পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧bre . প্রবাসী—আশ্বিন, ১৩৩১

ళ్కై

শ্ৰী শ্ৰীশচন্দ্র বন্ধ ব্যারিষ্টার ৮ রামরত্ব দাস সরকার,—যতদূর জানা গিয়াছে ইনিই এখানকার সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থকার, অন্ততঃ ইহার পূৰ্ব্বের কোন মুদ্রিত গ্রন্থ পাওয়া যায় না । ১৭৮৬ শকাব্দে ‘রসিকরতন ও ‘মানবদেহরতন’ নামে পয়ারাদি ছন্দে বিরচিত চৈতন্যচন্দ্রোদয় যন্ত্রে মুদ্রিত ইহার দুইখানি গ্রন্থ দেখিতে পাওয়া যায় স্থা পদার্থ-স্বধাসিন্ধু ও 'চিকিৎসা-রঞ্জন নামে ইহার আর দুইখানি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। ‘মানব-দেহ-রতন’ গ্ৰন্থখানি নানাবিধ গ্রন্থের সার সংগ্ৰহ করিয়া নব্য সভ্য ভব্য রসজ্ঞ গুণীগণের মনোরঞ্জনার্থ এবং রসিকরতন গ্রন্থখানি নব্যবিদ্যাব্যবসায়ীবর্গের হিতার্থ লিখিত বলিয়া লেখক গ্রন্থের আদিতে লিখিয়াছেন। ‘মানব-রাতন’ গ্রন্থ হইতে পাওয়া যায় তাহার

  • চন্দননগর পুস্তকাগারে একখানি গ্রন্থ আছে।

[ ২৪শ ভাগ, ১ম খণ্ড আদি পুরুষ রামদাস দাস, শাখরালে বাস, পিতার নাম মদনমোহন দাস । ৮ রমানাথ বন্দ্যোপাধ্যায়,—শশীভূষণ চট্টোপাধ্যায় মহাশয়ের সহযোগে ফরাসী ও বাঙ্গালা ভাষায় 'Dictionnaire Francais.--Bengali atto Rs ১৮৮৫ সালে একখানি অভিধানের কয়েক খণ্ড মাসিক প্রকাশিত করিয়াছিলেন । শ্ৰীযুক্ত ললিতমোহন কর, কাব্যতীর্থ, এম-এ, বি-এল,--ইনি সংস্কৃত ও পালি উভয় ভাষায় এম-এ পরীক্ষায় উত্তীর্ণ হন । প্রথমে অধ্যাপনা করিয়া এক্ষণে ওকালতি করিতেছেন । শ্ৰীযুক্ত চারুচন্দ্র বস্থ মহাশয়ের সহিত একত্রে' অশোক অকুশাসন’ নামে সমগ্র অশোক-অকুশাসনের অল্পবfদ করিয়া ১৩২২ সালে একখানি গ্রন্থ সম্পাদন করেন । এই গ্রন্থ পালি ভাষায় এম-এর পাঠ্যপুস্তক নির্বাচিত হইয়াছে । ৮ শ্ৰীশচন্দ্র বসু,—ইনি চিকিৎসা-ব্যবসায়ী ঐ সাগরচন্দ্ৰ কুণ্ডু