পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] প্রতিপাদন করেন, যে, বর্তমানকালে যুরোপের দার্শনিকসমাজে যে-সমস্ত তত্ত্ব যুরোপের নবাবিষ্কার বলিয়া খ্যাতিলাভ কুরিতেছে, তাহার অনেকগুলিই, ভারতবর্ষে বহু পূৰ্ব্বেই আবিষ্কৃত হইয়াছে। দৃষ্টান্তস্বরূপ বর্তমান যুরোপের এক অতি প্রধান এবং ইটালীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক বেনেদেত্তো ক্রোচের বহু গ্রন্থের বিস্তৃত মতের তীক্ষু ও সূক্ষ্ম সমালোচনা করিয়া তিনি দেখান, যে, ক্রোচের মতের মোটামুটি প্রধান কথাগুলি সমস্তই ধৰ্ম্মোত্তর ও পণ্ডিত অশোক কর্তৃক বিবৃত বৌদ্ধ মতে পাওয়৷ যায় ; যেখানে উভয়ের মধ্যে ভেদ দেখা যায়, সেখানে ক্রোচের মতই ভ্রান্ত। ক্রোচে নিজে এই সভায় এই বক্তৃতার সময় সভাপতি ছিলেন, এবং স্বরেন্দ্র-বাবুর বক্তৃতার ভূয়সী প্রশংসা করিয়া তৎকুত সমালোচনাগুলি স্বীকার করিয়া লন এবং এই উপলক্ষে স্বরেন্দ্র-বাবু দার্শনিক-সমাজে অত্যন্ত সমাদৃত হন । বহুসংখ্যক ইটালীয় ও জাৰ্ম্মান কাগজে র্তাহার সম্বন্ধে প্রচুর প্রশংসাবাদ ও র্তাহার অভ্যর্থনা ও সমাদর প্রকাশিত হইয়াছে ; তাহার কয়েকটি আমাদের হাতে ও আসিয়া পৌঁছিয়াছে । বালিসের সংস্কৃতাধ্যাপক ডাক্তার গ্লাজেনপ, র্তাহার সম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহার কিয়দংশ আমরা জুলাইয়ের মডার্ণ, রিভিয়ুতে প্রকাশ করিয়াছি। জার্মানির স্বপ্রসিদ্ধ “আবেন্দব্লাটু” পত্রিকায় ঐ দার্শনিক কংগ্রেসের সর্বপ্রধান নেতা বলিয়া ৬জনের পেনসিল-চিত্র প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে স্বরেন্দ্র-বাবুর প্রতিকৃতিও বাহির হইয়াছে, এবং তত্রত্য পণ্ডিতমণ্ডলুর নিকট হইতে তিনি বহু গ্রন্থ উপহার পাইয়াছেন, এবং অভ্যর্থনা নিমন্ত্রণ প্রভৃতি বহুবিধভাবে তিনি প্রচুর সমাদর পাইয়া আসিয়াছেন । নেপলস হইতে র্তাহাকে পাডুয়ায় নিমন্ত্রণ করা হয় এবং তত্ৰত্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের তাহাকে প্রচুর সমাদর ও অভ্যর্থনা করেন । সম্প্রতি রুশদেশের বিজ্ঞান-পরিষৎ ( একাডেমি অভু, স্যায়েন্স-) তাহাকে তথায় বক্তৃত৷ দিবুর জন্য নিমন্ত্র করিয়া পঠাইয়াছেন এবং তৎসহিত আন্তর্জাতীয় তত্ত্ববিদ্যাপরিষৎ ४२१ অধ্যাপক শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ দাস গুপ্ত ও উহার জনৈক বন্ধু র্তাহাকে একখানি অতি দুপ্রাপ্য ও বহুমূল্য সংস্কৃতজাৰ্ম্মান-অভিধান উপহার পাঠাইয়াছেন। স্বরেন্দ্র-বাবুর এবারের যুরোপ-গমনে নেপলসের জগতের বিদ্বৎসমাজে ভারতীয় দর্শনশাস্ত্রের গৌরব প্রতিষ্ঠিত হইয়াছে এবং অনেকেই ভারতীয় দর্শনশাস্ত্র অধ্যয়নের জন্য উৎসুক হইয়াছেন । ভারতবর্ষের কৃতিত্বের কথা ভারতীয়েরাই যথার্থভাবে প্রচার করিবার অধিকারী । পৃথিবীর দার্শনিক-সমাজে ভারতবর্যের দর্শনশাস্ত্রের প্রতি এই যে গৌরব ও শ্রদ্ধা সুরেন্দ্র বাবু তাহার গ্রন্থের দ্বারা ও র্তাহার বিচারের দ্বারা স্থাপন করিয়াছেন, তজন্য আমরা সকলেই তাহার নিকট কৃতজ্ঞ এবং তিনি যে সমাদর ও উচ্চ সম্মান সেখানে পাইয়াছেন, তাহাতে আমরা সকলেই সম্মানিত বোধ করিতেছি ।