পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ৬ষ্ঠ সংখ্যা J ঐযুক্ত কালীপ্রসন্ন বন্ধ বি-এ,- ইনি শিক্ষকতা করিয়া থাকেন । দুষ্ট একখানি পুস্তক বিদ্যালয়ের ছাত্রদের জন্য লিখিয়াছেন । to: ilo শ্ৰযুক্ত কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়,—ইনিও শিক্ষকতা থাকেন। ফ্রিচার্চ ইনষ্টিটিউশন পত্রিকার ইংরেজি ও বাঙ্গাল কতিপয় প্রবন্ধ লিখিয়াছিলেন। মানিকজোড় নামে সম্প্রতি একখানি উপন্যাস প্রকাশ করিয়াছেন । <-- ک ペ kml 9 গোবিন্দরাম দাস, --সতীনারীর কাহিনী-বিষয়ক সতীরঞ্জন’ নামে একখানি গ্রন্থ লিখিয়াছিলেন। ইনি ১৮৫৫ খৃষ্টাব্দের পূৰ্ব্বে গতায়ু হইয়াছিলেন এই পৰ্য্যস্ত জানিতে পারা যায়। কোথায় কোন পল্লীতে বাস ছিল তাই বা অন্য কিছু জানা বায়ু না । ৮ গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়,—ইনি জমিদারী সেরে"নিৰ্ব্বাণ"-কানন স্তায় নায়েবের কৰ্ম্ম করিতেন । ty গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় SSS S LLSSS AAAAASAAAALLS AAAAAA AAAA AAAAS চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় (১৩০১) নামক একখানি কবিতা-পুস্তক এবং ‘জ্ঞান ও জগতের সহিত মানবের সম্বন্ধ' (১৩০৩) নামক একখানি প্রবন্ধ- পুস্তিকা লিখিয়াছিলেন । ৮ জ্ঞানশরণ চক্ৰবৰ্ত্তী কাব্যানন্দ এম্-এ, পিআবৃ-এস, এফ-আর-এ-এস্ ! ইনি বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষায় বিশিষ্ট স্থান অধিকার করিয়াছিলেন । প্রথমে অধ্যাপক তৎপরে মহীশূর-রাজ্যে দেওয়ান বা অর্থসচিব এবং শেষে কণ্টোলার জেনারেলের কাজ করিতেছিলেন । মহীশূররাজকর্তৃক তাহাকে রাজ-মন্ত্র-প্রবীণ উপাধি প্রদত্ত হয় । কেবল তথায় তিনি যে বিশেষ সম্মান লাভ করিয়াছিলেন তাহা নহে, ইংরেজ গভর্ণমেণ্টের নিকট হইতেও সম্মান-স্বচক পদকাদি প্রাপ্ত হইয়াছিলেন । কয়েকমাসমাত্র ইনি স্বৰ্গীয় হইয়াছেন। র্তাহার রচিত গ্রন্থাদি,—“আহ্নিকুম্ ( ১৩১৬ ) নিত্যকৰ্ম্ম-বিষয়ক সংস্কৃত শ্লোক ও উহার পদ্যাক্সবাদ ; উচ্ছ্বাসাঃ’ ( ১৩১৮ ) বাঙ্গালায় পদ্যান্থবাদ SAAAAAA AAAAAS SAAAA AAS AAAAA SeeS LLLS