পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] চন্দননগরের সাময়িক পত্র ‘নগনন্দিনা’-নামে ইহার রচিত একখানি উপন্যাস আছে । শ্ৰীযুক্ত যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়,—নেড়োরমনের স্বপ্রসিদ্ধ চট্টোপাধ্যায়-বংশে জন্মগ্রহণ করেন । চন্দননগর হইতে প্রকাশিত 'বঙ্গবন্ধু' পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, এক্ষণে হিতবাদী পত্রের সহকারী সম্পাদকের কার্য্য করিতেছেন । সরস বক্তৃতার দ্বারা সভাস্থ জনমণ্ডলীকে মোহিত করিবার তাহার ক্ষমতা আছে । তিনি একজন স্থবক্তা বলিয়া খ্যাত । হিতবাদীতে 'বৃদ্ধের বচন’শীর্ষক যে-সকল সরস বিদ্রপাত্মক লেখাগুলি প্রকাশিত হয় এবং যাহা হিতবাদীর একটি বিশেষত্ব, তাহ যোগেন্দ্র-বাবুরই লেখা । তিনি উহার কতকগুলি সংগ্ৰহ করিয়া বৃদ্ধের বচন ১ম খণ্ড ১৩২৫ সালে প্রকাশ করেন । বাঙ্গালায় ঠিক এ ভাবের দ্বিতীয় গ্রন্থ আছে কি না সন্দেহ । তিনি ‘সাহিত্য’, ‘বঙ্গদর্শন’ ( নবপর্য্যায় ), ‘ভারতী’, y শঙ্করানন্দ ব্ৰহ্মচারী "oo" - ও গ্রন্থপরিচয় ԳԳՏ শ্ৰী ললিতমোহন কর ‘প্রবাসী’ প্রভূতিতে বহু গল্পাদি লিখিয়াছেন । উচ্চার কতকগুলি লইয়া ‘আগস্তক’ (১৩১৩) ও ‘জামাই-জঙ্গিাল’ ( ১৩১৬ ) প্রকাশ করেন । গল্পগুলির অধিকাংশই জন-প্রবাদ-মুলক । ইহাতেও র্তাহার বিশেষত্ব পরিলক্ষিত হয় । ‘শ্ৰীমন্ত সওদাগর’ ( ১৩১৭ ) নামে র্তাহার একখানি গ্রন্থ যষ্টি আর্টসের পাঠ্য-পুস্তক নিৰ্দ্ধারিত হইয়াছিল । ‘অমিয়উৎস’ ( ১৩২৬ ) নামে র্তাহার আর-একখানি উপন্যাস আছে । ৮ রামচন্দ্র বস্ব,--ইহার বাট ছিল গোন্দলপাড়ায় চেতনকৌমুদী-নামক একখানি এবং অন্য আর-একখানি গ্রন্থ লিখিয়াছিলেন । এই উভয় পুস্তকই ১৮৫৫ খৃষ্টাব্দের পূৰ্ব্বের লেখা *

  • Selections from the Records of the

Bengal Government, no. xxii.