পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

し*8b" ভাইকমে সত্যাগ্ৰহ ত্রিবাঙ্গড়ের বৃদ্ধ রাজার মৃত্যুর পর যিনি রাজা হুইয়াছেন, তিনি নাবালক। যে-মহারাণী রাজপ্রতিনিধি হইয় রাজ্যশাসন করিতেছেন, তিনি ভাইকম্ সত্যা গ্রহে কারারুদ্ধ সকল লোককে মুক্তি দিয়া ঠিক কাজ করিয়াছেন। যদি তিনি, ভাইকম মন্দিরের যে-রাস্ত দিয়া "অস্পৃশ্বে”র যাইতে পায় না, তাহাতে তাহদের যাইবার অধিকার দেন, তাহা হইলে সত্যাগ্রহের অবসান হয়, এবং ভারতবর্ষের একটা কলঙ্ক মোচিত হয়। র্তাহার এই স্ববুদ্ধি কি হইবে না ? ত্রিবাঙ্কুড়ের পরলোকগত মহারাজা । ভাইকমে সত্যাগ্ৰহ হওয়ায় ত্রিবাঙ্গুড়ের ও উহার পরলোকগত মহারাজ-র অখ্যাতি হইয়াছে বটে ; কিন্তু উপহার অন্য গুণাবলী আমাদের বিস্তৃত হওয়া উচিত নয়। তিনি বৃহৎ রাজ্যের অধীশ্বর হওয়া সত্ত্বেও অবিলাসী ও সাদাসিধে লোক ছিলেন । তিনি প্রত্যহ দীর্ঘকাল রাজকাৰ্য্যে যাপন করিতেন । তিনি ক্রমাগত দীর্ঘকাল বিদেশ ভ্রমণ না করিলেও নানা দিকে তাহার রাজত্বকালে :র্তাহার দেশ অগ্রসর হইয়াছে। তাহার রাজ্যে শতকরা যতজন লোক লিখনপঠনক্ষম, ভারতবর্ষের আর কোন প্রদেশে বা দেশী রাজ্যে শতকরা ততজন লিখনপঠনক্ষম নহে । নারীদের উচ্চতর শিক্ষাতেও ত্রিবাঙ্গুড় ভারতবর্ষের সব অংশের শীর্ষস্থানীয়। তাহার প্রাসাদের ও পরিবারবর্গের ব্যয় বড়োদার মহারাজার ঐরুপ ব্যয়ের একতৃতীয়াংশেরও কম ছিল। ইহা হইতেই তাহার জীবনযাপন-প্রণালীর পরিচয় পাওয়া যায় । প্রজাদের নিকট হইতে গৃহীত করের অধিকাংশ রাজ্যের জন্যই তাহার দ্বারা ব্যয়িত হইত। ভারতীয় কোন-কোন রাজামহারাজা নানা উপায়ে নিজেদের গুণকীৰ্ত্তন করাইয়া থাকেন । ত্রিবাঙ্কড়ের মহারাজা ཙཱ[རྩྭ། করেন নাই বলিয়াই সম্ভবত:"র্তাহার কৃতিত্বের কথা সুবিদিত নহে । প্রবাসী—আশ্বিন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড তারকেশ্বরে গুলিবর্ষণ । ፴ ভারতবর্ষে বিনা গুলিবর্ষণে কোন কঠিন সমস্তার সমাধান হয় না। মৃতরাং তারকেশ্বরেও যে, ঐ উপায় অবলম্বিত হইয়াছে, তাহা আশ্চর্ষ্যের বিষয় নহে "। এখন কথা উঠিয়াছে, ধে, জনতার উপর শুধু বাকু শটু ছোড়। হইয়াছিল, না বুলেটুও ছোড়া হইয়াছিল । ( ছোট ও বড় এই দুরকম গুলির বাংলা নাম আমরা জানি না—আমরা নিতান্তই "নিরামিষ” এবং যুদ্ধ ও শিকারে অনভিজ্ঞ ) । ডাক্তার জে এম্‌ দাশ গুপ্ত অস্ত্রপ্রয়োগে গুলি বাহির করিবার চেষ্টা করেন । র্তাহার মতে বুলেটও ব্যবহৃত হইয়াছিল। পুলিস কিন্তু বলে যে, ভাহীদের সঙ্গে শুধু বাকৃ-শটু ছিল। ডা: দাশগুপ্ত ক্ষতস্থান চিরিবার সময় স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও পুলিস ইন্স পেক্টারকে উপস্থিত থাকিতে আহবান করেন, কিন্তু তাহার উপস্থিত ছিলেন না। তাহাতে লোকের এই সন্দেহ প্রবলতর হইতেছে, যে, হয় পুলিসের কাহারও-কাহারও বুলেটু ছিল, নয় মোহান্তের সশস্ত্র গুণ্ডারা সুযোগ বুঝিয়া বুলেটু ব্যবহার করিয়াছিল । অনুসন্ধান করিয়া দোষীর দগু দেওয়া গবর্ণমেণ্টের কৰ্ত্তব্য । তারকেশ্বরে মিটমাটের কথা । শুন যাইতেছে, যে, তারকেশ্বরের মোহান্তের সহিত মিট্‌মাটু হইবে । র্যাহারা মোহাস্তকে নরপশু বলিয়া প্রচার করিয়াছেন, দেখা যাক তাহার সহিত র্তাহারা কিরূপ রফ করেন। লেনদেন কিছু হইলে তাহাও প্রকাশ্যভাবে হওয়া উচিত । - 恩 গুলি-ছোড়ার পর সত্যাগ্রহ বন্ধ ও রফার কথা উঠায়, এধারণাও গবর্ণমেণ্ট পক্ষের লোকদের দৃঢ়ীভূত হওয়া বিচিত্র নহে, যে, গুলি সকল রোগের অব্যর্থ ঔষধ । শারদীয় উৎসব । । শারদীয় উৎসব আগতপ্রায় । ইহা সাক্ষাৎভাবে হিন্দু বাঙ্গালীদেরই উৎসব হইলেও, অন্ত ধৰ্ম্মাবলম্বী লোকেরাও, পূজায় যোগ না দিলেও, পরোক্ষভাবে