পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

والاسناه র্তার খুব বড়-কবিও বটেন, তবে নূতন হল্লায় পড়ে হাবুডুবু খাচ্ছেন । এরা এখনও যা হাতের কাজ করে দেখলে অবাকৃ হতে হয়। কাজটাই এদের ধৰ্ম্ম—একটু অবকাশ নেই, মাথাগুজে কাজ করছেই,--দেখলেই প্রাণ হাপিয়ে ওঠে। ( २ ) শ্রদ্ধাভাজনেষু, আমরা তোকিওতে আছি। আমি আরাই-সানের বাড়ীতে আছি। ক্ষিতি-বাৰু কিয়োতোতে একটি মন্দিরে আছেন। কালিদাস-বাৰু, এলমহাষ্ট্র ও গুরুদেব তোকিও ইম্পিরিয়াল হোটেলে আছেন। তাজিমা বলে’ একটি প্রবাসী—আশ্বিন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড o শ্ৰী নঙ্গলাল বসু ও স্থঃ কলকা við fățe জাপানী ব্যবসাদার অনেকদিন কলকাতায় ছিলেন, আপনাদের সহিতও খুব আলাপ আছে ; তার ওখানে কয়েকদিন ছিলাম। সান্থ-সান, কুন্থমোতোসান, আরাইসান এবং অনেকগুলি আমাদের পূর্বকার বন্ধু মিলে’ আমাদের যত্ন করছেন। তাইকান-সামের বাড়ীতে গিয়েছিলাম। বাড়ীটি বেশ সুন্দর। একটি চালা-ঘরের মধ্যে একটা গৰ্ত্ত করে? তাতে ধুনি জালিয়ে তার চতুর্দিকে সকলের বসবার জায়গা করেছেন, বাড়ীটি ছবির মত। বড় অমায়িক লোক। আপনাদের কথা শুনে আহ্নাদিত হয়ে উঠলেন, সকলের কথা একে-একে জিজ্ঞাসা করলেন। তাইকান সানের শরীর বড় খারাপ হয়েছে—অত্যন্ত মদ খাওয়ায়