পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 مع سيا ব্যবস্থা হইতেছে তাহ সন্মিলনীর মতে এই প্রদেশের শিক্ষার অস্তুরায়ম্বরূপ হইবে । সুতরাং উহার পরিকল্পনা পরিত্যাগ করা কৰ্ত্তব্য এবং ঐ পঞ্চাশ লক্ষ টাকা এই প্রদেশের প্রাথমিক ও উচ্চ শিক্ষার জন্ত, সাধারণের স্ববিধাজনক ভাবে ব্যয় করিবার যাবস্থা করা সঙ্গত। মাত্র বারে। জন সদস্ত এই প্রস্তাবের বিরদ্ধে ভোট দিয়াছিলেন । সম্প্রতি সৰ্বকার হইতে এই প্রস্তাব প্রত্যাহার করা হইয়াছে । পুনা মীমাংসা-বিদ্যালয়— নূতন পুন৷ কলেজের সংলগ্ন মীমাংসী-মহাবিদ্যালয়ের নূতন গৃহে গত ১০ই আগষ্ট গৃহ-প্রবেশের অনুষ্ঠান উদ্‌যাপিত হইয়াছে। এই মহাবিদ্যালয়ের বিশেষত্ব এই যে, ভারতের কোথাও এরূপ প্রতিষ্ঠান আর-একটিও নাই। বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং অন্যান্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় মীমাংসা-দর্শন উহাদের পাঠ্যতালিকা ভুক্ত করিয়াছেন, কিন্তু এজন্য বিশেষ প্রতিষ্ঠান কোথাও নাই। এই বিদ্যালয়েব সহিত একটি অগ্নিহোত্রশালাও আছে । অধ্যাপকেরা এখানে হাতে-কলমে কাজের দ্বারা ছাত্রদিগকে শিক্ষা দিয় থাকেন। মান্দালয়ের দাঙ্গ - গত ১৭ই আগষ্ট মাম্বালয় সহরে পুলিশের সহিত জনসাধারণের একটি সংঘর্ষ হইয়া গিয়াড়ে। এই সংঘর্ষ-সম্বন্ধে সরকারী এবং বে-সরকারী রিপোটে-এই ধরণের অন্যান্য ঘটনাগুলির মতই—কিছুমাত্র মিল নাই । সরকারী রিপোটে প্রকাশ- ভিক্ষু উত্তমের শোভাযাত্র নিষিদ্ধ পথ দিয়া যাইবার চেষ্টা করে । পুলিশ রাস্তার দুই ধীরে সারি বাধিয়া দাড়াইয়াছিল। জনতা পুলিশকে আক্ৰমণ করিলে পুলিশকে বাধ্য হুইয়াই রিভলভার চালাইতে হয়। এই সংঘর্ষের ফলে একজন কুলি নিহত হইয়াছে ও একজন সামান্ত আহত হইয়াছে । আর পুলিশের পক্ষে নিহত হইয়াছে দুই জন, একজনের আঘাত অত্যন্ত গুরুতর, দশ জন পুলিশ ইসপাতালে পড়িয়া আছে, একজন ইন্‌স্পেক্টরের হাত ভাঙ্গিয়া গিয়াছে এবং মাথায় গুরুতর জখম হইয়াছে। ইহা ছাড়া আরও ৫১ জন পুলিশ কনেষ্টবল অপেক্ষাকৃত কম জখম হইয়৷ ইসপাতালে চিকিৎসিত ইতেছে। এই দাঙ্গা পূৰ্ব্ব হইতেই মতলব করিয়া পাকানো হইয়াছিল ; মিচিলের পিছনে-পিছনে দুই গাড়ী ইট সেইঞ্জস্য নেওয়ার ব্যবস্থা করা হয় । ভিক্ষু উত্তম এ-সম্বন্ধে বড়লাটের কাছে যে তার কবিয়াছেন তাহার সংবাদ, বলা বাহুল্য এস্ত রকমের । তিনি জানাইয়াছেন, মানালয়ে ইউনিয়ন দল ভাৰতবৰ্ষ হইতে বন্ধদেশকে বিচ্ছিন্ন করিবার জন্ত সভা করিতেছিল—তিনি এই বিজ্ঞাগের বিরোধী। সুতরাং উহার শোভাবাত্রা ভাঙ্গিয় দেওয়ায় ইউনিয়ন্দলের স্বার্থ ছিল। ইউনিয়ন্দলের পৃষ্ঠপোষক ছিল শ্বেতাঙ্গ এবং পুলিশের লোক। আর সেইজন্তই পুলিশের সহিত এই সংঘর্ষ হইয়া গিয়াছে। শোভা-যাত্রাটি ভক্স, রাস্তার মোড়ের, নিকট উপস্থিত হইলে সহসা পুলিশ স্বপারিন্টেণ্ডেণ্ট, শোভা-যাত্রাটি অদ্যপথে পরিচালিত করিবার আদেশ দেন। এআদেশও জনতা মানিয়া লইয়া পুলিশের নির্দিষ্ট পথে ফিরিয়াছে, এমন সময় রাস্তার মোড়ের দুইটি বাড়ী হইতে তাঙ্গদের উপর ইট-পাটুকেল পড়িতে থাকে। এই বাড়ীতে যাহারা ছিল তাহারা ইউনিয়ন এবং পুলিশের দলের লোক। নিক্ষিপ্ত ইটের আঘাতে শোভা-যাত্রার কতকগুলি লোক আহত হয় এবং শোভা-যাত্রা থামিয়া যায়। এই সময় ডেপুটি সুপারিন্টেণ্ডেণ্ট এবং উহার সহকারীগণ কিছু না বলিয়াই জনতার উপর গুলিবর্ষণ করিতে থাকেন। তাহার পর শোভাযাত্রার প্রবাসী—আশ্বিন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড লোকেরাও প্রতিশোধ লইবার চেষ্টা করে । পুলিশের হাতে ছিল রিভলভার ৰেটন ও বীশের লাঠি এবং জনতার সম্বল ছিল রাস্তার ইট-পাটকেল। গবর্ণমেন্টের তরফ হইতে এই সম্পর্কে ব্যবস্থা হইয়াছে – ভিক্ষু উত্তম এবং মিঃ মদনজিতের উপর এই মৰ্ম্মে নোটিশ জারি করা হইয়াছে যে, তাহাদিগকে অবিলম্বে মান্দালয় জেলা পরিত্যাগ করিতে হইবে । পুলিশ তাহাদিগকে রেলষ্টেশনে পৌছাইয়া দিয়া আসিয়াছে। তাহার রেজুন রওনা হইয়াছেন । ইয়াদ মোজেন কাউন্সিলের সেক্রেটারীকেও গ্রেপ্তার করা হইয়াছে । সামরিক পুলিশ বৌদ্ধমঠ-সমুতে গানাতল্লাসী করিতেছে। দাঙ্গার সম্পর্কে এপর্য্যন্ত দুইজন বৌদ্ধ সন্ন্যাসী এবং ১৬ জন লোককে গ্রেপ্তার করা হইয়াছে । মান্দালয়ের ডেপুটি কমিশনার নোটিশ জারী রিয়াছেন যে, তাহার অনুমতি ন লইয়া মন্দিালয় সহরে কোনে সাধারণ সভার অধিবেশন হইতে পরিবে না । গুলবাগায় দাঙ্গ— হায়দ্রাবাদের অন্তর্গত গুলবার্গ-নামক স্থানে সম্প্রতি হিন্দু-মুসলমানে এক ভীষণ দাঙ্গ হইয়া গিয়াছে । এই দাঙ্গায় দোষ যে, কোন পক্ষের বেণী তাই ঠিক করিয়া বলা কঠিন । মুসলমাণেব বলিতেছেন, হিন্দুদের দ্বারাই দাঙ্গা হয় হয়। তাহারাই প্রথমে মসজিদ আক্রমণ করিয়া তাহার চুড়া ভাঙ্গিয় দেয়, তাহদের নিকট বস্তৃক ছিল, এই বন্দুকের গুলিতে গোয়েন্দী বিভাগের পুলিশ সুপারিন্টেণ্ডেণ্ট মিঃ মহম্মদ আজিজুল্লা নিহত হইয়াছেন এবং আরো অনেক মুসলমান ইত ও আহত হইয়াছে। হিন্দুদের রিপোর্ট ঠিক ইহার উল্টা । তাঙ্গারা বলে, মুসলমানেরাই তাহীদের উপর অযথা অত্যাচার করিয়াছে। তাহার অনেকগুলি মন্দির ধ্বংস করিয়াছে, দেবমূৰ্ত্তি ভাঙ্গিয়া ফেলিয়ছে, হিন্দু দের দোকান-পশার লুটিয়াছে, গৃহে আগুন লাগাইয়া দিয়াছে। , টাইম্স্ অব ইণ্ডিয়া'র স্থানীয় সংবাদদাতা জানাইয়াছেন যে, এই হাঙ্গামার সংস্রবে নিজামের পুলিশ দুই শত লোককে গ্রেপ্তার করিয়াছে। ডাকাতি, দাঙ্গ ও ব্যক্তিগত তহবিল তছরূপ করা--এই তিনটি অভিযোগেই সাধারণতঃ লোকদিগকে গ্রেপ্তার করা হইতেছে । কয়েক জন মুসলমান উভয় সম্প্রদায়ের ভিতর সস্তাব স্থাপনের চেষ্টা করিতেছেন। কিন্তু হিন্দুরা নাকি দেবমুক্তি-ধ্বংসকারী ও মন্দির-অপবিত্রকারী দুৰ্ব্বত্তগণের সাজার জন্তই জেদ ধরিয়াছেন। নিজাম বাহাদুর দাঙ্গ-সম্পর্কে নিম্নলিখিত অতিরিক্ত ইস্তাহার জারী করিয়াছেন—যেপৰ্য্যস্ত কমিশনের তদন্ত শেষ না হয় সে পৰ্য্যস্ত গোয়েল বিভাগের ডেপুটি ইনস্পেক্টর 'জেনারেল মিঃ পি এফোর্ড পুলিশের ইনস্পেক্টর জেনারেলের সহিত গুলবার্গে অবস্থান করিবেন। উভয় সম্প্রদায়ের যে-সকল উপাসনা-স্থলের ক্ষতি হইয়াছে, তাহ ধৰ্ম্মবিভাগ হইতে সংস্কৃত হইবে । পুর্ত বিভাগের সেক্রেটারী নববোলি নবাব জঙ্গ বাহাদুর কাউন্সিলে সভাপতির সম্মতি গ্রহণার্থে আনুমানিক ব্যয়ের হিসাব ও নক্স দাখিল করিবেন। পাঞ্জাবে নারী-জাগরণ --- সত্যগ্রহ-সংগ্রামে শিপেরা যে সংযম, মহিষ্ণুতা এবং সাহসের পরিচয় প্রদান করিতেছেন, তাহ অপূৰ্ব্ব । সকল প্রকারের দুঃখকষ্ট, লাঞ্ছনা, প্রহার, অপমান, কারাবাস, এমন-কি মৃত্যু পর্যান্ত ইহাঙ্গর কাছে পরাজয় স্বীকার করিয়াছে ; পণ ইহাদের টলে নাই। এক নেতা কারারুদ্ধ হইতেছেন, সঙ্গে সঙ্গে তাহার পরিত্যক্ত কাৰ্য্য-ভার গ্রহণ করিবার জন্ত অস্ত নেতা আসিয়া উপস্থিত হইতেছেন। গত