পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় ԳԳՎԶ ছিলেন । বিবিধ গুণে তিনি এখানে বিশেষ লোকপ্রিয় ছিলেন । বাঙ্গাল। ভাষায় ফরাসী বর্ণ-পরিচয় ও ফরাসী-ব্যাকরণ-নামক দুইখানি বিদ্যালয়পাঠ্য পুস্তক লিখিয়াছিলেন। ফাদার বার্থের সহিত যুক্তি করিয়া.র্তাহারা উভয়ে বাঙ্গালা হইতে ফরাসী এবং ফরাসী হইতে বাঙ্গালা দুইখানি অভিধান প্রস্তুত করিতে প্রবৃত্ত হইয়াছিলেন। কোন দৈব বিস্নহেতু এই কাৰ্য্য শেষ হয় নাই । শ্ৰীযুক্ত নীলমণি দত্ত,—ইনি 'যুগলনায়িকা’নামক একখানি নাটক লিথিয়াছেন । অভিনয়বিষয়ে ইহার অভিজ্ঞতা আছে ; ইনি একটি সখের থিয়েটারের দল স্বষ্টি করিয়াছিলেন । প্রথম কোন অফিসে কৰ্ম্ম করিতেন, এখন ব্যবসা করিতেছেন । শ্ৰীযুক্ত নরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য বি-এ কাব্য- “ __ | ঐ ধৰ্ব্বদাস বয় বিনোদ,—ইনি এক্ষণে ট্রেনিং একাডেমি-নামক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাজ করেন । এখানকার মধ্যে তিনি একজন স্বকবি বলিয়া পরিচিত। মহাকবি টেনিসনের দুইখানি কাব্য ‘গৃহহারা’ (১৩১২) ও ‘মনীষা’ (১৩১৬) নাম দিয়া কাব্যাকারে বাঙ্গালায় অম্বুবাদ করিয়াছেন। ‘বুদ্ধ' (১৩১৭) ও ‘কাকলি' (১৩৩১) নামে আর দুইখানি গ্রন্থ রচনা করেন। 'বুদ্ধ' বিশ্ববিদ্যালয়ের আই-এ ক্লাশের পাঠ্যপুস্তক নির্বাচিত হইয়াছিল। ‘সোরাব রোস্তমের’ পদ্যে বঙ্গানুবাদ করিয়াছেন । তাহা আংশিক মুদ্রিত হইয়াছিল মাত্র। সাহিত্য, বঙ্গদর্শন’ (নবপর্য্যায় ), 'পূর্ণিমা’, ‘ভারতবর্ষ’ প্রভৃতি মাসিকে তিনি বহু কবিতা লুিধিয়াছেন। শেষোক্ত পুস্তকখানি ঐ-সকল হইতে পুনমুদ্রিত। শ্ৰীযুক্ত নারায়ণচন্দ্র দে বি-এল,--ইনি দুপ্লে কলেজের অস্থায়ী সহকারী ডাইরেক্টরের কার্য্য করিতেছেন। এক্ষণে চন্দননগরের মেয়র হইয়া ঐ কাৰ্য্যে মুখ্যাতি লাভ করিয়াছেন। অন্ত কোন কোন জনহিতকর কাজের সহিতও ইনি SSAAAS S SLLLLSS CCS C CSASAS CTT *●霄雪纣