পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় শ্ৰী হরিহর শেঠ Sg BBB BBB BB BB BB DDD BB BBB BBB BBB BBS BBB BB BBB B BB BBB BB BDDD জানা থাকিলে, অনুগ্রহপূর্বক তাহা যদ্যপি লেখককে চন্দননগর ঠিকানার জানান, তাহা হইলে উপকৃত ও বাধিত হইব। ] ge** পত্র ও পত্র-সম্পাদক চন্দননগরে কোন সময়ে একত্রে দুই-চারিখানি সংবাদপত্র বা অন্ত সাময়িক পত্র প্রকাশিত না হইলেও বহুকাল হইতে এখানে কোন না কোন সংবাদপত্র আছেই। এখানকার প্রজাবন্ধু এক সময়ে খ্যাতনামা সাপ্তাহিক ছিল। উহা ১৮৮২ - খৃষ্টাব্দে স্বৰ্গীয় তিনকড়ি বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দ্বারা প্রতিষ্ঠিত ও সম্পাদিত হইয়া তাহার কয়েকটি বন্ধুর সহায়তায় প্রথম প্রকাশিত হয়। উহার পূৰ্ব্বে এখানে আর কোন বাঙ্গালা কাগজ বাহির হইয়াছিল বলিয়া জানা যায় না। উহাতে স্পষ্ট ভাষায় রাজনৈতিক আলোচনা ও বুটশ শাসনের তীব্র সমালোচনা প্রকাশ করা হইত। কয়েক বৎসর প্রকাশের পর বুটশ গভর্ণমেণ্ট কর্তৃক বুটশ ভারতে উহার প্রচার বন্ধ হওয়ায় উহা উঠিয়া যায়। উহা ব্যাস-প্রেসে মুদ্রিত হইত। . o প্রজাবন্ধুর প্রায় সমসাময়িক “স্বরভি ও পতাকা’-নামে একখানি সাপ্তাহিক পত্র কলিকাতায় প্রকাশিত হইত। প্রজাবন্ধু উঠিয়া যাওয়ার পর তিনকড়ি-বাবুর চেষ্টায় উহ! চন্দননগরে স্থানান্তরিত হইয়াছিল। কিন্তু অধিক দিন প্রকাশিত হয় নাই। এই পত্রিকা শেষে হিতবাদীর অঙ্গীভূত হইয়াছিল। প্রজাবন্ধু-সম্পর্কে তিনকড়ি-বাবুর উৎসাহ সৎসাহস ও ত্যাগ-স্বীকার প্রশংসনীয়। তিনি কলিকাতায় শিক্ষা-বিভাগে কৰ্ম্ম করিতেন ; প্রজাবন্ধুর প্রচার-বন্ধের সহিত র্তাহার ঐ পদচ্যুতি ঘটে। প্রজাবন্ধু-পরিচালন-কালে তিনি যেরূপ নিৰ্ভীকতার

  • ১৩৩০ সালের ২৫ শে অগ্রহায়ণের 'দৈনিক বসুমতী’তে লিখিত হইয়াছে ১৮৮৮৮১ সাল।

সহিত গভর্ণমেণ্টের কাৰ্য্যের সমালোচনা করিতেন, তাহা তৎকালে অনুপম ছিল। র্তাহার রচিত গ্রন্থের কথা স্থানান্তরে বলা হইবে । প্রজাবন্ধুর পর ধূমকেতু,’ ‘বঙ্গবন্ধু,’ ‘চন্দননগরপ্রকাশ, ‘বঙ্গপ্রভা, হিতসাধিনী, বাহক’ ও ‘মাতৃভূমি’ নামক পত্রগুলি প্রকাশিত হইয়াছিল। উহার মধ্যে কয়েকখানি খুব অল্পকাল মাত্র জীবিত ছিল। বঙ্গপ্রভা সংবাদপত্র নহে, উহা মাসিক পত্রিকা ; ১২৯৮ সালের বৈশাখ মাসে উহা প্রথম প্রকাশিত হয় ; অদ্বৈত-প্রেস হইতে মুদ্রিত হইয়া বিপিনবিহারী কোলের দ্বারা প্রকাশিত হইত। স্বাস্থ্য-সখী’-নামক স্বাস্থ্য-বিষয়ক একখানি ক্ষুদ্র মাসিক-পত্রিকা ১৩০৮ সালে কয়েক সংখ্যামাত্র চুচুড়ার ঘোষ-গ্রেসে ছাপা হইয়া প্রকাশিত হইয়াছিল। উহার সম্পাদক ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ঐযুক্ত গগনচাদ নন্দী। পূৰ্ব্বোক্ত পত্রগুলিতে স্থানীয় ও অন্যান্ত সংবাদাদি প্রকাশিত হইত। ধূমকেতু সাপ্তাহিক পত্র, স্থলভ-প্রেসে মুদ্রিত হইয়া ১২৯৩ সালে প্রথম প্রকাশিত হয়। উহার সম্পাদক ছিলেন শ্ৰীযুক্ত শিবকৃষ্ণ মিত্র। সাপ্তাহিক বঙ্গবন্ধু তারা-প্রেসে মুদ্রিত হইয়া, হিতবাদীর সহকারী সম্পাদক স্বপরিচিত লেখক শ্ৰীযুক্ত যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় দ্বারা সম্পাদিত হইয়া প্রকাশিত হইত। হিতসাধিনী ব্যাস-প্রেস হইতে ছাপা হইত। সম্পাদক ছিলেন শ্ৰীযুক্ত নীরদচন্দ্র মুখোপাধ্যায়। ‘মাতৃভূমি” কোরাল-প্রেস হইতে মুদ্রিত হইত। সম্পাদক ছিলেন ঐযুক্ত স্বরেন্দ্রচন্দ্র সেন। শুনা যায়'প্রায় ৪-৪২ বৎসর পূৰ্ব্বে চন্দননগর-পত্রিকা’-নামে একখানি সংবাদপত্র প্রকাশিত হইত এবং v যদুনাথ পালিত মহাশয় আর একখানি সংবাদপত্র কয়েক সংখ্যা প্রকাশ করিয়াছিলেন।