পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] মণিহার 제 ৭৭৫ বিনয় দাড়াইয়া আছে। একটুখানি অপ্রস্তুত হইয়া বলিল, “আপনি কখন এলেন, দেখতে পাইনি ত ?” f বিনয় হাসিয়া বলিল, “চুপিচুপি এসে আপনাদের ইণ্টাংেষ্টিং আলোচনাটা শুনে নিলাম। আপনার বুঝি ধারণা হ’য়ে গিয়েছে, যে, আপনি ভয়ানকরকম স্থবির হ’য়ে পড়েছেন ?” کار হিমানী বলিল, “হঁ্য, তিনশ মেয়ে মিলে’ প্রতিদিন শ্রদ্ধা-ভক্তির আতিশয্যে আমাকে একেবারে বাৰ্দ্ধক্যের গণ্ডীতে পৌছে দিয়েছে।” হঠাৎ শোনা গেল ফুলের ঝাড়ের ওপাশ হইতে কাহারা যেন কথা বলিতেছে । হিমানী চিনিল একটি কণ্ঠস্বর মৃণালের, আর একটি কাহার সে ঠিক বুঝিতে পারিল না । তখন অন্ধকার বেশ ঘন হইয়া আসিয়াছিল। পত্র পুষ্পের অন্তরালে কেহ যে অন্ত কাহাকেও দেখিতে পাইবে, তাহার বিশেষ সম্ভাবনা ছিল না। শোনা গেল, মৃণাল বলিতেছে, “হ্যা, ভাই । জিনিষটা সকলেরই খুব পছন্দ হয়েছে। অনেকেই ঠিক করেছে এইরকম এক:একটা গড়াবে। তা বলকাতায় ঠিক এমনিটি হওয়া শক্ত, যা না ছিরির সব এখানকার স্যাকুরাগুলি!” তাহার সঙ্গিনী বলিল, “তবু একবার চেষ্টা করে’ দেখব। আর কে-কে গড়াবে বললে ?” মৃণাল বলিল, “এই মুকুল, রম, হিমানী—” বাধা দিয়া তাহার সঙ্গের মেয়েটি বলিল, “হিমানী ! ওদের গুঠিকে বেচলেও যে ওর দাম উঠবে না। বামন হ’য়ে চাদ ধৰ্ববার সব আশা!” হিমানীর মনটা যেন অপমানের আঘাতে মূচ্ছিত হইয়া আসিল । তাহার সামান্য ঠাট্টার কথাটাকে উপলক্ষ্য করিয়া এত বড় আঘাতের অস্ত্র যে রচিত হইতে পারে, তাহা আগে কেন সে ভাবিয়া দেখে নাই ? আর শেষে বিনয়ের সাম্নেই তাহাকে এমন কথাটা শুনিতে হইল! এই দারিত্র্যের লাঞ্ছনা কি চিরজীবন তাহাকে অমুসরণ করিয়ািৈক্ষnব অল্পক্ষণ আগেই এই পৃথিবী .তাহার চোখে পূর্ব স্বন্দরই ঠেকিতেছিল! হঠাৎ যেন তাহ ८धडशूद्रौव्र भाऊ छौष* श्ब्रां ऊँटैिन । বিনয় বুের্গর দাড়াইয়া দাড়াইয়া সঙ্কোচ ও অস্বস্তিতে ঘামিয়া উঠিতেছিল। অনেক কষ্টে সে বলিল, “চলুন, ভিতরে যাওয়া যাক। বেশীক্ষণ ভিজে ঘাসের উপর বেড়ালে আপনার অম্লখ করবে।” হিমানী বলিল, “থাক, আর ভিতরে যাব না। একটু যদি খোকাকে ডেকে দেন ত বাড়ী যাবার চেষ্টা দেখি।" বিনয় অমিয়র সন্ধানে চলিল। হিমানীর তখন বুক ফাটিয়া কান্না আসিতেছিল, সে কোনোপ্রকারে নিজেকে সাম্‌লাইবার চেষ্টা করিতে লাগিল । অল্পক্ষণের মধ্যেই অমিয় বিনয়ের সঙ্গে আসিয়া ইঞ্জির হইল। বলিল, “খেয়ে-দেয়েই অমূলি দৌড় মায়ূবার চেষ্ট। একটু যে আডডী দেব, তারও জো নেই তোমার জালায় এখুনি যেতে হবে ?” -Μ. হিমানী বলিল, “আমায় পৌছে দে, তার পর ফিরে এসে আবার আডড দিস *

  • ই্যা, তা নয়ত আর কিছু! চল ।* বলিয়া মুগ্ধ হাড়ি করিয়া অমিয় চলিতে আরম্ভ করিল। বিনয় আহাদেয় সঙ্গেই চলিল । -

বাড়ীর দরজার কাছে আসিয়া বিনয় বলি, “আ:ি কাল-পরশুর মধ্যেই একবার আসব।” . হিমানী অস্ফুটকণ্ঠে বলিল, “আচ্ছা।” ( e ) মৃণালদের বাড়ীতে নিমন্ত্রণের পর প্রায় একমাস কাটিয় গিয়াছে । হিমানী বারাণ্ডায় দাড়াইয়া স্থির করিতে চেষ্ট্র করিতেছিল, যে, তাহার ভিজা কাপড়গুলা এখানে মেলিয় দেওয়া চলে কি না বৃষ্টি তখনও আরম্ভ হয় নাই, কি আকাশ মেঘাচ্ছন্ন । পিছন হইতে অমিয় ডাকিয়া বলিষ্ট "দিদি, আমায় একটা টাকা দেবে ?” হিমানী বলিল, “রোজ রোজ টাকা কোথায় পাব এই ত পরশুদিয়েছিলাম, আজ আবার কি কবি টাৰ निएग्न ?” 鬱 “সেদিনকার টাকা ত তোমার বন্ধুর সেবাতে উড়ে গিয়েছে। আজ আমার ক্লাশের ছেলেরা বায়স্কোপে যাঙ্গে তাদের সঙ্গে যাব ।* * ... * * * r * -

  • . ادب: :* - . তাহার শেষের কথাষ্ট্ৰী ट्रि-बारे पिन