পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ) ছিলেন। প্রজাবন্ধু' নামক সংবাদপত্রের একজন ssefs (grs Amateur Workshop afstof zitUTE অন্যতম সম্পাদক ছিলেন। ‘লীলা' (১২৯৫) নামক ! ; i একখানি প্রবন্ধ-পুস্তক ও ‘প্রতাপ’ নামক একখানি ঐতিহাসিক উপন্যাস লিখিয়াছিলেন। সংসার’ নামে আর-একখানি গ্রন্থ সম্ভবতঃ তিনি রচনা করিয়াছিলেনু । তিনি মাসিকপত্রেও প্রবন্ধ লিখিতেন । ৮ শশীভূষণ চট্টোপাধ্যায়,—স্বগীয় রমানাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সহিত একত্রে একখানি ফরাসী ও বাঙ্গালা অভিধানের কিয়দংশ প্রকাশ করেন এবং ‘সরল ফলিত পঞ্জিকা' নামে একখানি পঞ্জিকা কয়েক বৎসর প্রকাশ করিয়াছিলেন । ইনি জ্যোতিষ-শাস্ত্রে জ্ঞানসম্পন্ন ছিলেন । ৮ শঙ্করানন্দ ব্রহ্মচারী, ইনি এই নামে গ্রন্থগুলি প্রকাশ করেন, ইহার নাম উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ইনিও নেড়োরমনের চট্টোপাধ্যায় চন্দননগরের সাময়িক পত্র ও গ্রন্থপরিচয় q'ャ> امه বংশে, জন্মগ্রহণ করেন। ইনি বহুদিন শিক্ষকতা ঐী সন্তোষনাথ শেঠ ঐ হরিহর শেঠ করিয়াছিলেন, কিছুদিন কাশীর মহা-বিদ্যালয়ের *R wissission ‘A Brief History of the Bengal Brahmins, part I, “The Grandeur of the Vedas, part I (Sass), মহারাজ জনমেজয়ের সর্পসত্ৰ' (১৮৪১ শকত্ব ) 'জীবের সাধ্য ও সাধনা' এবং ‘চণ্ডীদাসের জন্মস্থান “নামুর” গ্রামের প্রাচীনত্ব ও পুরাতত্ত্বের আবিষ্কার’-নামক পুস্তক লিখিয়াছেন। শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র বস্ন, বাবৃ-এট-ল,—বিদ্যালয় ত্যাগ করিয়া ইনি পোষ্ট-অফিস স্বপারিন্টেণ্ডেণ্টের কাৰ্য্য করেন । কতিপয় বৎসর কৰ্ম্ম করার পর বিলাতে যাইয়া ব্যারিষ্টারী পাশ করিয়া আসেন। এক্ষণে কলিকাতা হাইকোটের একজন খ্যাতনামা ব্যারিষ্টার ।" বিলাতে অবস্থিতি-কালে র্তাহার স্ব-রচিত ‘বুদ্ধ' নামক একখানি ইংরেজি নাটক অভিনয় দ্বারা তথায় বিশেষ খ্যাতি অর্জন করিয়া