পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিপির মেলা স্ত্রী প্রভাত সাম্বাল আমাদের দেশের নর-নারী গ্রাম্য মেলা বা ঐ শ্রেণীর একখানি ছবির মত দেখায়। এখানে প্রতিবৎসর ४छा9অন্য প্রতিষ্ঠানে বিশেষ আনন্দ-সহকারে যোগদান করিয়া আষাঢ় মাসে একটি মেলা বসে। নিকটবর্তী সমস্ত পাৰ্ব্বত্য থাকেন। ভারতবর্ষের প্রত্যেক প্রদেশেই এরূপ বাৎসরিক গ্রাম হইতে সকল সম্প্রদায়ের লোক এই মেলাতে যোগদান মেলা বসে ৪ জনসাধারণে উৎসব করে। করিয়া আমোদ-আহলাদ করে। ভারতের নানা প্রদেশের লোক এখানে আসিয়া এই উৎসবে যোগদান করে । এই মেলাতে অনেক বিদেশী লোকেরও সমাগম হয় । কতদিন হইতে শিপির মেলার উৎপত্তি হইয়াছে একথা কেহই সঠিক বলিতে পারে না। অনেকে বলেন, যে, গুর্খ রাজত্বের সময় হইতে এই মেলার উৎপত্তি। রাণী রঘুবীর সিংহ, কোটি-রাজ্যের রাজা সিমলা শহর হইতে ৭ মাইল দূরে মাশোবার পাহাড়ের পাদদেশে শিপি নামক একখানি ছোট গ্রাম আছে। একটি পাহাড়িয়া সুন্দরী শিপি কোটি-রাজ্যের পাহাড়ীদের দেবতার নাম । শিপি মেলাতে সমাগত পাহাড়িয়া রমণী উহা হইতেই এই স্বন্দর স্থানটির নামকরণ হইয়াছে। গ্রামখানির প্রাকৃতিক দৃপ্ত অত্যন্ত চমৎকার। চারিদিকে পাহাড়ীর ভক্তিভরে এই দেবতার উদ্দেতে পূজা, বলি ও পাহাড়ের গায়ে এই দেবদারু বৃক্ষ স্বশোভিত গ্রামখানি ঠিক মানসিক দেয় । ৬৩৫