পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] রাখাল বালকের অদ্ভূত বীরত্ব— e বিগত জুন মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম অঞ্চলে তুমুল ঝড়বৃষ্টিতে আসাম বেঙ্গল রেলওয়ে লাইনের কুমীর ও ভটিয়ারী ষ্টেশনের মধ্যবৰ্ত্তী একটি পুলের কিয়দংশ বস্তার স্রোতে ভাঙ্গিয় পড়ে। নিকটবৰ্ত্তী গ্রামসমুহের কতিপয় বালক শিকটে গরু চরাইভেছিল। হাসনাবাদের একটি বালক পুলের ঐ ভগ্ন অংশ দেখিতে পাইয় সঙ্গীয় বালকগণের নিকট প্রস্তাব করে, “গাড়ী আসিবার সময় হইয়াছে, ভাঙ্গ পুলের উপর দিয়া গাড়ী গেলে নিশ্চয়ই পড়িয়া যাইবে । চল আমরা দলবদ্ধ হইয়া রেলরাস্তার উপর দাড়াইল্প থাকি, তাহ হইলে চালক গাড়ী থামাইবে।” কেহই তাহার এই প্রস্তাবে সন্মত হইল না দেখিয়া,সে একাই গাড়ীর শব্দ শুনিয়া রাস্তার উপরে দাড়ষ্ট্রল এবং হাত নড়িয়া গাড়ী থামাইতে ইঙ্গিত করিতে লাগিল । সঙ্গীয় বালকগণ তাহাকে প্রাণের ভয় দেখাইয়া সরিয়া যাইতে বলিল । সে বলিল, “আমার একটি প্রাণ দিয়াও যদি অনেকগুলি প্রাণ বঁাচাইতে পারি, সে-মরণে আমার কোন কষ্ট হুইবে না।” দেখিতে দেখিতে গাড়ী নিকটে অমিয়া পহছিল, সে এক পাও লড়িল না, সাহসের সহিত হাত নাড়িয়া নিষেধ করিতে লাগিল। ক্রমে গাড়ীর বেগ কমিতেকমিতে বালক হইতে ৪৫ হাত দূরে গাড়ী থামিলে চালক ও যাত্রিগণ শুৎস্থক্যের সহিত গাড়ী হইতে নামিয়া বালককে ব্যাপার কি জিজ্ঞাসা করায়, সে ইঙ্গিতে পুলের নীচে ভগ্নস্থান দেখাইয়া দিল । তৎক্ষণাৎ সকলে এই আসন্ন বিপদ হইতে রক্ষা পাইয়া বালককে টাকা, আধুলি, সিব্রুি, দুয়ানী পুরস্কার দিতে লাগিলেন, প্রায় অনেক টাকা আদায় হইল। টাফিক্ ম্যানেজার স্বয়ং আসিয়া ঘটনাস্থলে উপস্থিত হইলেন, পাহাড়তলী হইতে স্বতন্ত্র গাড়ী-যোগে ভাটিয়ারী ষ্টেশন হইতে যাত্রী লওয়া হইল । বালকটিকেও সহরে আনিয়া রেলওয়ে কর্তৃপক্ষ বহু টাকা পুরস্কার দিবেন বলিয়া প্রতিশ্রুত হইয়াছেন । আমরা এই কৰ্ত্তব্যনিষ্ঠ পল্লীবলিকের দীর্ঘ জীবন, কামনা করিতেছি। আশা করি, দেশবাসী লালকটির হশিক্ষার বন্দোবস্ত করিতে কুষ্ঠিত হইবেন না । --অনিন্দবাজার-পত্রিক। কলিকাত। পাস্তুর ইনষ্টিটিউটু কলিকাতা পাস্তুর ইন্‌ষ্টিটিউট স্থাপিত হওয়াতে জনসাধারণের কতদূর হুবিধা ও উপকার হইতেছে, তাহ এখনও ঠিক জানা যায় নাই ! সৰ্বকারী ইস্তাহারে দেখা যাইতেছে যে, ১৯২২ সালে শিলং পাস্তুর ইনটিটিউটে বাঙ্গাল হইতে ৯৮০ জন লোক চিকিৎসিত হইয়াছিল : ১৯২৩ সালে ১৩৬১ জন ঐথানে বাঙ্গালা হইতে চিকিৎসিত হইয়াছিল। বর্তমানে কলিকাতার ইনষ্টিটিউটে এক জুলাই মাসেই ২১৩ জন লোক চিকিৎসিত হইয়ছে । ইহাতে আশা করা যায়, বাঙ্গাল দেশের লোক কলিকাতার ইনষ্টিটিউটের দ্বারা ক্রমেই অধিক-পরিমাণে উপকৃত হইবে । —আনন্দবাজার-পত্রিকা খন্দরের মর্য্যাদ। — শ্ৰীমতী সরোজিনী নাইডু ইতিমধ্যে একটি সভার বক্তত-প্রসঙ্গে বলিয়াছেন যে, খদ্দর একতা ও প্রেমের চিহ্ন—যাহার নিজেদের গরীব ভাইদিগকে সহায়তা করিতে চান, তাহারাই উহা মৰ্ম্মে মৰ্ম্মে অনুভব করিবেন । যতদিন পযুক্ত কুশে গরীর স্ত্রী পুরুষ ও বালক বৰ্ত্তমান থাকিবে, ততদিন চরকার বিশেষ প্রয়োজন আছে। এই কারণে হায়দ্রাবাদের নিজাম বাহাদুর খদ্দর, পরিধান করেন এবং কেনীয়ার প্রধানমন্ত্রী ভারতীয় কর্তৃক কৰ্বিত স্বতীয় ভারতীয় তাতে বুন খন্দরের নমুন চাহিয়া পাঠাইয়াছেন । —আনন্দবাজার-পত্রিক জেলখানায় কয়েদী— · ১৯২১ সালের সেন্সাস রিপোর্টে দৃষ্ট হয় যে, ঐ সময়ে বাংলার নানা দেশ-বিদেশের কথা—বাংলার কথা Ե-Ց>


--- - - S AAAA S AAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

জাতিগুলির মধ্যে কত জন জেলখানার কয়েদী ছিল এবং বাংলাদেশে তাহীদের জন-সংখ্যা কত তাহ নিক্সের তালিকায় দেওয়া হইল - জনসংখ্যা कtग्नर्भेौ ব্ৰাহ্মণ ృvరి 88vరితా 836: কায়স্থ ఇ సి శ్రీ సె asరి & 8x বৈদ্য ጏ ው : b” ግ ● చిఁ গন্ধবণিক্‌ చినty) ዓ &9 সুবর্ণবণিকৃ ుడిచి (t 있 डिठी లిసి ("&6 $ 6 x বাউরী , రిఇచిe sచి දී A সাওতাল ዓ ጏ ● ፃ<) ৬২ s বাগ দি brbr&b R〉 ২৩৬ সদেগাপ tడిచిని ఇe * e তাম্বুলি 8 ج 8 م و ή —তাঙ্গুলি পত্রিকা নিকেলের আট-আনী--- সরকারী ইস্তাহারে প্রকাশ যে, নিকেলের অাটআনী ১৯২৪ সালের ১লা অক্টোবর হইতে অচল হইবে । ১৯২৫ সনের ৩০শে সেপ্টেম্বর পর্য্যস্ত টে জারীতে সেগুলি লওয়া হইবে। ১৯২৫ সনের ১লা অক্টোবর হইতে টে জারীতে সেগুলি লওয়া হইবে না কেবল কলিকতা, বোম্বাই, মাত্রজ, রেঙ্গুন, লাহোর, কানপুর ও করাচীর করেন্সি অফিসে সেগুলি গৃহীত হইবে । র্যtহাদের নিকট নিকেলের আট অীনী আছে তাহারা যেন অবিলম্বে অন্ততঃ ৩১শে সেপ্টেম্বরের মধ্যে তাহী টে জারীতে জমা দিবেন। t নিকেলের সিকি, দু-আলী ও এক আলীর সম্বন্ধে নিয়মের কোন পরিবর্তন হয় নাই। সেগুলি যেমন চলিতেছে তেমূনি চলিবে । —কাশীপুর-নিবাসী বিশ্বভারতী গ্রন্থপ্রকাশ-বিভাগ— বিশ্বভারতীর বিদ্যমঠ হইতে নিম্নলিখিত পুস্তকগুলির মুত্রণের জন্ম সংস্করণ করা হইতেছে । * তারকা-চিহ্নিত পুস্তকগুলির পাণ্ডুলিপি শেষ হইয়া গিয়াছে। শ্ৰীযুক্ত শাস্ত্রী মহাশয় ১ । গৌড়পীদের কীরিক ক্ষ ব্যাখ্য' সহ ॥ ২ । নাগানন্দ–তিব্বতী অমুবাদ সহ ১। মিলিন্দ প্রশ্ন (দেবনাগরী অক্ষরে সম্পূর্ণ) পণ্ডিত ভীমরাও শাস্ত্রী ভারতীয় সঙ্গীত সম্বন্ধে আলোচন৷ পণ্ডিত কপিলেশ্বর মিশ্র ব্ৰহ্ম সুত্রের বিভিন্ন পাঠাদি প্রদর্শন । * 魯 শ্ৰীমুক্ত ফণীন্দ্রনাথ বন্ধ শিল্পণাস্ত্র ৫ শ্ৰীযুক্ত নিতানন্বিনোদ গোস্বামী ১ । অভিধৰ্ম্মার্থ সংগ্ৰহ—২টি টাকালহু মূলপালি । २ । ॐी সম্পূর্ণ সংস্কৃত অনুবাদ * ৩ । ঐ মূলের বঙ্গীমুবাদ * 蠱 ৪ । সার-সংগ্ৰহ । a । পালি পাঠ-সঞ্চয় বিস্তৃত সমালোচনা ও বিশেয —শাস্তিনিকেতন-পত্রিকা