পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—আশ্বিন, ১৩৩১ ৮ বিশ্বেশ্বর ভুগিবতাচাৰ্য্য,- তাহার রচিত পুস্তক, ‘ēకెశాఖs প্রথম খণ্ড ( ১৩০৩ ) । ইহা গীতার সমালোচনা-পুস্তক, চন্দননগর হার্টগোল সাধারণ হরিসভা হইতে প্রকাশিত হয়। শ্ৰীযুক্ত বামাচরণ বস্থ,—ইনি ডাক্তার ধৰ্ম্মদাস বস্থ মহাশয়ের সহোদর। ঠিক নিবাস ফরাসী চন্দননগরে নয়, বুটীশ চন্দননগরে। এখানেও সময়ে-সময়ে বাস করিয়াছেন। ইনি গভর্ণমেণ্টের চাকরী করিতেন,এখন পেনশন পাইতেছেন। ইহার লিখিত গ্রন্থ ‘আরণ্য-প্রক্ষন’ ( ১২৮৮), ‘সুরো যে সন্ন্যাসী বা অষ্টাহে’ ( ১৩১১ ), ‘বিজলী বা নারী-ভাগ্য’ ( ১৯০৪ ) ও ‘জয়চাদের চিঠি’ প্রথম ও দ্বিতীয় স্তবক ( ১৩১২ ) ; শেষোক্ত গ্রন্থের শুনিয়াছি তৃতীয় ও চতুর্থ স্তবকও মুদ্রিত হুইয়াছিল । উক্ত গ্রন্থসকলের মধ্যে প্রথমথানি [ ২৪শ ভাগ, ১ম খণ্ড খণ্ড কাব্য, দ্বিতীয়খানি কাব্য, তৃতীয়খানি উপন্যাস এবং চতুর্থখানি পত্রাকারে লিখিত। শ্ৰীযুক্ত বসন্তকুমার বন্দ্যোপাধ্যায় সরস্বতী বি-এ, কোন সওদাগর অফিসে ইনি কৰ্ম্ম করেন। কয়েক বৎসর রাজবন্দীরূপে আবদ্ধ ছিলেন । “কাশীশ্বরী নামক বালিকা-বিদ্যালয়ের সম্পাদকরূপে উহার অনেক উন্নতি করিয়াছেন । ‘নিবন্ধ”নামক একখানি মাসিক পুস্তিকা কয়েক মাস প্রকাশ করিয়াছিলেন । ফরাসী গবর্ণ মেণ্টের নিকট অনুমতি না পাওয়ায় উহা বন্ধ হইয়া যায়। র্তাহার রচিত গ্রন্থ, — গুরুগোবিন্দ সিংহ ( ২য় ংস্করণ), 'ঘর ও পর’, ‘ব্যক্তি ও সমাজ’ (১৩২৭), ‘স্বরাজ-সাধনা’ (১৩২৮), 'সরল হিন্দী শিক্ষা” (১৩২৮), ‘সরলা’ ( ২য় সংস্করণ ), ‘সাবিত্রী ( ৩য় সংস্করণ ), ‘দময়ন্তী’ (২য় সংস্করণ), ‘ভক্তিকণা' (ইহা শিশুদিগের জন্ত গাতনামা কবিদের কয়েকটি কবিতার সংগ্ৰহ ) ও ‘সতীসাধনা' নামে ছেলেমেয়েদের জন্য একখানি ক্ষুদ্র উপাখ্যান । এতদ্ভিন্ন তিনি 'প্ৰবৰ্ত্তকে’ মধ্যে-মধ্যে প্রবন্ধ