পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । যে-সকল গ্রামবাসী সমিতির সভ্য হইবেন না তাহাদিগকে ঔষধের পুরা মুলা ও ডাক্তারের ভিজিট বাবদ ৪ টাকা চিকিৎসালয়ের ফণ্ডে জমা দিতে হইবে। e সমাজ-তত্ত্ব (Sociology )—শ্ৰীযুক্ত রজনীকান্ত দাস, এম্-এসসি, পি-এইচ-ডি •শ্রীনিকেতনে সমাজ-তত্ত্ব ও অর্থনৈতিকের একটি বিভাগ খুলিয়াছেন। তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১-১২ বৎসর অধ্যাপনা করিয়া ভারতীয় শ্রমিক সম্প্রদ য়ের সকল প্রকার তত্ত্বে অভিজ্ঞতা লাভ করিয়াছেন। তিনি সম্প্রতি একটি হিন্দু একটি মুসলমান, একটি সাঁওতাল ও একটি হিন্দু-মুসলমান-মিশ্রিত গ্রামের নানাবিধ জ্ঞাতব্য বিষয় সংগ্রহে নিযুক্ত আছন। তিনি আশা করেন যে, বাংলার সমাজ ও অর্থসমস্তার মূল কারণ একবংসর পরে দেখাইতে পরিবেন। তিনি সম্প্রতি আধুম ও শ্ৰীনিকেতনে Village Economyর ক্লাস • খুলিয়াছেন। ম্যালেরিয়া ও তাহার প্রতীকার— ম্যালেরিয়ার জ্বর হইতে আমরা নিস্তার পাইতে পারি, অতি অল্প ব্যয়ে ইহার প্রকোপ হইতে উদ্ধার পাইতে পারি, একথা বোধ হয় সবাই জানেন না। ম্যালেরিয়া জ্বরের এক-প্রকার বীজাণু আছে। এই বীজাণু মানুষের শরীরে প্রবেশ করিয়া রক্তের মধ্যে চলাচল করিয়৷ জ্বরের স্বষ্টি করে ; মশা এই বীজাণু একজনের শরীর হইতে অস্ত জনকে দেয়—এইরূপে ম্যালেরিয়ার সময় জ্বরের প্রকোপ বাড়িয়া চলে । এই সময়ে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কাৰ্ত্তিক মাসে মশা ডিম পাড়ে এবং মশার সংখ্যা বৃদ্ধি’ হয় বলিয়া জ্বরেরও বিস্তার বাড়িতে থাকে । ম্যালেরিয়ার হাত হইতে নিস্তীর পাইতে হইলে ( ১ ) শরীরে প্রবিষ্ট ম্যালেরিয়াব বীজাণুর ধ্বংস করিতে হইবে, (২) মশার কামড় হইতে নিজেকে বঁাচাইতে হইবে, (৩) মশা বাহাতে ডিম পাড়িয়া কুল বৃদ্ধি भi। ಘfತ পারে, তাহার ব্যবস্থা করিতে হইবে । প্রতিকারের উপায়— (১) কুইনাইনই ম্যালেরিয়ার বীজাণু ধ্বংসের একমাত্র ঔবধ— সপ্তাহে তিন বার এ গ্রেন করির কুইনাইন্‌ খাইতে হইবে, তাহা হইলে যে বীজাণু শীরে প্রবেশ করিবে তাহ বিনষ্ট হইবার সম্ভাবন। দান্ত পরিষ্কার রাখিতে হইবে—ন হইলে ত্রিফল (হরীতকী, আমলকী ও বহেড়া ) ভিজনে জল প্রত্যহ প্রাতে থাওয়া উচিত । জ্বরে ভুগিয়া কাজ ধন্ধ করিয়া শরীর খারাপ থাকিলে আয়ের ও শরীরের যে ক্ষতি হয়, তাহ অপেক্ষ নিয়মিতরূপে কুইনাইন খাওয়ার খরচ অনেক কম। প্রত্যেক পোষ্টফিসে সন্তায় ফুটুনাইনের বড়ি পাওয়া যায়। মশারী ব্যবহার, অভাবে সন্ধ্যার সময় ধরে ভাল করিয়া ধুন জ্বালাইয়। ঘর বন্ধ করিয়া রাখিলে মশার উপদ্রব কম হয়। যথাসম্ভব এই কয় মুস সন্ধার পর •রীর ঢাকা দিয়া রাখা উচিৎ ; তাহা হইলে মশা কম কামুড়াইতে পায়। কেরোদিন তেলের গন্ধে মশা কম থাকে ; হলদে রংএর কাপড়, জামা ও বিছানায় মশা কম আসে। (৩) মশা স্থির ময়লা জলে ডিম পাড়ে—যে-সব সার-গদীর গৰ্ত্তে, নালায়, ডোবায় মশা ডিম পাড়ে, তাহা ভরাট করা উচিৎ ; যেখানে জল জমে, তাহাতে কেপ্লানি তেল ছিটাইয়া দিলে মশা আর ডিম পাড়িতে পারে না । ডিম পাড়িতে না পারিলে মশার বৃদ্ধি কমিয় বার। -এই তিনটি উপায় এখন হইতে সকলের অবলম্বন কয়া উচিত : তাহা হইলে জ্বরের হাত হইতে পরিত্রাণ পাওয়া যাইবে । জ্বরে প্রত্যেক বৎসর ভুগিয়া লোক হীনবল হইয়। পড়িতেছে, সাধারণের আরও কমিয় ঘাইতেছে এবং অস্ত কোন রোগে সামান্ত দিন ভুগিয়া অকালে মারা ۵ دسe dt هد দেশ-বিদেশের কথা— ভারতবর্ষ է, Տ)Տ) যাইতেছে। ম্যালেরিয়ার হাত হইতে বাহাতে নিজে পরিত্রাণ পান এবং অন্তকে উদ্ধার করিতে পারেন তাহার চেষ্ট। সকলের করা উচিত। —এডুকেশন-গেজেট ভারতবর্ষ আচাৰ্য্য গিদওয়ানির স্বাস্থ্য— সিন্ধুপ্রদেশের কংগ্রেপ-কমিটির সভাপতি শ্ৰীযুক্ত সি পি দিওan জানাইয়াছেন যে, নাভী জেলুে আচাৰ্য্য গিদওয়ানীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হইয় পড়িয়াছে। র্তাহার শরীরের ওজনও ১৫ সের কমিয় fগ্নয়ছে। র্তাহীর পত্নী প্রায় ১২ বার জেল-স্বপাঠিন্টেগুেন্টের নিকট পর লিথিয়া তাহার সহিত সাক্ষাৎ করিবার অনুমতি চাহিয়াছেন ; কিন্তু এসময়ে কোনই জবাব পাওয়া যায় নাই । মানহানির দায়ে বোম্বে ক্রনিকেল-- ১৯২১ সালে ধারওয়ারের গুলিবর্ষণের ব্যাপার-সম্পর্কে বোম্বাই ক্রনিকেলে প্রকাশিত প্রবন্ধের জন্ত ধারওয়ারের পুলিশ সব ইনেস্পেক্টর শিবলিঙ্গপ্পা এবং স্বপারিন্টেণ্ডেণ্ট উক্ত পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে যে মানহানির মালা রঙ্গু করিয়াছিলেন, বোম্বাই হাইকোর্টের জজ মিঃ কেম্পের এজ লাসে সেই মামূলার আপলের শুনানী শেন হইয়া গিয়াছে। জজ নিম্ন আদালতের_দও অর্থাৎ ৫ হাজার এবং ৮ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ বহাল রাখিয়াছেন। রায়ে বলা হইয়াছে নে আদামীপক্ষ নিরপেক্ষ সমালোচনার যে-তর্ক উপস্থিত করেছেন, उर्श ঠিক নহে। বরং প্রবন্ধটি যে বিদ্বেধ-প্রণোদিত তাহ স্পষ্টরূপেই প্রমাণিত হইয়াছে। ‘কেশরী’ ও ‘বিনোদ’— বোম্বাই হাইকোর্টে "কেশরী” ও “বিনোদ’ পত্রিকার কর্তৃপক্ষ আদালতকে অবমাননা করার অভিযোগে যথাক্রমে এহাজার এবং ১ শত টাকার অর্থদণ্ডে দণ্ডিত হইয়াছিলেন । এই পত্রিকা দুইখানি জনসাধারণের মতামত ব্যক্ত করিতে যাইয়াই ক্ষতিগ্রস্ত হইয়াছে , বিশেষজ্ঞ এই মামূলীয় ভারতের সংবাদপত্রের স্বাধীনতাও ক্ষুণ্ণ হইয়াছে। এছসমস্ত কারণে শ্ৰীমতী সরোজিনী নাইডু, মেলিন শোকং আলি প্রভূত একটি আবেদন-পত্র প্রকাশ করিয়া উক্ত দুই কাগজকে অর্থ সান্য করিবার জন্ত জনসাধারণকে অমুরোধ করিয়াছিলেন, কিন্তু ਥੈਰ੍ਹਾ কেলকার সকলকে ধন্যবাদের সহিত জ্ঞাপন করিয়াছেন যে পত্রিক দুইখানি তাহীদের নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন কম্বিরে কাহারে সাহায্যের আবশ্বক নাই। কেশরী’-অফিসে এই সাহানের জন্ত মনিঅৰ্ডার যোগে বা অন্য রকমে বে টাকা আসিয়াছিল তাহা ফেরত দেওয়া হইয়াছে । বিহার শিক্ষা-সম্মিলনী— ফুলওয়ারীতে বিশ্ববিদ্যালয়-সম্বন্ধে যে নুতন ব্যবস্থার জল্পনা-কল্পনা চলিতেছে তাহারই বিরুদ্ধে প্রতিবাদ করিবার জন্ত গত ১৭ই আগষ্ট । বিহার শিক্ষা-সন্মিলনীর এক অধিবেশন হইরা গিয়াছে। মিঃ এম খোদাবক্স সভাপতির আসন গ্রহণ করিয়ছিলেন। নিম্নলিখিত প্রস্তাবঃ সন্মিলনীর অধিকাংশ প্রতিনিধির ভোটে পাশ হইয়াঁছে – ফুলওয়ারীর সন্নিকটে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে ইমারত প্রভৃতি তৈরী করিয়া নুতন ভাবে রেসিডেন্সিয়ালু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কে