পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8"לט\ প্রবাসী—ভাদ্র, ১৩৩১ [ २8न उोभ, *य थ७ BB BBBB BBB BB BBBS BB BB BBB ACS BBBB SBBB S BBBBB BBBB BBBBB BB BBBDD BBBB পূৰ্ব্বে পৰ্য্যন্ত এদেশের জনসাধারণের অজ্ঞাত ছিল। ইংরেজ গবর্ণমেন্টইহাদের স্বষ্টি করিয়াছেন, এবং হিন্দুরা তাহার পসার বৃদ্ধি করিয়া দিয়াছেন—বাকুগিরি ও বাহাদুরীর দ্বারা তাঁহাকে জনসাধারণের লোভনীয় করিয়াছেন। হিন্দুসমাজের আভ্যন্তরীণ শোচনীয় অবস্থা ধাহারা চিন্তা করেন ওঁছার মুক্তকণ্ঠে বলেন এই মোহাবৰ্ত্তে পড়িয়াই হিন্দুর মনুষ্যত্ব হারাইতে বসিয়াছে, জাতিকে ধ্বংস এবং পূৰ্ব্বপুরুষের পুণ্য ও ঐশ্বৰ্য্যপূর্ণ বসতিস্থানকে শ্মশানে পরিণত করিয়াছে । সুতরাং যাহার চাকরীর মজা বুঝে নাই তাহারী কিছুদিন বুৰুক, হিন্দুসমাজের তাহাতে ক্ষুব্ধ হইবার কোন কারণ নাই। যে-সমাজের দুষ্টসহস্রাধিক গ্রাজুয়েট প্রতিবৎসর বিশ্ববিদ্যালয় হইতে বাহির হইয় অন্নসংস্থানের পথ খুজিয়া পার ন, সেই সমাজ ২৫৩-টি চাকরীর জন্য কেন ব্যাকুল হইবে ? মুসলমানসমাজকে বলিব,—বাপু হে, তোমরাও সাবধান থাক, চাকরীর মোহে फ़ैिलांशंद्र ह३७ न । --জ্যোতি সহবাস-সম্মতি আইন— গত মঙ্গলবার কলেজ স্কোয়ারস্থ বৌদ্ধবিহারে ডাঃ গৌড়ের প্রস্তাবিত সহবাস-সন্মতি বিলের প্রতিবাদ করার জন্ত একটি সঙ্গ হইয়া গিয়াছে। সভায় অনেকেই এইরূপ অভিমত প্রকাশ করেন যে, প্রস্তাবিত বিল হিন্দুধর্গের পরিপন্থী। বিলটির তীব্র প্রতিবাদ করিয়া সভায় একটি প্রস্তাব গৃহীত হইয়াছে। - —আনন্দবাজার-পত্রিকা উদ্ধারাশ্রম— কলিকাতার পতিতা রমণী ও বালিকাদের জন্য “উদ্ধারাশ্রমের’ যে কত গুরুতর প্রয়োজন, সে-কথা-আমর ইতিপূৰ্ব্বে বলিয়াছি। রাচি হইতে শ্ৰীমতী স্বপ্রভা সরকার ও ক্রযুক্ত মহেন্দ্রনাথ সরকার এ-সম্বন্ধে একটি সুন্দর প্রস্তাব করিয়াছেন। তাহার বলিতেছেন যে, প্রাতঃস্মরণীয় মহাপুরুষ বিদ্যাসাগরের বসতবাটী এখনও ঋণমুক্ত হয় নাই ; হিন্দুস্থান ইনশিওরেন্স কোম্পানী ৭০ হাজার টাকায় উহা কিনিয়া রাখিয়াছেন। যদি বাঙ্গালী জাতির পক্ষ হইতে অবিলম্বে ৭০ হাজার টাকা তুলিয়া আমরা ঐ বাড়ী ঋণমুক্ত করিতে পারি এবং সেখানে বিধবা-ভবন ও ও উদ্ধারাশ্রম স্থাপন করি, তবেই বিদ্যাসাগরের উপযুক্ত স্মৃতিরক্ষা করা হইবে । বাঙ্গালী জাতি কি এই প্রস্তাবে কর্ণপাত করিবে না ? আমরা কেবলই কথা বলি ও বক্তৃতা করি, কিন্তু কোন একটি ভাল কাজই আমাদের দ্বারা হয় না। শুনিতে পাই, বাঙ্গলা দেশে বহু বিদ্যাসাগরভক্ত আছেন , কিন্তু কার্য্যে তাহার ত কোন লক্ষণ দেখিতেছি না। —আনন্দবাজার-পত্রিকা নারী-নিৰ্য্যাতনের বিরুদ্ধে নমঃশূদ্র – সহযোগী স্বরাঞ্জ জানাইতেছেন, কিছুদিন পূৰ্ব্বে বিক্রমপুরের মধুমণ্ডলের কস্তাকে কতগুলি দুৰ্ব্বত্ত মুসলমান জোর করিয়া ধরিয়া লইয়া যায়। ইহার কিছুদিন পরে গ্রামের লোকসমুহ অনেক খোজের পর মেয়েটিকে উদ্ধার করে। মুন্সীগঞ্জ আদালতে ইহা লইয়া মোকদ্দমা চলিতেছে । কিন্তু ইতিমধ্যে গত ৩য় আষাঢ় রাত্রি প্রায় সাড়ে বারোটার সময় ৪-৫ - জন মুসলমান জোট করিয়া মধু মণ্ডলের কস্তাকে জোর করিয়া লইতে আসে । কিন্তু মাত্র সাত জন নমঃপূত্র সেই ৪ e|৫৪ জন মুসলমানকে হটাইয় দেয়। এবং এতগুলি দুৰ্ব্বত্তেয় সঙ্গে লড়াই করিয়া একজন মুসলমানকে বাধিয়া রাগে। এই ব্যাপারটি লইয়াও মামলা প্রশংসনীয়। এই নমঃপূত্ৰ-সমাজই এখনও হিন্মু-সমাজের প্রকৃত বাহুবল। তাহদের শৌর্য্য বীর্য এখনও বিলাস-বাসনে জরাগ্রস্ত হয় নাই। অথচ আত্মাভিমানী অকৰ্ম্মণ্য হিন্মু-সমাজের নিকট এখনও ইহায় পতিত । সমাজে ইহাদের স্থায্য প্রাপ্য স্থান দিবার মতো উদারত সঞ্চয় করিতে আমাদের সমাজপতিবা এথনো কুষ্ঠা বোধ করেন। এই ব্যাপারেও কি উহাদের চক্ষু খুলিবে না ? —বরিশাল-হিতৈষী তুলার কলে উৎপন্ন জিনিস— গত এপ্রিল মাসে ভারতে মোট ৫৫ • • • • • • পাউও স্বতা ও ৩s •••••• পাউও ওজনের কাপড় তৈয়ার হইয়াছে। গত বৎসর এই মাসে যথাক্রমে ৬১•••••• পাউণ্ড ও ৩৯•••••• পাউণ্ড হইয়াছে। স্বতরাং বৰ্ত্তমান বৎসর স্থতার কমৃতি শতকরা ১০-১৬ ও কাপড়ের কমৃতি শতকরা ১১ হইয়াছে। e গত ১৯২৩ সনেয় সেপ্টেম্বর হইতে ১৯২৪ সনের জানুয়ারী পর্য্যন্ত ৫ মাসে ২৮৫•••••• পাউণ্ড স্থত ও ১৯৮•••••• পাউণ্ড কাপড় তৈয়ার হইয়াছে। এবং তাহার পূর্ব মসুমের ঐ ৫ মাসে ৩•••••••• পাউণ্ড, স্বতী ও-১৭২• • • • • • পাউণ্ড ওজনেৰ কাপড় হইয়াছে। ১৯২৩ সনের এপ্রিল হইতে ১৯২৪ সনের জানুয়ারি পর্য্যন্ত ১• মাসে ৫৭৪• • • • • • পাউণ্ড স্থতা ও ৩৫১ •••••• পাউণ্ড ওজনের কাপড় উৎপন্ন হইয়াছে। ঐ ১ - মাসে ভারত হইতে সমুদ্র-পথে বিদেশে প্রায় ৩৫ • • • • • • পাউণ্ড এবং তাহার পূর্ববৰ্ত্তী দুই wocz q«ĦgFox ® • • • • • • • & %> • • • • • • পাউণ্ড ওজনের সূতা বিদেশে গিয়াছে। বিধবা-বিবাহ— ত্রিপুর জিলার কুমিল্লা অঞ্চলে পোঃ জাফরগঞ্জ, ফুলতলী বিধবাবিবাহ-সমিতির উদ্যোগে নিম্নলিখিত কয়েকটি বিধবা-বিবাহ সম্পন্ন হইয়াছে। প্রত্যেক বিবাহেই ব্রাহ্মণ ও ভদ্রমওলী উপস্থিত থাকিয়া যোগদান ও আশাতীত উৎসাহিত করিয়াছিলেন। সকল বিবাহেই বিধিমত ক্রিয়া-কলাপ সম্পন্ন হইয়াছে। বিধবা-বিবাহের জোর প্রচলন-হেতু আমরা সমিতির পক্ষ হইতে স্বরমী-উপতাকাবাসী প্রত্যেক হিন্দু নরনারীর সাহায্য ও যাহাতে শ্ৰীহট্টেও একটি সমিতি স্থাপিত হইতে পারে, তদ্ধেতু বিখ্যাত'জনশক্তি-পত্রিকার সাহায্যে উৎসাহ আকর্ষণ করিতেছি। গত ১৪ই ফাল্গুন তারিখে কায়স্থ মধ্যে তিনটি : ২৯শে ফান্ধন একটি ও ৮ই জ্যৈষ্ঠ একটি। ২৯শে ফাল্গুন তারিখে শীল মধ্যে একটি : ২৩শে জ্যৈষ্ঠ একটি, ও ১৫ই আষাঢ় একটি, ২৩শে জ্যৈষ্ঠ নাথের মধ্যে তিনটি। ইহার কিছুদিন পূৰ্ব্বে ব্রাহ্মণের মধ্যে একটি। মোট ১২টি বিধবা-বিবাহ সম্পন্ন হইয়া গিয়াছে। * ঐকামিনীমোহন চক্ৰবৰ্ত্তী ফুলতলী বিধবা-বিবাহ-সমিতি, ত্রিপুরা। —জনশক্তি স্থতার কলে উৎপন্ন জিনিস– গত ফেব্রুয়ারীমাসে ভারতের কলগুলিতে মোট ২৯• • • • • • পাউণ্ড, ওজনের স্বতা ও ২৪ • • • • • • পাউণ্ড ওজনের কাপড় তৈয়ার হইয়াছে। তৎপুর্ব বৎসরের ঐসময়ে যথাক্রমে ৫৪• • • • • • ও ৩২•••••• পাউণ্ড, হইয়াছে। অর্থাৎ উৎপন্ন হুতা শতকরা ৪৬ ও কাপড় শতকরা ২৪ কম হইয়াছে। ১৯২৩ সনের সেপ্টেম্বর হইতে ১৯২৪ সনের ফেব্রুয়ারী পর্য্যস্ত ৬ মাসে মোট ৩১৪• • • • • • পাউণ্ড স্থতা ও ২২২• • • • • • পাউণ্ড কাপড় প্রস্তুত হইয়াছে। তৎপূর্ব বৎসরে ঐসময়ে যথাক্রমে ৩৫৪••••••