পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q瓦 সংখ্যা J স্বইস নর-নারীর ধরণ-ধারণ ৬২৫ টেসিনের এক কুটার-শিল্প উৎসাহ ও অধ্যবসায় অল্পকালের ভিতরই প্রযুক্ত হইতে থাকিবে আশা করি। পল্লীসেবাই বলি আর প্রকৃতি-পূজাই বলি অথবা যৌবন-আন্দোলনই বলি সকলের সঙ্গেই শারীরিক শক্তির পীঠস্থানস্বরূপ “কুরট”গুলার ঘনিষ্ঠ যোগ আছে। মান্ধাতার আমলের তীর্থক্ষেত্রগুলায় ভারতসন্তান স্বাস্থ্য-ভোগও করিয়া থাকে। যুবক ভারতকে এখন স্বাস্থ্যতীর্থের জন্যই কতকগুলা বিশিষ্ট কেন্দ্র গড়িয়া তুলিতে হইবে। বাপ-দাদার যাহা করিয়া গিয়াছে একমাত্র তাহ লইয়া সন্তুষ্ট থাকিলেই চলিবে না । ভারতীয় নর-নারীকে বর্তমান যুগের স্বধৰ্ম্ম-মাফিকৃই জীবনের সাড়া প্রকটিত করিতে অভ্যস্ত হইতে হইবে । তাহা হইলেই দুনিয়া বুঝিবে যে ভারতেও জীবন-স্রোত চলিতেছে । ( > ) ভারতের ভিন্ন-ভিন্ন জনপদ-সম্বন্ধে সচিত্র ভ্রমণবুক্তাস্ত আজকাল ভারতীয় পত্রিকার একটা বিশেষ অঙ্গ। ছুটির সময়, কংগ্রেসের সময়, সাহিত্যসম্মিলনের সময় উচ্চশিক্ষিত ভারতসন্তান বিপুল মহাদেশের নানা নগর-পল্লীর প্রাকৃতিক ও সামাজিক ধরণ-ধারণগুলা “, আনিতেছেন । - **প্ৰ" "rs w"--- * و r: