পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ›8 এবং তাছাদের স্ত্রী-পুত্র-কন্যাদের ঘোর দুঃখে লর্ড রা অভিভূত হইয়া পড়িয়াছেন। যদি সিবিলিয়ানদের বেতন আরও বাড়াইয়া দেওয়া হয়, যদি তাহাদিগকে আরও শীঘ্র শীঘ্র ছুটি লইয়া মধ্যে মধ্যে ভারতীয় প্রজাদের প্রদত্ত জাহাজ-ভাড়ায় বাড়ী যাইতে দেওয়া হয়, তাহা হইলে এই দুঃখের অবসান হইবে। নতুবা নহে । ইংরেজদের মুখে বরাবর যেমন নিজেদের প্রশংসা শুনা যায়, লর্ড-সভায় এবারও তেমনি শুনা গিয়াছে । অধিকন্তু ইংরেজরা যেমন বরাবর বলেন, যে, তাহারা কেবল ভারতবর্ষের কোটি কোটি লোকদের কল্যাণার্থ, বিশেষতঃ -নিম্ন-শ্রেণীর লোকদের কল্যাণার্থ, এদেশে বহু কষ্ট সহ করিয়া কাজ করেন, এবারও তাহ নানা মুথে ব্যক্ত হইয়াছে । এইজন্য আমাদিগকে জিজ্ঞাসা করিতে হইতেছে, যে, যদি তোমরা মানব-হিতৈষণ-বশতঃই এদেশে আসিয়। বাস কর, তাহা হইলে ক্রমাগত “টাকা, টাকা, টাকা, চাই টাকা” এই রব কেন উখিত হয় ? তোমাদের দেশের লোকদেরই দৃষ্টান্ত গ্রহণ কর । যে-সব ইংরেজ খৃষ্টীয় মিশনারী এদেশে কাজ করেন, তাহারা সিবিলিয়ানদের চেয়ে কম বেতন বরাবরই পাইয়া আসিতেছেন, এবং র্তাহারা অনেকে সিবিলিয়ানদের চেয়েও দুর্গম অখ্যাত ও সঙ্গী-বিহীন জায়গায় কালঘাপন করিয়া থাকেন। র্তাহারা বলেন, যে, তাহারাও ভুরত হিতৈষী ; সিবিলিয়ান ও র্তfহাদের গুণ-গায়কর বলেন, ধে, সিবিলিয়ানরা ও ভারতহিতৈষী । আমরা প্রত্যেকের কথাই সত্য বলিয়া ধরিয়। লইতেছি । তাহা ধরিয়া লইয়া দেখিতেছি, যে, একদল ভারত-হিতৈষী কম বেতনে ভারতবর্ষে স্বস্থ শরীরে কাজ করেন, এবং তাঙ্গাদের মধ্যেও খুব বিদ্বান ও কায্যক্ষম লোক আছেন ; আর একদল লোক বরাবর খুব বেশী টাকা পাইযা আসিতেছেন, অথচ তাহারা ক্রমাগত আবও বেশী টাকা ৪ বিধার জন্য চেচাইতেছেন। পাদরীদের মধ্যে অল্প লোক ভারতবযের রাজস্ব হইতে বেতন পান ; বাকী সকলের টাকা তাহাদের নিজের নিজের দেশ হইতে আসে—আবঙ্গ তাহাও হয় ত অনেকাংশে পরোক্ষভাবে ভারতবর্য হঠতে আহত । সিবিলিয়ানদের টাকা সমস্তই ভারতবযের রাজস্ব ইহঁতে প্রাপ্ত । সেইজন্য আমাদের বোধ হয়, যে, আমাদের , টাকায় যাহার। আমাদের কল্যাণ-সাধন করিতে চায়, তাহাদের হিতৈষণ ও কার্য্যকারিতার মাপকাঠি ক্রমশঃ অধিকতর টাকার জন্য চীংকার । ইহাও হইতে পারে, যে, যেহেতু ভারতীয় শাস্ত্রে লেখা আছে, "অর্থমনথং ভাবয়ু নিতম্” অর্থকে নিত্য অনর্থ বলিয়া ভাবিবে”, সেইজন্য আমাদের পরম হিতৈষী সিবিলিয়ানেরা ও তাহাদের বন্ধুরা অর্থরুপ অনর্থের বোঝ। আমাদের স্কন্ধ হইতে নামাইয়া নিজেদের স্কন্ধে প্রবাসী—ভাদ্র, ১৩৩১ ૨8ન છાશ, ૪ ૧૭ লইতে সৰ্ব্বদাই ব্যগ্র । কারণ, এই অনর্থ হইতে নিষ্কৃতি পাইয়া আমরা যত দরিদ্র হইব, ততই আমাদের মঙ্গল হুইবে । লর্ড উইন্টার্টন এশিয়াটিক রিভিউ কাগজে সিবিলিয়ানদের কার্য্যকারিতার প্রশংসা শতমুখে করিয়াছেন ; বলিয়াছেন, যে, ব্রিটিশ কৰ্ম্মচারীদের মত কৰ্ম্মদক্ষ ও কৰ্ম্মিষ্ঠ কৰ্ম্মচারী অন্য কোন দেশে নাই ; তাহারা একেবারে “আনিম্পৗচেবল্‌" অর্থাৎ অনিন্দনীয় এবং “ইম্পেকেবল” অর্থাৎ নিষ্পাপ নিখুত । এ-বিষয়ে পরে কিছু বলিব । লর্ড-সভায় অনেক বক্তাও তাহাদের জাতভাই সিবিলিয়ানদের “এফিসিয়েন্সীর” খুব প্রশংসা করেন । “এফিসিয়েন্সীর” মানে ফলোৎপাদকতা, এবং “এফিসিয়েন্ট” এর মানে কাৰ্য্যকারী, কাৰ্য্য-তৎপর, কর্মিষ্ঠ ইত্যাদি। ইংরেজরা বলেন, ভারতীয়ের এফিসিয়েণ্ট, নহে, তাহারা নিজে খুব এফিসিয়েণ্ট , এবং তাহাদের এফিসিয়েন্সী অতুলনীয় । এফিসিয়েন্সীর মানে যখন ফলোৎপাদকতা, তখন উঠার পরিমাণ নির্ণয় করিতে হইবে উৎপন্ন ফলের छ्ॉ३ ।। এই ফল ইংরেজরা চান এক রকম, আমরা চাই আর এক রকম । স্বতরাং সিবিলিয়ানরা নিজেদের ও র্তাহাদের স্বদেশবাসীদের বিবেচনায় খুব এফিসিয়েণ্ট হইলেও আমাদের বিবেচনায় তাহার এফিসিয়েণ্ট নহেন । ই-রেজরা এদেশে আসিয়াছিলেন, টাকার জন্য, এবং এখনও আছেন প্রধানতঃ টাকার জন্য । তাহার ধে ক্ষমতা ও প্রভুত্ব চান, তাহার মাদকতা লোভনীয় হইলেও”বস্তুত: তাহা ও তাহারা চান টাকার জন্য । ভারতবর্ষের উপর রাজনৈতিক প্রভুত্ব থাকাতে র্তাহারা কেবল যে বড় বড় এবং অনেক মাঝারি ও ছোট চাকরীর বেতনগুলি পান, তাহা নহে ; ভারতবর্ষের শিল্প-বাণিজ্যও খুব বেশী পরিমাণে র্তাহণদের হাতে থাকায় তাহারা প্রভূত ধনশালী হন । রাজশক্তি হাতে থাকিলে যে বাণিজ্যের সুবিধা কত বেশী হয়, তাহার বিস্তর দৃষ্টাস্তের মধ্যে একটি দুষ্টাও দিতেছি । চীন ভারতবর্ষ অপেক্ষ বড় দেশ এবং উহার লোক-সংখ্যাও ভারতবর্ষ অপেক্ষা বেশী । কিন্তু চীন ইংরেজের অধীন নহে, ভারতবর্ষ ইংরেজের অধীন। ইহা মনে রাখিয়া উভয় দেশে বিলাত হইতে কত টাকা মূল্যের জিনিষ আমদানী হইয়া থাকে, তাহ দেখুন। এই অঙ্কগুলি ১৯২৩ সালের ষ্টেটুসম্যানস ইয়্যার বুক্‌ হইতে গৃহীত। ১৯২০-২১ সালে ( অর্থাৎ ১৯২০এর ১লা এপ্রিল হইতে ১৯২-এর ৩১শে মার্চ পৰ্য্যন্ত এক বৎসরে ) বিলাত হইতে ভারতবর্ষে দুইশত চারি কোটি উনষাট লক্ষ উননব্বই হাজার ছয় শত ষাট টাকার জিনিষ আসিয়াছিল ; " ১৯২১ সালে বিলাত হইতে চীনে চুয়াল্লিশ কোটি আটানব্বই লক্ষ ছয় হাজার