পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেলাতে বালকবালিকাদিগের মৃত্যু একটি ছোট মন্দিরের ভিতর শিপি বিগ্রহ অধিষ্ঠিত । বিগ্রহটি পিত্তল-নিৰ্ম্মিত-দক্ষিণ হস্তে একটি ত্রিশূল ও বাম হস্তে একটি পদ্মফুল। পাহাড়ীর ভক্তিসহকারে এই দেবতাকে অর্ঘ্য প্রদান করে ও মেলায় আসিয়া প্রথমেই এই মন্দিরটি দর্শন করে । এই মন্দিরের পুজারীকে এদেশের রাজা-প্রজা সকলেই সম্মান ও ভক্তি করে । প্রতিবৎসর মেলার সময় রাজা, রাণী ও রাজপরিবারের অন্যান্ত লোক এই মন্দিরে পূজা দিতে আসেন। মন্দিরে এই উপলক্ষে অনেক ছাগ বলি হয়। . পূজা শেষ হইলে পুজারী রাজাকে আশীৰ্ব্বাদ করেন ও তৎপরে তিনি মন্দির-প্রাঙ্গণস্থ একটি সামিয়ানার নীচে আসন গ্রহণ করেন। সেখানে সমবেত নর-নারী তাহাকে অভিনন্দিত করে । \ বালিকার ও মহিলার নানা অলঙ্কারে ও বেশে ভূষিত 4. হইয়া একটি পৃথকৃ স্থানে বসে। তাহীদের নানা রংএর বেশভূষা দূর হইতে রামধন্থর মত দেখায়। পূৰ্ব্বে এই শিপি মেলার বোলন মেলা উপলক্ষে সমবেত নরনারীর মধ্যে বিবাহদির