পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা l চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় ፃፃ » শ্ৰী গুরদাস ভড় llomogeneous Cu-Ordinates tā fēHoffa oifigeri তাহার লিখিত । Theorgems in the Hyperbolic ‘Generalisation of C'ertain (icometry of the Trianglo নামক আর-একখানি পুস্তিক অধ্যাপক শ্ৰীযুক্ত স্যামাপদ মুখোপাধ্যায় এম-এ মহাশয়ের সহিত একত্রে লেখেন । শ্ৰীযুক্ত গৌরকিশোর কর বি-এ, - বহু দিন শিক্ষকত। করিয়া ইনি এক্ষণে পেনশন পাইতেছেন। কবিতারচনায় ইনি এবং বহু কবিতা লিখিয়াছেন । ‘প্রকৃতিক ভূ-বিবরণ’ (১২৮৮), 'কথাবলি’ প্রথম খণ্ড (১৩০২) ও ‘বলিদান” (১৩০৫) নামক তিনখানি গ্রন্থ প্রকাশ করিয়াছেন । শেষোক্ত দুইখানি কবিতায় লিখি । ‘সরলা’-নামক র্তাহার রচিত আর-একখানি অপ্রকাশিত কাব্য আছে । শ্ৰযুক্ত চারুচন্দ্র রায় এম-এ,—ইনি দুপ্লে কলেজের সঙ্গক। রী ডিরেক্টর, একজন বহুদশী ও সুদক্ষ অধ্যাপক বলিয়া খ্যাত। স্থচিস্তিত বক্ততার দ্বারা শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করিবার ইহার ক্ষমতা আছে। श्शुद्र রচিত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বাঙ্গালীর সমাজ জীবন কৰ্ম্ম সংস্কার শিক্ষ। প্রভৃতি বিষয়ে রঙ্গরসে ভরা কতকগুলি নক্স পুনমুদ্রিত করিয়া ‘কমলাকাস্তের পত্র’ নাম দিয়৷ ১৩৩০ সালে প্রকাশিত হইয়াছে । ইনি চন্দননগরের একখানি বিশদ ইতিহাস প্রণয়ন করিতেছেন। সাহিত্য, প্রবাসী, প্ৰবৰ্ত্তক ও ইংরেজি বাঙ্গালা সংবাদ-পত্রাদিতে