয়াবুস অ্যালেক্‌জাণ্ডার কর্তৃক পারস্য আক্রমণকালে রাজপ্রাসাদে বসিয়া মদ্যপান করিতেছিলেন না, স্বরেন্দ্রনাথের অঙ্কিত দার ইতিহাসের দ্বারা নহেন তিনি এই বাঙ্গালী নাট্যকারের