পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । • বর্ঘ-বরণ ৬৯ নিদাষ-দূতে দেখতে এলুপূর্ণিমা আজ ছুটে, পারে নূতন দিগ্বিজয়ীর বেশ ! জড়িয়ে দেহ জ্যোতিগেছ জ্যোৎস্না-উজল-বাস তার নয়নের বাক-তড়িৎ ভুঞ্জ -** * - - - - - ভূমির পরে লুটে । ইঙ্গিতে যার আজকে প্রথম দিন হবে ক্ষেরঞ্জ, অতিথি তার প্রিয় ".. জাদেশে ভার অতীত হ’ল শেষ," অগ্নি-বরণ অঙ্গে দিয়ে উশীর-উত্তরীয় বাজিয়ে শিঙা শ্মশান শিবের বাজনু এসেছে ঐ কাল-ব’শেণের প্রলয় রথে চড়ে’ ; বিদায় দিলে গাজন - বেলকুঁড়ি তার গলায় গাথা, সব পুরাতন পাৰ্ব্বণীকে আজ ; মাথায় কনক-চাপার ছাতl, এই নিখিলের নব রূপের আলো দুগৃছে বুকে পুষ্পোপবীত টাটুকা জুয়ের গোড়ে ! চোখে আবার লাগবে ব’লে ভালো নীল চোখে তার প্রেমের অনল জাগে, পরিয়ে দেবে নূতন ক’রে নবীনতর সাজ ! কি আনন্দে গভীর অনুরাগে বর্ষ-রথের বদলে বারে চাকা চাইছে যেন সবার মুখের পানে, যুগা-ছবি বড় ঋতুর রং-বেরঙে আঁকা সেই নয়নের প্রীতির পরশ পেয়ে দেখাবে সে নূতন ক’রে ফের, পুলক-রসে ছেয়ে বধুর বুকে জাগিয়ে তুলে আশা, দিগন্ত আজ উঠল ভ'রে গানে। শিশুর মুখে অন্মুট তার ভাল, তরু-লতার তরুণ বধু যত ভুলিয়ে দেবে পুরাতনের জের । আপন হারার মত আসবে আবার আষাঢ়ে তার এলিয়ে চিকুর . আকুল বর্ষারাণী, কুঞ্জ-পথে বেরিয়ে এল, ওরে, ঘোমটা খুলে পড়ছে তাদের মাথার ; চকচকে ওই চিকণ কচি পাতার ফিকে সবুজ আঙ রাখা আজ প’রে দাড়িয়ে আছে অধীর কুতুহলে শাল-তমালের দলে । দেবদারুদের বন ; পবর নিয়ে সবার দ্বারে দ্বারে • ফিরছে বারে বারে দখিন-হাওয়ু উতল উচাটন ! নবদুৰ্ব্বা উল্লসিত চিতে ফাঙ্কনে ফের ফাগের পেলা বিছিয়ে দিয়ে আজকে চারিভিতে ফুল 零びS ཝ༢༦་ রঙীন কের *: ! নবীম তৃণের হরিৎ আঁচলখনি এল নবীন, এল তরুণ ; শিউরে ওঠে হঠাৎ ক্ষণে ক্ষণে হাত ধরে তার নূতন অরুণ চেনা পায়ের নূতন নূপুর সনে আনন্দে শুই উঠছে যেন হেসে, 3- পথ চেয়ে তার ছিল যার মিলন এবার নিকট হ’ল জানি ! চৈত্র-রাতে নিদ্রা-হার বর্ষ এল ! এল আবার যেম . বরণ ক’রে নিল তার ব্যাকুল হ’য়ে এসে ! • অঙ্গন। কোম্ অচিন'লোকের হেম শ্ৰী লরেন্দ্র দেব ঝরিয়ে মেঘের বুক-চের। তার বাদল ঝর্ণাথানি, কেয়ার বনে কদম-ঝাড়ের তলে, সোনার কিরণ-করস্ক-ভার উজাড় করে দেশে শরং আবার আসবে অমল হেসে, কমল-মাল দুলবে গো তার গলে ! নিশির শিশির কুঞ্জবালায় সাজিয়ে দেবে মোতির মালায় দুলবে লতা পাতার কানে তরল হীরায় দুল ; হিম ফুরালেই মকর-মেলা