পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা | মানিয়ু লইতে প্রস্তুত হইয়াছেন তখন ফ্রাঙ্গ এই বৈঠকে যোগ দিতে একরূপ বাধ্য হইয়াই সন্মত হইলেন, কিন্তু বৈঠকের সিদ্ধান্ত শিরেধার্যা করিয়া লইতে সম্পূর্ণভাবে সন্মত হইলেন না শেষ সিদ্ধান্ত ফ্রাগের ব্যবস্থাপক সভা মানিয়া লইলেই ফ্রান্স তাঁহাতে রাজি হইবেন, নতুবা উহাতে অস্বীকার করিবার অধিকার ফ্রাঙ্গের থাকিবে এরূপ অঙ্গীকারে ফরাসী বৈঠকে যোগ দিতে সন্মত হইলুন। বিগত ১৬ জুলাই তারিখে লণ্ডন শহলে মিত্র শক্তিবর্গের বৈঠক আখ্রস্ত হয় । বৈঠকের প্রারম্ভিক সভায় র্যামৃঙ্গে ম্যাকডোনাল্ড সভাপতির আসন পরিগ্রহ করেন। সভাপতিব বস্তু তার সার মর্শ্ব এই যে, ডয়েস সিদ্ধান্ত অবিকৃতরূপে গ্রহণ কৰা আবখ্যক। লাভ-লোকসানকেই মূল ভিত্তি করিয়া এই সিদ্ধান্ত প্রস্তুত করা হয় না ; প্রকৃত ব্যবসায়ীর স্বায় এই সিদ্ধান্তকে অর্থনৈতিক ভূমিতেও স্থাপন করা হইয়াছে। ইহাকে অবলম্বন করিলে ইউরোপে বাণিজ্যের পুনঃপ্রতিষ্ঠা অসম্ভব। সেইজন্ত ডয়েস রিপোর্ট, যাহাতে কাৰ্য্যকাৰী হয় সেই দিকে সকলেরই দৃষ্টি রাখা কৰ্ত্তব্য। প্রথম দিনের বৈঠক শেখ হইলে পর তিনটি ভিন্ন-ভিন্ন সমস্তার মীমাংসার পস্থা আবিষ্কার করিবার জন্ত তিনটি বিভিন্ন কমিটি নিয়োজিত হয় । জাৰ্ম্মানী দেয় ক্ষতিপূর্ণ সময়মত প্রদান না করিলে কি উপায় অবলম্বন করা শ্রেয় তাহ নিৰ্দ্ধারণের জষ্ঠ প্রথমটি জার্শ্বাণীব অর্থনৈতিক ও ব্লাঞ্জস্বসম্বন্ধীয় উন্নতি সৰ্ব্বাপেক্ষ সহজে এবং অল্প সময়ে কোন উপায় সম্ভব তাহ। স্থির করিবার জন্ত দ্বিতীয়টি এবং জাৰ্ম্মানীর প্রদত্ত অর্থ সহজে কিরূপে উত্তমর্ণ রাজাগুলিতে প্রেরণ করা যায়,তাহার উপায় বাহির করিবার, জষ্ঠ তৃতীয়টি স্বই হয়। প্রথমটির সভাপতি মিঃ ফিলিপ স্নেডেন, দ্বিতীয়টির সভাপতি মিঃ টমাস্ ও তৃতীয়টির সভাপতি স্তার রবার্ট কিণ্ডার্ণলি নির্বাচিত হন । কিন্তু শুধু মিত্ৰ-শক্তিবর্গের মধ্যে একটা রফা হইয়া গেলেই ত কার্যসিদ্ধি হইবে না । জাৰ্ম্মানী যাহাতে সেই সিদ্ধান্ত মানিয়া লইতে প্রস্তুত হয় তাহার ব্যবস্থাও করিতে হুইবে । কিন্তু ডয়েসসিদ্ধান্তে এমন অনেক বিষয়ের আলোচনা আছে যে সমস্ত বিষয়ের সম্বন্ধে কোনও প্রশ্নই ভাসাই সন্ধিসূত্রে উঠে নাই। আন্তর্জাতিক আইনঅনুসারে সেইসমস্ত নুতন সিদ্ধান্ত যাইতে জাতিসমূহের অংখ্য প্রতিপাল্য হইযা পড়ে তাহার ব্যবস্থা সস্তব কি না তাহা বিচার করিবার ভার দেওয়া" হয় দুইজন প্রসিদ্ধ আইনবেত্তার হস্তে । এই দুইজনের একজন হইলেন প্রসিদ্ধ ফরাসী আইনজ্ঞ ফর্মগেয়ে এবং অপর জন হইলেন ইংরেজ কূটনীতিবিশারদ স্তার সিসিল হ'ষ্ট । ইহার সেরূপ ব্যবস্থা সম্ভব বলিয়া রিপোর্ট দেওয়াতে জাৰ্ম্মানীকে বৈঠকে যোগ দিবার জন্ত আহবান করা হইল । দেশ-বিদেশের-কথা—বিদেশ bo©ዓ বৈঠকের কাজ বেশ চলিতেছিল। এমন সময় ফ্রাগের তরফ হইতে গোল উঠিল। ফ্রান্স বলিলেন যে, ক্ষতিপূরণ কমিশনের সিদ্ধাস্তু-জমুসারে প্রাপ্য টাকা জাৰ্ম্মানী যদি দিতে অস্বীকার করে তাহা হইলে কি ব্যবস্থা হইবে তাহ জানা দরকার। সে প্রশ্নের স্বমীমাংসা না হওয়া পর্যন্ত অঙ্ক কোনও ব্যবস্থা ফ্রান্স, মানিয়া লইতে পারেন না। অনেক বাগবিতণ্ডার পর স্থির হইল যে জাৰ্ম্মানীর যে টাকা বাকি পড়িলে তাহা আদাযের ব্যবস্থা করিবার জন্ত একটি নুতন কমিশন উপর থাকিবে । সেই কমিশনে একজন ইংরেজ, একজন ফরাসী ও একজন মার্কিন সভ্য থাকিবেন : বেশীর ভাগ লোক যে মত দিবেন সেই মত-অনুসারে কার্য্য হইবে। প্রত্যেক কমিটি আপনাদের সিদ্ধান্ত জ্ঞাপন করির রিপোর্ট, দাখিল করেন। জাৰ্ম্মানীর গতিপূরণ আদায়ের একটি ব্যবস্থা হইল এই যে, জাৰ্ম্মণীর খেল-লাইলসমূহ রাষ্ট্ৰতন্ত্রেব হাত হুইতে মিত্ৰ-শক্তিবর্গের পরিচালনায় গঠিত একটি কোম্পানীর হস্তে গুপ্ত হুইবে । এই কোম্পাণী গঠিত হইলে ইহা পৃথিবীর মধ্যে সৰ্ব্ববৃহৎ রেল কোম্পানী হইবে । জাৰ্ম্মান প্রতিনিধিগণ বৈঠকে যোগ দিয়ার পর তিনটি কমিটির রিপোর্ট, লইয়| আলোচনা আরম্ভ হয়, এবং কিছু কিছু মতানৈক্য ও বিরোধ ঘটিলেও শেষে সকল জাতিই রিপোর্টের সিদ্ধান্তগুলি মূলত: মানিয়া লইতে স্বীকৃত হন ; শান্তি যখন প্রায় স্থাপিত হুইবার সম্ভাবন হইল তথন আবার আর-একটি বিষয় লইয়া গোলযোগের সূত্রপাত হয় । জাৰ্ম্মানী ডয়েসূসিদ্ধাস্ত অনুসারে চলিতে আরম্ভ করিবার উদ্যোগ করিলে, ফ্রাঙ্গ ক্লর পরিত।াগ করিয়া ত্যাসিবেন কিনা এই প্রশ্ন লইয় ফ্রান্সের সহিত বিরোধ বাধিয়া উঠিবার উপক্রম হয়। অনেক তর্কবিতর্কের পরে স্থির হয় যে লওনের বৈঠকের নিৰ্দ্ধারিত মিলনস্বত্রঅনুসারে যে নুতন সন্ধিপত্র প্রস্তুত হইল তাহ যেদিন জাৰ্ম্মানী স্বাক্ষর করিবেন তাহার পর দিন ফ্রান্স ও বেলজিয়াম রব ব্যতীত অন্যান্য দ্বখলি জাৰ্ম্মান রাজ্য ছাড়িয়া দিবেন এবং এক বৎসরের মধ্যে রীর পরিত্যাগ করিয়া আদিয়া ফরাসী জাৰ্ম্মানিকে আলসাসরলেনে ব্যতীত অপহৃত ইউরোপীয় সাম্রাজ্য ফেরৎ দিবেন লণ্ডনের সন্ধিপত্রে স্বাক্ষরিত হইয়া গিয়াছে ইউরোপের মুস্তন যুগের সূচনা হইল। দেখা যাউক ইহার ফলে ধ্বংসাবশিষ্ট ইউরোপ পুনৰ্ব্বার আপনার গৌরবে প্রতিষ্ঠিত হয় কি না ? শ্ৰী প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়