পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—আশ্বিন, ১৩৩১ سواراNه শ্ৰী কালীপ্রসন্ন বসু পূৰ্ব্বে ম্যানচেষ্টারের স্বলভ বস্ত্রের আমদানি দেখিয়া এখানকার বস্ত্র-শিল্পের ভবিষ্যৎ-সম্বন্ধে এবং আমাদের রৌপ্যমুদ্রার পরিবর্তনে আমাদের ক্ষতির সম্ভাবনা দেখিয়া যে প্রবন্ধসকল লিখিয়াছিলেন, তাহাতে র্তাহার লিখিবার ক্ষমতার সহিত চিন্তাশীলতার যথেষ্ট পরিচয় ছিল।* ($foto, afto attoo. Afw ‘Brief History of Bengal Commerce Part I and II ( ১৮৭১-৭২ ) | ৮ কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়,--“কুমুদ্বতী ও সুপর্ণ' (১২৯১) নামক উপাখ্যান ইনি কবিতায় রচনা করেন । ইহার বিষয় আর কিছুই জানিতে পারা যায় না । স্বৰ্গীয় কৃষ্ণদাস শূর,—ইহার লিখিত পুস্তকের নাম বিছান্মালিনী । ইহা একখানি" আখ্যায়িকা,

  • &वष्जांबध्ा. २ee१ भtच $२*br ।।

[ ২৪শ ভাগ, ১ম খণ্ড দুই খণ্ডে সমাপ্ত ( ১৮৭৮) । গ্রন্থের বিজ্ঞাপন ও প্রচ্ছদপত্র দৃষ্টে বুঝা যায় গ্রন্থকারের বাসবাটী এই সহরের নাডুয়া সাকিমের মধ্যে ছিল, এবং সম্ভবতঃ তিনি তেলিনীপাড়াস্থ জমিদার স্বগীয় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট কৰ্ম্ম করিতেন। এই পুস্তক উক্ত জমিদার মহাশয়ের অকুমত্যকুসারে লিখিত হয়। - ৮ কালীনাথ ঘোষ,—ইনি একজন ব্রাহ্মধর্মের প্রচারক ছিলেন । বহু স্বভাব ও ভক্তিপূর্ণ সঙ্গীত ও কবিতা রচনা করিয়াছেন ৷ 'আত্মদান'নামে একখানি নাটক, ‘নামস্থধা’ ও ‘আনুষ্ঠানসঙ্গীত’ নামক হরিনাম ও অন্য সঙ্গীতের বই লিখিয়াছেন । শেষোক্ত-থানি ১৩২৫ সালে প্রকাশিত হয় । অন্য দুইখানিতে প্রকাশের সময় লেখা নাই । শ্ৰীযুক্ত কেশবচন্দ্র সাধু —ইনি একজন ব্যবসাদার । ‘স্পর্শানন্দা' নাটক (১২৭৬) ও ‘কল্পনা প্রস্থন’ (১২৯১) নামে একখানি কাব্য রচনা করিয়াছিলেন ।