পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ঐ নরসিংহ চিন্তমন কেলকার—সম্পাদক, "কেশরী” আছে, কিন্তু সাধারণতঃ এরূপ অর্থদণ্ড দিয়া টিকিয়া থাকা ভারতীয় সংবাদপত্ৰসকলের পক্ষে দুঃসাপ্য । বোম্বাই প্রেসিডেন্সিতে এইরূপ অর্থদণ্ডের আধুনিক দৃষ্টান্ত আরও আছে । “কেশরীর" সম্পাদক শ্ৰীযুক্ত নরসিংহ চিন্তামন কেল্‌কারকে পাচ হাজার টাকা দিতে হইয়াছে। ত,ছাড়া তাহার আত্মপক্ষ সমর্থনের ব্যয় আছে। সৰ্ব্বসাধারণের নিকট হইতে চাদা তুলিঃ এই ৫,০০০ টাকা দিবার প্রস্তাব হইয়াছিল। কিন্তু কৈল কার মহাশয় প্রস্তাবকদিগন্ধুে ধন্যবাদ দিয়া জানাইয়াছেন, যে, “কেশরী” নিজের বোঝা নিজেই বহন করিবে । - সবকারী বিচারকগণ আগেকার প্রেস্ব-নিগ্রহ-আইনের অভাব গবর্ণমেণ্ট কে অতুভব করিতে দিতেছেন না। বিবিধ প্রসঙ্গ—মুদ্রা-যন্ত্ৰ-আইনের নূতন অবতার Ե-8G বাংলা গবর্ণমেণ্টের হারজিত বাংলা গবর্ণমেণ্ট মন্ত্রীদের বেতন মঞ্জুর করাইবার জন্য আবার তদ্বিময়ক প্রস্তাব ব্যবস্থাপক সভার সমক্ষে উপস্থিত করিয়াছিলেন ; কিন্তু মঞ্জুরীর পক্ষে অপেক্ষা বিপক্ষে দুই ভোট বেশী হওয়ায় গবৰ্ণমেণ্ট পরাজিত হইয়াছেন। প্রস্তাবের বিপক্ষে , সঁtহারা ভোট দিয়াছিলেন, র্তাহারা সকলেই এক-কারণে ঐ রূপ ভোট দেন নাই । স্বরাজীরা দ্বৈরাজ্যের অর্থাং ডায়ার্কির বিনাশ-সাধনের জন্য ভোট দিয়াছিলেন ; র্যাহারা স্বরাজী নহেন, তাহদের কেহ-কেহ মন্ত্রী ফজলল হক ও গজনবীর উপর আস্থা না থাকায় ভোট দিয়াছিলেন । এই জন্য আমাদের মনে হয়, যে, গবর্ণমেণ্ট যদি ঐ দুইজন মন্ত্রীর বেতন এবং তৃতীয় মন্ত্রীর বেতন আলাদা করিয়া মঞ্জর করাইবার চেষ্টা করিতেন, তাই। হইলে শেষোক্ত মন্ত্রীর বেতন মঞ্জর হইতে পারিত। অবশ্য এরূপ আলাদা করিয়া মঞ্জুর করাইবার নিয়ম আছে কি না, জানি না । তাহার পর যদি গবর্ণর লিটন ব্যবস্থাপক সভার বড় কোন দলের বা নানাদলভুক্ত অনেক সভ্যের বিশ্বাসভাজন অন্য দুজন সভ্যকে মন্ত্রী মনোনীত করিতেন, তাহা হইলে ऊँiशष्मद्र বেতনও মঞ্জুর হইতে পারিত । এক-ই বাবদে বরাদ পুনঃপুনঃ ব্যবস্থাপক সভায় উপস্থিত কবিবার নিয়ম হইয়াছে বলিয়া একথা বলিতেছি । এরূপ না করিয়া গবর্ণর অনির্দিষ্ট কালের জন্য দ্বৈরাজ্য স্থগিত রাখিয় মন্ত্রীদের হস্তে ন্যস্ত হস্তান্তরিত শিক্ষা কুষিস্বায়ত্তশাসন প্রভৃতি বিষয়গুলির ভার স্বয়ং লষ্টয়াছেন এবং ঐগুলির ভার ভাগ করিয়া শাসন পরিষদের সভ্যদের উপর দিয়াছেন । তা ছাড়া, ইহাও বিজ্ঞাপিত . করিয়াছেন, যে, অনির্দিষ্ট ‘কালের জন্য ব্যবস্থাপক সভার অধিবেশন হইবে না ; কেবল গবৰ্ণমেণ্টের প্রয়োজন-অগুসারে ব্যবস্থাপক সভা আহবান করা হইবে । , ইহাতে এরুপ সন্ধুে করিবার কারণ ঘটিয়াছে, যে, শুধু স্বরাজীরা নয়, গবর্ণমেণ্ট ও নেন দ্বৈরাজ্যের উচ্ছেদ সাধন করিতে ব্যগ্র ছিলেন । এরূপ