পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

א"לן লন। কলিকাতায় রয়েল থিয়েটার মঞ্চে তাহার নলস্তী’ নামক আর-একখানি ইংরেজি নাটক স্বখ্যাতির ত অভিনীত হয় । ইহাতে র্তাহার অভিনয়-নিপুণতা শষ ভাবে পরিস্ফুট হুইয়াছিল। উক্ত দুইখানি ইংরেজি ক ভিন্ন পুণ্ডরীক' (১৩২৭) ও ‘সন্দিগ্ধা’ (১৩৩১) নামে হার আর দুইখানি নাটক আছে। কোন উৎসবাদির দ্যাগ ও গঠন বিষয়ে তাহার যথেষ্ট ক্ষমতা আছে। ২২ সালে চন্দননগর-প্রদর্শনীর andernagore) fosfã সহঃসভাপতি হইয়াছিলেন । হার মত উৎসাহী লোক কম দেখা যায় । শ্ৰীযুক্ত শিবকৃষ্ণ মিত্র,—ইনি ধূমকেতু পত্রের সম্পাদক লেন। ইনি ইহার অগ্রজ বসন্ত-বাবুর একখানি সংক্ষিপ্ত বনী-পুস্তিকা লিখিয়াছেন । শ্ৰীমতী শরৎকুমারী দেবী,—ইনি শ্ৰীযুক্ত যোগেন্দ্রমার চট্টোপাধ্যায় মহাশয়ের ভগ্নী । উত্তরায়ণে গঙ্গাস্বান’ ১৩২৮ ) নামক একখানি উপন্যাস লিখিয়াছেন। শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র স্বর, বি-এল,—ইনি হুগলী ও শ্রীরামর আদালতে ওকালতি করেন, এবং একজন ভাল চৗজদারী উকিল বলিয়া খ্যাতি আছে ৷ ‘মোগল-পতন’ ১৩১৯ ) ও ‘বরের বাপ’ ( ১৩২১ ) নামক ছুইখানি টক রচনা করিয়াছেনু। এই উভয় নাটকই অবৈতনিক ট্য সম্প্রদায় দ্বারা অভিনীত হইয়াছিল । নাট্যাভিনয়েও হার নিপুণতা আছে । শু্যামাপ্রসাদ দত্ত,—নালন্দা-নিবাসী রাখালদাস চক্রবর্তী হাশয়ের সহিত একত্রে রামপ্রসাদ সেনের পদাবলী {কাশ করেন । ৮ সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, বি-এ,—ইনি বরাবর শক্ষকতা করিয়াছিলেন । ইহার রচিত গ্রন্থ, ‘সাধনাষ্টক’ এবং ‘নবসম্ভাব-শতক’ প্রথম খণ্ড ( ১৩০২ ) । ঐযুক্ত সাগরচকু কুণ্ডু-অবস্থার অসচ্ছলতাবশতঃ িৈপাত সাহিত্যসাধনায় আত্মনিয়োগ করিতে না iারিলেও এক্ষণে র্তাহার বৃদ্ধ বয়সেও লিখিবার বিশেষ আগ্রহ আছে।ণ বহুদিন পূৰ্ব্বে অধুনক সাময়িক পত্রে তিহাস, শিল্প ও ব্যবসা-সম্বন্ধীয় প্রবন্ধসকল লিখিতেন। একখানি চন্দননগরের ইতিহাস রচনা করিয়ছিলেন, (*èxposition প্রবাসী—আশ্বিন, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড তাহা প্রকাশ করিতে পারেন নাই । এখানে তাহার অপেক্ষা প্রাচীন লেখক বোধ হয় এখন আর কেহই নাই। তাহার রচিত পুস্তক 'জলকষ্টাদির কাহিনী' ( ১৩৪১ ) ও 'দুগ্ধ কি বস্তু দেখুন’ ( ১৩১৩ ) । শ্ৰীযুক্ত সন্তোষনাথ শেঠ সাহিত্য-রত্ন-ইনি ব্যবসাকাৰ্য্যে লিপ্ত আছেন। বহুদিন এই ক্ষেত্রে থাকিয়া ও মোকামে অবস্থানহেতু, তিনি ব্যবসা-বিষয়ে যে-সকল জ্ঞান লাভ করিয়াছেন তাহা বিবিধ গ্রন্থাকারে প্রকাশ করিয়াছেন। তাহার পুস্তকসমূহ হইতে জানিবার অনেক আছে। ইহার রচিত গ্রন্থ, ‘মহাজন-সখী’ (দ্বিতীয় श्रुद्भ१, ‘মোকামে বাণিজ্যতত্ত্ব’ ১ম ও ২য় ets ( Sox' s R= ), “Book-keeping in Bengali' (১৩২৮) ইহা বাঙ্গালায় রচিত। "প্রাথমিক ব্যবসা শিক্ষা ( ১৩২৯ ) ‘বিজ্ঞাপন-তত্ত্ব ও ক্যানভাসিং' ( ১৩৩৭ ), * "অর্থোপার্জনের সহজ উপায়’ ( ১৩৩০ ), 'Sott's Guide to Commorcial Places, Part I. (SPRS) ' শ্ৰীযুক্ত হরিহর শেঠ,—পঠদ্দশার পর প্রথম ব্যবসায়কৰ্ম্মে লিপ্ত হন । প্রায় দশ বৎসর হইতে কতিপয় সাধারণ কাৰ্য্যের সহিত সম্পর্কিত আছেন। মধ্যে কিছু কাল চন্দননগরের মেয়রের কার্য্য করিয়াছিলেন। র্তাহার “অভিশাপ’-নামক উপন্যাসখানি প্রথম ‘বান্ধবে প্রকাশিত হওয়ার পর, ১৩১৫ সালে পুস্তকাকারে প্রকাশিত হয়। ঢাকার স্বৰ্গীয় কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগর, সি-আই-ই, মহোদয় প্রকাশের পূর্বে পুস্তকখানি একবার দেখিয়া দেন। তৎপরে প্রমাদ (১৩১৬), ‘অদ্ভুত গুপ্তলিপি ও অমৃতে গরল' (১৩১৬) নামক ডিটেকৃটিভ গল্প, 'প্রাতভা’ (১৩২৮), " শ্রাতের ঢেউ' (১৩২৯) ও ‘ঘরের কথা' (১৩৩১) নামক পুস্তকগুলি রচনা করেন । দ্বিতীয় ও শেষখানি প্রবন্ধ-পুস্তক এবং উহার প্রান্স সমস্তগুলিই মাসিকে প্রকাশিত প্রবন্ধ পুনমুদ্রিত। প্রতিভা" নাটক এবং "স্রোতের ঢেউ কতকগুলি চিন্তা একুজুকেরিয়া প্রকাশিত হয় । ‘বান্ধব’, ‘ভারতী,’ ‘প্রদীপ,’ ‘প্রবাসী,’ ‘ভারতবর্ষ, ‘মানসী ও মর্শ্ববাণী’ প্রভৃতি বিবিধ মাসিকে বহু প্রবন্ধাদি প্রকাশিত হইয়াছে । এতদ্ভিন্ন ১৩২০ সালে পিতৃপ্রাদ্ধোপলক্ষে বিতরণের জন্য র্তাহার দ্বারা একখানি ১৩২৭ )