পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《: সংখ্যা ] দেশ-বিদেশের কথা—বাংলা s و \ SMAMMMAAA SS S SAAAAA SAMMTAMAMAMAMS AMMMAAA S S মত এখনও জানা যায় নাই। অবশিষ্ট কংগ্রেস-কমিটিগুলির মধ্যে কর্ণাটক, যুক্তপ্রদেশ, অঙ্ক, তামিল নাডু, এবং বিহার মহাত্মা গান্ধীকে মনোনীত করিয়াছেন । মোটের উপর গান্ধীর পক্ষে ভোট দিয়াছেন, শ্ৰীমতী সরোজিনী নাইডুকে দিয়াছেন ৮টি এবং ৮টি ভোট দিয়াছেন মিঃ রাজাগোপাল আচারীকে । তার পর লাল৷ লাজপত রায়, কোঙ্গাবেঙ্কটপুর, ডাক্তার মুঞ্জি, সার পি, সি রায়, .ীযুক্ত হ্যামসুন্দর চক্ৰবৰ্ত্তী, বাবু রাজেন্দ্রপ্রসাদ, হস্রত মোহানী, মিঃ সি, এফ, এগুরুজ,পণ্ডিত স্বস্বরলাল ও পণ্ডিত জহরলাল, ডাক্তার কিচ লু. মিঃ বল্লভভাই পটেল, মৌলন সৌকত আলী, ডাঃ আনুসারী, মিঃ প্রকাশম ; শ্ৰীযুক্ত শ্ৰীনিবাস আয়েঙ্গার, দেশবন্ধু দাশ, আব্বাস তারবঙ্গী—ইহঁদের নামও উঠিয়াছে । 鬱 আবার গৌরীশঙ্করে-— “ডেলিমেল” পত্র বলেন, যদি আবখ্যক অর্থসাহায্য পাওয়া যায়, তাহা হইলে ১৯২৫ খৃষ্টাব্দের প্রারম্ভেই গৌরীশঙ্কর-শৃঙ্গে পুনরায় আরোহণের চেষ্ট হইবে । এবার স্বইজারল্যাণ্ড, দেশীয় পৰ্ব্বতারোহণপটু ব্যক্তিগণই এই কাৰ্য্যে নিযুক্ত হইবেন । এই কায্যে প্রধান উৎসাহী যিনি তিনি একজন সুইস্, এবং আল্পস্ পৰ্ব্বত-শুঙ্গে আরোহণ করিয়া তিনি সৰ্ব্বসাধারণের সুপরিচিত। তাহার হিমালয়-আরোহণ সম্বন্ধেও অভিজ্ঞতা আছে । বাছা-বাছা লোককে পথ-প্রদর্শক গ্রহণ করা হইবে ; তাহাদিগের বয়স ৩৫ বৎসরের অনধিক শাহাতে হয়, সে বিষয়ে দৃষ্টি রাখা হইবে । নিশ্বাস-প্রশ্বাসের মুবিধার কারণ এবার অম্লজান সরবরাহের জন্য কোলে। ভারী সরঞ্জাম সঙ্গে লওয়া হইবে না । পৰ্ব্বতারোহীগণ স্থির করিয়াছেন, তাহার ছোট ছোট নলে ঘনীকৃত অম্লজান পুঞ্জিয় লইবেন। যখন নিশ্বাসপ্রশ্বাস কষ্টকর হইবে, তখন উহা পিচ কারী দ্বারা দেহের ঙ্গভারে প্রবিষ্ট করানো হইবে। একেই বলে জীবিত জাতির অদম্য উৎসাহ । হিমালয়পেীfছয় ক্লোনো বৈষয়িক লাভ নাই; কিন্তু দুৰ্গম পথ উল্লঙ্ঘন করিয়৷ প্রকৃতির সহিত যুদ্ধে জয়ী হইয়া সঙ্কল্পিত লক্ষে উপনীত হওয়ার সফলতাই পরম লাভ ও পুরস্কারের চরম পুরস্কাঃ ! লশলক্ষ টাকা দান— বোম্বাঙ্গ প্রেসিডেন্সর মুসলমান ছাত্রেরা যাহাতে বিদেশে গিয়৷ fচকিৎসা দর্শন প্রাচীন ইতিহাস আরব সাহিত্য ব্যবস। বাণিজ্য প্রভৃতি BBm SggBKB BBB BB KKB BBB BBBB BBBB BB ফজলভাই করিমভাই; স্তার করিমভাই এবং ভাই কামুভাই নুরমহম্মদ জিরাজভাই পীরভাহ শিক্ষা সম্বন্ধীয় টাষ্টের পক্ষ হইতে বোম্বাই বিশ্ববিদ্যালয়েশ{৭লক্ষ টাক। দান করিয়াছেন। লোকমান্তের মূৰ্ত্তি প্রতিষ্ঠা— পুণা-সহরে পরলোকগত লোকনান্ত তিলকের একটি প্রতিমূৰ্ত্তি স্থাপিত হইয়াছে। স্থানীয় মিউনিসিপ্যাল মাকেটের সম্মুখে এই প্রতিমূৰ্ত্তি স্থাপণ করাইয়াছেন। পণ্ডিত মতিলাল নেহরু উহার আবরণ "ন্মোচন করিয়াছেন। ইতিপূর্বে গবর্ণ মেটে হইতে এই মর্শ্বে এক iণমেধাজ্ঞ। জারি করা হইয়jছল যে এই উদ্দেষ্ঠে মিউনিসিপ্যালিটার এক কপদকও কেহ ব্যয় কৰিতে পারবে না। তার পর শিল্পীষ্ণে এইজস্য অগ্ৰিম ষে ছয় হাজার টাক। দেওয়া হইয়াছিল, তাহ আদায় করিবার প্ৰস্তও আদালতে এক মামূল রাজু করা হইয়াছিল। এই-সকল প্রতিবন্ধক থাকা সত্ত্বেও মিউনিসিপ্যালিটি যে এই মৰ্ম্ম মূৰ্ত্তিটা প্রতিষ্ঠিত ১৬টি কমিটি মহাত্মা • করিয়াছেন তাহাতে তাহাদের সৎসাহসের যথেষ্ট পরিচয় পাওয়া গিয়াছে । দশসহস্ৰাধিক লোক সমবেত হইয়া লোকমাস্তের স্মৃতি পূজা করিয়াছে। ইহাব পথ পণ্ডিতজী তিলক-মেমোরিয়াল হলের ভিত্তি স্থাপন করিয়াছেন । বিশ্ববিদ্যালয়ে দান— এম্প্রেসূ স্বদেশী মিলস এবং আহমদাবাদ অ্যাডভান্স মিলসের পক্ষে মেসাস টাটা এও সনস নাগপুর-বিশ্ববিদ্যালয়-ভবন নিৰ্ম্মাণের জন্তু ১ লক্ষ টাকা প্রদান করিয়াছেন। কার্য্যকারী কাউন্সিল দাতার এই দান সাগ্রহে গ্ৰহণ করিয়া ভবনটির নামকরণ জম্শেদ নসরওয়ানজী টাটার নামে করিবেন বলিয়৷ মত প্রকাশ করিয়াছেন। বিশ্ববিদ্যালয়ে সামরিক শিক্ষা— • I ডাক্তার পরাঞ্চপে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সিনেটে বিশ্ববিদ্যালয়ে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করিবার জন্ম একটি প্রস্তাব তুলিবেন : ঐ প্রস্তাবের একটি সংশোধন প্রস্তাবও উপস্থিত করা হইবে। তাহার মৰ্ম্ম এই—বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অধীনে যে-সকল আর্ট কলেজ আছে, সেগুলির ফীষ্ট ইয়ারের ছাত্রদের পক্ষে শরীরচচ্চ। বাধ্যতামূলক করা হউক। লক্ষ টাকা দান— ময়ূরভঞ্জ ষ্টেটের সামস্তরাঞ্জ লেফটেনাণ্ট পূর্ণচন্দ্ৰ ভঞ্জ দেও কটকের র্যাভেন্স কলেজের ল্যাবরেটারীর উন্নতির জন্তে বেহার ও উড়িষ্য গবনু মেন্টের শিক্ষামন্ত্রীর হাতে ১,• •,• • e টাকা দান করিয়াছেন। ল্যাবরেটারীর নাম ‘ময়ূরভঞ্জ ল্যাবরেটারী" রাখিতে হইবে। রায় বাংলার কথা কলিকাতার সাময়িক পত্রিক।– কলিকাতা ও উপনগরে ৩১ খান দৈনিক, ৩ থাfন অৰ্দ্ধ-সাপ্তাহিক, ৭• খানা সাপ্তাহিক, ১৫ থানা পাক্ষিক, ১৭৭ মাসিক, ২৭ খান ত্রৈমাসিক, ১ খন অৰ্দ্ধ-বাৎসরিক ও থান বাৎসরিক পত্রিক গত বছর ছাপা হয়েছে । গোট কলকাতায় ছাপাখানা আছে ৬০ • । --বেকালা নুতন আইন--- উকিলরা হাইকেটে অরিজিনেল সাইডে মোকৰ্দমা দায়ের কবৃতে পারবেন কি না, এসম্বন্ধে বিবেচনা করবার জন্ম বার-কমিটি লীমক একটি কমিটি নিযুক্ত করা হয়েছিল । এতদিন এ অধিকার ব্যারিষ্টারদের একচেটে ছিল। বার-কমিটির রিপোর্ট বিবেচনা করে হাইকেট থেকে নিম্নলিখিত আইন করা হবে স্থির হয়েছে— 魯 ভকিল কিম্ব এটর্ণি, যারা অন্ততঃ ১০ বৎসব যাবত কাজ করে, আসছেন, তার। এই অধিকার পাবেন । হাইকোর্টের উকিল যাদের কাজ ১০ বৎসব পুর্ণ হয়নি, উর বিশেষ একটা পরীক্ষায় উত্তীর্ণ হ’লে এই অধিকার পাবেন । হাইকোর্টের এটর্শিদের ১• গ্লুৎসর কাজ পূর্ণ হয়ে থাকলে পরীক্ষাবোর্ডের সেক্রেটারীর নিকট হতে এই মৰ্ম্মে সার্টিফিকেট আনুক্তে হবে যে, তাদের ব্যবসা-আইন-সম্পকে যথেষ্ট জ্ঞান আছে।