পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য। ] উঠিল্পী, পরবত্তী আডডায় আলিয়া পৌছিলেন । সেখানে ঘোড় বদলি করিয়া আবার চলিতে আরম্ভ করিলেন । - 總 তার পর আঁজে পার হইয়া, আরও ক হকগুলি সহঃ অতিক্রম করিয়া "নাৎ"-নগরের সম্মুখে আসিলেন । তখন তাহার ঘোড়ার শল্পীয় হইতে যেন রক্ত ঝরিয়া পড়িতেছিল । কয়েক মুহূৰ্ত্ত পরেই ফটক পার হইয়া, সহরের ভিতর আপিয়া পড়িলেন । তাহর পর “বুকে"র কারাগারের সম্মুখে আদিয়া ঘোড়া থামাইলেন । যাক, এখন ত আসিয়া পড়িয়াছেন—আর কিসের চিন্তা ? তিনি ব্লশের নাম ধরিয়৷ ডাক দিলেন—“ব্লাশ, ব্রাশ ।” জেল-দীরোগ আসিয়া উত্তর করিল,--"দুইপান শকট এইমাত্র জেলখানা-থেকে বের হয়ে গেছে। প্রথম শকটটার ভিতরে বোলিয়োর কুমারী ছিলেন " s একটা কটু কথা উচ্চারণ করিয়া মার্শে ঘোড়া হইতে লাফাইয়। পড়িলেন এবং চঞ্চল জনতার সহিত সেই বড় চত্বরের দিকে ছুটিয়l চলিলেন । দুই শকটের মধ্যে শেষ শকটটার কাছে তিনি অtসিয়৷ পড়িলেন । তাহার ভিতর যে-সব কয়েদী ছিল, তাহার মধ্যে একজন মার্শের বন্দী し〜>" র্তাকে চিনিতে পারিল । সে—তিঙ্গী। সে বলিয়| উঠিল, “ওকে বচোন ! ওকে বঁচোন ! আমি বঁiচাতে পারলুম না ।" মার্শে ভীড় ঠেলিয়৷ চলিলেন ; লোকের। তাছার গায়ের উপর অমিয়। পড়িতেছে, তাহার চারিধারে feড় করিয়া দঁাড়াইহুেছে । কিন্তু তিনি BBB BB BBB BBSBBBBB BBS BBS DDBK BBB S অবশেষে তিনি মধ্যস্থানে আনিয়া উপস্থিত হইলেন। ঠাহীর সম্মুপে ফাসি-মঞ্চ খাড়া হইয়া উঠিয়াছ । তিনি এক-টুক কাগজ উপরদিকে নাড়িতে নড়িতে বলিলেন, "ক্ষণা-পত্ৰ ! ক্ষম|-পত্র।" ঠিক সেই মুহূৰ্বে জল্লাদ, দীর্ণ কেশগুচ্ছ ধরিয়। একটি বালিকার ছিন্ন মস্তক ভীতি-বিহীল জনতা সম্মুখে ধারণ করিল। হঠাৎ সেই নিস্তব্ধ জনতার মধ্য হইতে একটা চীংকাপ ফুশ:iন। গেল--একটা যন্ত্রণ-সূচক লোমহৰ্ষণ চীৎকার। ঐ উদ্ধ উত্তোলিং মস্তকের দন্তপংক্তির মধ্যে মার্শে সেই লাল গোলাপটি দেখি স্থত পাইলেন, যাথ। তিনি তার প্রণয়িণীকে উপহার দিয়াছিলেন । *

  • আলেক্জ দূর দুমা হইতে ।
  • —রবীন্দ্রনাথশ্ৰীললিতমোহন সেনগুপ্ত কর্তৃক কাঠ খোদাই