পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-> o প্রবাসী—আশ্বিন, ১৩৬১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড হিলিয়াম বা হলিয়াম-মিশ্রিত হাইড্রোজেন ব্যবহারে বিস্ফোরণের কোন সম্ভাবনা থাকে না। এইজন্য প্রত্যেক যুদ্ধ-নিরত জাতি প্রচুর পরিমাণে হিলিয়াম প্রস্তুতের জন্য চেষ্টা করিতে লাগিল। ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যেক স্থানের বায়ু লইয়া পরীক্ষা চলিতে লাগিল, অবশেষে ক্যানাডা দেশস্থ অ্যালবাট প্রদেশে উদ্ভূত গ্যাসসমূহে হিলিয়ামের পরিমাণ সৰ্ব্বাপেক্ষ বেশী বলিয়া স্থিরীকৃত হইল। দেখা গেলসেখানে বায়ুতে শতকরা ১/৩ অংশ হিলিয়াম আছে ও প্রতিবৎসর এক কোটি বিশ লক্ষ বর্গফুট হিলিয়াম প্রস্তুত হইতে পারে। ইহার পর হইতে বিভিন্নপ্রকার বায়ুযানসকলে প্রচুর পরিমাণে হিলিয়ামের ব্যবহার আরম্ভ হইয়াছে। সাধারণ রেলওয়ে ইঞ্জিনের জন্য যেমন জল ও কয়লার দরকার,বিমানের জন্য তেমনই পেট্রোল ও হিলি য়ামের প্রয়োজন ; অদূর ভবিষ্যতে যখন বাষ্পীয়ধানের পরিবর্তে বিমান-যান ব্যবহৃত হইবে, তখন হিলিয়ামের আদর আরও বেশী হইবে। উদ্ধে স্বনীল নভোমণ্ডলে বিচরণ করিবার জন্ত হিলিয়ামের যেমন প্রয়োজন, নিম্নে মহাসাগরের গভীর তলে মণি-মাণিক্য প্রবালাদি আহরণের জন্য ডুবুরীদের পক্ষেও ইহা তেমনই উপযোগী। ইলিহ টমসন-নামক বৈজ্ঞানিক দেখাইয়াছেন যে, ডুবুরীরা যদি অক্সিজেনের পরিবর্তে অক্সিজেন মিশ্রিত হিলিয়াম ব্যবহার করে, তাহা হইলে তাহারা অপেক্ষাকৃত অধিক সময় সমুদ্রগর্ভে নিমজ্জিত থাকিতে পারে। হিলিয়ামের ব্যবহার আরও অনেক বৈজ্ঞানিক যন্ত্রাদিতে হইতেছে তবে সেসকল তথ্য বোঝা সাধারণ পাঠকের পক্ষে স্বসাধ্য নয় । “মাশো’র বন্দী শ্ৰী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর o > ১৭৯৩ খৃষ্টাব্দে ১৫ই ডিসেম্বরের এক সায়াহে, স্যা-ক্রেপ্যা" গ্রামের নিৰষ্ট, বাহার পদমূলে সোয়ান-নদী বহিয়া যাইতেছে, সেই পৰ্ব্বতের শিখর-দেশে যদি কোন পধিক দাড়াইয়া নীচের দিকে চাহিয়া দেখিত তাহা হইলে এক অদ্ভুত দৃপ্ত দেখিতে পাইত। পখিক দেখিতে পাইত, কুটারগুলার জানালা হইতে নিবিড় ধূমরাশি উখিত হইতেছে, তাহার পর অনল-শিখার ভীষণ লেলিহান জিহা চারিদিক্ হইতে বাহির হইতেছে, সেই অগ্নিকাণ্ডের লোহিত আলোকছটার অন্ত্র-শস্ত্র বিৰূমিক্‌ করিতেছে। রিপল্লিকা সৈন্যদলের অন্তর্গত ১২১৫ শে লোক, স্যা-ক্রেপ্যা গ্রামটিকে পরিত্যক্ত দেখিয়া উছাতে আগুন লগাইরা দিয়াছিল। অস্ত কুটীর হইতে পৃথকভাবে একটি কুটার সেখানে ছিল, অনলশিখা উহাকে স্পর্শ করে নাই। উহার দরজার দুইজন শাস্ত্রী দাড়াইয়া ছিল। ঘরের ভিতর একটি যুবক একটা টেবিলের সন্ম খে বসিয়াছিল ; উহার বয়স ২-২২ বৎসর হইবে। উহার शैर्ष ८कलशष्ह ऎशब्र भूमिब्र-दांश्ञि-कब्र श्-गटे भूषांवब्रवद्र क्रांब्रिषरद्र তরঙ্গিত হইতেছিল ; নীল জোকার উহার মধ্যদেহ প্রচ্ছন্ন ; কেবল সৈনিক-পদের গৌরবচিহ্নস্বরূপ উহার কাধের বাঙ্গাওয়াল বস্ত্রভূণটা দেখা বইতেছিল। সৈনিকের কোশৰ দিয়া চলিবে, তাহাই একটা দীপালোকের সাহায্যে একটা ম্যাপের উপর আঙ্গুল চালাইয়া দেখিতেছিল। এই লোকটি সেনাপতি মার্শেী। নিত্রিত সঙ্গীর দিকে কিরিয়া তিনি বলিলেন, “আলেকজান্দার, ওঠে, সেনাপতি ওয়েষ্টারম্যানের কাছ থেকে একটা হুকুম এসেছে " এই কথা বলিয়া সেই হুকুম-নামটি তাহার হতে দিলেন । —“কে হুকুম এনেছে ?” # —“প্রজার প্রতিনিধি দেলমার।" —“আচ্ছ বেশ । বেচারীরা কোথায় জমা হয়েছে ?” —“এখান থেকে ২৩ ক্রোশ দূরে। ম্যাপের এইখানটায়।" এক সময় সেখানে একটা গ্রাম ছিল, সেই গ্রামের ভস্মরাশির চারিদিক ঘিরিয়া এক সৈন্যদল অবস্থিতি করিতেছিল। সেনাপতি অমুচ্চস্বরে হুকুম প্রচার করিলেন। সেই সৈন্যদল সারিবন্দি হইয়া বড় রাস্ত ধরিয়া নামিতে লাগিল ; কয়েক মুহূর্তের মধ্যেই দুইটা খণ্ড মেঘের ভিতর দিয়া চম্রাম সঙ্গিনের দীর্ঘ পংক্তির উপর কিরণধার বর্ষণ করিতে লাগিলেন । এই পংক্তি, ইস্পাতের শক্ষ-বিশিষ্ট একটা বৃহৎকৃষ্ণসর্গের স্থায় নিঃশব্দে অন্ধকারের মধ্যে প্রবেশ করিল। উহার এইরূপভাবে আধঘণ্টা ধরিয়া চলিল। উহাদের নেত— মাশো। মাশো পূৰ্ব্ব হইতেই পথটা ভাল করিয়া চিনিয়া লইয়াছিল,গন্তব্যস্থান-সম্বন্ধে উহার কোন ভুলহইবার সম্ভাবনাছিলনা। আরওসোর ঘন্ট কুচ করিবার পর, উহার একটা কৃষ্ণবর্ণ নিবিড় অরণ্যের সম্মুখে আসিয়া পড়িল। উহার পূর্বেই খবর পাইয়াছিল, কতকগুলা গ্রামের বাসিল এবং অনেকগুলা বাহিনীর শেষাবশিষ্ট লোক ধৰ্ম্ম-কীৰ্ত্তন(mags) শুনিবার জঙ্গ ঐখানে সমবেত হইবে। সব-সমেত ১৮• • রাজৰংশ-পক্ষীয় লোক । দুইজন সেনাপতি ঐ ক্ষুদ্র সৈঙ্ক-মণ্ডলীকে, দলে-দলে বিভক্ত হইয়া সমত্ব